আকাশ ছোঁয়া ভালোবাসা

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র

আকাশ ছোঁয়া ভালোবাসা হল ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[][] পরিচালক এস এ হক অলিক ২০০৬ সালে হৃদয়ের কথা ছবির সাফল্যের পর আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিটি নির্মাণ করেন, এবং এটি তার পরিচালনায় দ্বিতীয় ছবি। নায়ক রাজ রাজ্জাক, রিয়াজপূর্ণিমা অভিনীত এই ছবিটি আশানুরূপ সাফল্য লাভ করে। জননন্দিত তরুন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, এস আই টুটুলনাজমুন মুনিরা ন্যান্সির গাওয়া গান গুলো তরুন দর্শক শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।[] এবং এই ছবির সাফল্যের জের ধরে পরিচালক একই জুটিকে নিয়ে তার তৃতীয় ছবি এক পৃথিবী প্রেম এর নাম ঘোষণা করেন।

আকাশ ছোঁয়া ভালোবাসা
ভিসিডি কভার
পরিচালকএস এ হক অলিক
প্রযোজকভিশন
রচয়িতাএস এ হক অলিক
আমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারহাবিব ওয়াহিদ
এস আই টুটুল
চিত্রগ্রাহকআলমগীর খসরু
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
পরিবেশকভিশন
মুক্তি২৪ অক্টবর, ২০০৮[]
স্থিতিকাল১৫০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা
 
রিয়াজ ও পূর্ণিমা আকাশ ছোঁয়া ভালোবাসার সেটে মহড়ায় ২০০৭
 
The set of 'Akash Chhoa Bhalobasa'

কয়েক যুগ আগে নির্মিত একটি বিশাল বাড়ি, নাম মিয়া বাড়ি। এই বাড়ির কর্তা “মীর আমজাদ আলী” (রাজ্জাক) তার আদরের একমাত্র ছোট বোন “মিনু” (দিতি) একজন অমুসলিম অ্যালবার্ড ডেভিড কে ভালোবেসে বিয়ে করে। পরে অ্যালবার্ড ইসলাম ধর্ম গ্রহণ করলেও এই বাড়িতে ঠাই হয়নি তাদের। মীর সাহেবের মায়ের (শর্মিলী আহমেদ) শততম জন্মবার্ষিকী উৎসব শেষে বাড়িতে হঠাৎ এক আগুন্তকের প্রবেশ, এক হাতে একটি কেক অন্য হাতে চাকু। মীর সাহেব তার লোকদের ওকে আটকাতে বলে কিন্ত ওর আগ্রাসী আচরনে কেউ ওর সামনে ভিড়তে সাহস পায়না। ভিতরে এসে মীর সাহেবের মায়ের হাতে কেক কাটিয়ে জন্মদিনের উইস করে। কিছুক্ষণ মজা করা শেষে তার পরিচয় দেয় সে মীর সাহেবের ছোট বোন মিনুর ছেলে “আকাশ” (রিয়াজ)। মীর সাহেব উত্তেজিত হয়ে উঠলে তার মা তাকে বুঝিয়ে বলে আকাশকে ভিতরে নিয়ে যায়। দোষ্টুমির করতে গিয়ে মীর সাহেবের মেয়ে “ছোঁয়া” (পূর্ণিমা) এক সময় আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ে, এতে করে ওদের সম্পর্ক ভালোবাসায় দানা বাঁধে। যেই মীর সাহেবের বাবা মীর আফছার আলী তার একমাত্র আদরের ছোটবোন মিনুকে ভালবাসার দায়ে এই মীর বাড়ি থেকে বিতাড়িত করেছিল। এবার নিজের মেয়ের বেলায় কি করবেন তিনি?

-আকাশ-ছোঁয়ার মিষ্টি প্রেমের চাওয়া-পাওয়া, মীর বাড়ির ঐতিহ্য, সমাজ-সংসার, প্রভাব প্রতিপত্তি আর হাসি-কান্নার জীবন ছবিকে কেন্দ্র করেই এগিয়ে গেছে কাহিনী।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

সম্মাননা

সম্পাদনা

মেরিল-প্রথম আলো পুরস্কার

সম্পাদনা

আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিটি ২০০৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার এর একটি বিভাগে পুরস্কার লাভ করে।

  • বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ ভিশন ২০০৮

সঙ্গীত

সম্পাদনা
আকাশ ছোঁয়া ভালোবাসা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০০৮
ঘরানাচলচ্চিত্র সাউন্ড ট্র্যাক
প্রযোজকঅগ্নিবীনা

আকাশ ছোঁয়া ভালোবাসা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশের জননন্দিত তরুন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদএস আই টুটুল। ছবি মুক্তির আগেই এই ছবির গানগুলোর অডিও সিডি ও ক্যাসেট অগ্নিবীনা ব্যানারে বাজারে ছাড়া হয়। এবং সবগুলো গানই শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয় । ছবি মুক্তির পর একই ব্যানারে ছবির গানগুলোর ভিডিও সিডি বাজারজাত করা হয়।

সাউন্ড ট্র্যাক

সম্পাদনা
ট্র্যাক গান কণ্ঠশিল্পী গীতিকার সুরকার নোট
পৃথিবীর যতো সুখ হাবিব ওয়াহিদন্যান্সি এস এ হক অলিক হাবিব ওয়াহিদ
নজর না লাগে যেন এস আই টুটুল জুয়েল মাহমুদ এস আই টুটুল
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে হাবিব ওয়াহিদন্যান্সি জুয়েল মাহমুদ হাবিব ওয়াহিদ
তুমি স্বপ্ন তুমি স্বর্গ সুবীর নন্দী কবির বকুল এস আই টুটুল
তুমি যে আমার এস আই টুটুল কবির বকুল এস আই টুটুল
হৃদয়ে লিখেছি এস আই টুটুল ও সামিনা চৌধুরী কবির বকুল এস আই টুটুল শিরোনাম গান
না ছুঁই না ছুঁইলে তারে কনক চাপা ও এস আই টুটুল জুয়েল মাহমুদ এস আই টুটুল

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Published: The Daily Star, 24 October, 2008 Film based show “Chalachchitrer Galpo” on ATN Bangla Cultural Correspondent, accessed: 9 May, 2011
  2. Published: The Daily Star, 11 April, 2009 Meril-Prothom Alo Award ceremony held Staff Correspondent, accessed: 31 March, 2011
  3. "ভালোবাসা যখন আকাশ ছোঁয়া"। ২৫ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১০ 
  4. Published: banglanatokmovie.com Akash Chowa Valobasha accessed: 31 March, 2011

বহিঃসংযোগ

সম্পাদনা