২০১০ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
২০১০ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৫৭টি চলচ্চিত্র এবং একটি যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পায়।[১][২]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জা নু য়া রি |
১ | টাকার চেয়ে প্রেম বড় | শাহাদাত হোসেন লিটন | শাকিব খান, অপু বিশ্বাস | রোমান্স | ফ্লপ[৩] | [৪] |
পাঁচ টাকার প্রেম | ইমন, রেসি | রোমান্স | [৫] | ||||
নাগ নাগিনীর স্বপ্ন | এম এম সরকার | যায়েদ খান, শাকিবা | অ্যাকশন | ||||
১৫ | জাগো | খিজির হায়াত খান | ফেরদৌস আহমেদ, বিন্দু, রওনক হাসান, তারিক আনাম খান, আরিফিন শুভ, নাঈম | সামাজিক, ক্রীড়া | [৬] [৭] | ||
অরুণ শান্তি | শায়ের খান, মিতালি | রোমান্স | |||||
বাজাও বিয়ের বাজনা | মোহাম্মদ হোসেন জেমী | রিয়াজ, অপু বিশ্বাস, জনা, কায়েস আরজু, ওয়াসিম নূতন | কমেডি, রোমান্স | [৮] [৯] | |||
২৯ | গোলাপী এখন বিলাতে | আমজাদ হোসেন | মৌসুমী, মিঠুন চক্রবর্তী, শাবনূর, ফেরদৌস আহমেদ | সামাজিক | গোলাপী এখন ট্রেনে ও গোলাপী এখন ঢাকায়-এর সিক্যুয়াল | [১০] | |
দরিয়া পাড়ের দৌলতী | আবদুল্লাহ আল মামুন | মান্না, পপি, জসিম পারভেজ | সামাজিক | ||||
ফে ব্রু য়া রি |
১২ | জমিদার | শাহীন-সুমন | রিয়াজ, পূর্ণিমা, রুবেল | সামাজিক | [১১] | |
১৪ | প্রেমে পড়েছি | শাহাদাত হোসেন লিটন | শাকিব খান, রোমানা, অপু বিশ্বাস, আলীরাজ, আসিফ ইকবাল | রোমান্স | [১২] | ||
অশান্ত মন | কাজী হায়াৎ | কাজী মারুফ, সাহারা, স্বাগতা, মিশা সওদাগর | রোমান্স, অ্যাকশন | ||||
মা র্চ |
৫ | জীবন মরণের সাথী | শাহাদাত হোসেন লিটন | শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, আলীরাজ, আহমেদ শরীফ, মিশা, দিঘী | রোমান্স | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [১৩] |
আমার বুকের মধ্যেখানে | সাফি-ইকবাল | শাকিব খান, অপু বিশ্বাস, রেসি | রোমান্স | ||||
সেই তুফান | হাফিজ উদ্দিন | ইলিয়াস কাঞ্চন, পপি, আমান, কেয়া | অ্যাকশন | ||||
আমার স্বপ্ন | কাজী হায়াৎ | কাজী মারুফ, পূর্ণিমা | রোমান্স | ||||
মা আমার জান | কাজী মারুফ, পূর্ণিমা | রোমান্স | |||||
২৬ | গহীনে শব্দ | খালিদ মাহমুদ মিঠু | ইমন, কুসুম শিকদার, মাসুম আজিজ, হায়দার আলী খান | সামাজিক, রোমান্স | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [১৪] | |
এ প্রি ল |
১৪ | নিঝুম অরণ্যে | মুশফিকুর রহমান গুলজার | সজল নূর, বাঁধন, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আবুল হায়াত | রোমান্স | আরটিভিতে প্রিমিয়ার হয় | [১৫] [১৬] |
১৬ | খোঁজ: দ্য সার্চ | ইফতেখার চৌধুরী | অনন্ত জলিল, আফিয়া নুসরাত বর্ষা, ববি, সোহেল রানা, ইফতেখার চৌধুরী | অ্যাকশন | [১৭] [১৮] | ||
জনম জনমের প্রেম | শাহীন-সুমন | শাকিব খান, অপু বিশ্বাস | রোমান্স | ||||
তুমি আমার মনের মানুষ | আজাদী হাসনাত ফিরোজ | শাকিব খান, অপু বিশ্বাস | রোমান্স | ||||
মে | ৭ | মায়ের চোখ | মনতাজুর রহমান আকবর | আমিন খান, পূর্ণিমা, যায়েদ খান, ডিপজল, রেসি | রোমান্স, অ্যাকশন | [১৯] [২০] | |
১৪ | ভালবাসলেই ঘর বাঁধা যায় না | জাকির হোসেন রাজু | শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, মিশা সওদাগর | রোমান্স | ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২১] [২২] | |
চেহারা – ভন্ড ২ | শহীদুল ইসলাম খোকন | শাকিব খান, রেসি, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি | কমেডি, অ্যাকশন | [২৩] | |||
তুমি ছাড়া বাঁচি না | আমিন খান, সানাই, কাজী হায়াৎ, হুমায়ুন ফরীদি | রোমান্স | |||||
বাংলার কিংকং | ইফতেখার জাহান | মুনমুন, ড্যানি সিডাক, আফজাল শরীফ, কাজী হায়াৎ | অ্যাকশন | ||||
২৮ | আমার মা আমার অহংকার | কাজী মারুফ, পূর্ণিমা | সামাজিক, রোমান্স | [২৪] | |||
ভালোবেসে মরতে পারি | বদিউল আলম খোকন | শাকিব খান, সাহারা, রেসি | রোমান্স | [২৫] | |||
যেখানে তুমি সেখানে আমি | শওকত জামিল | শাবনূর, শিমলা, আমান, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলমগীর | রোমান্স | ||||
জু লা ই |
২ | আমার স্বপ্ন আমার সংসার | এফ আই মানিক | আমিন খান, পূর্ণিমা, রেসি, ডিপজল, যায়েদ খান | রোমান্স | [২৬] | |
প্রেমিক পুরুষ | রকিবুল ইসলাম রকিব | শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা | রোমান্স | [২৭] | |||
মায়ের জন্য মরতে পারি | আহমেদ নাসির | কাজী মারুফ, সাহারা, ইমন, রেসি, ডলি জহুর | সামাজিক, অ্যাকশন | ||||
সে প্টে ম্ব র |
১০ | অবুঝ বউ | নারগিস আক্তার | প্রিয়াংকা, ফেরদৌস আহমেদ, ববিতা, নিপুণ, শাকিল খান | সামাজিক, রোমান্স | রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাপ্তি ছোটগল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ঈদুল ফিতরে চ্যানেল আই-এ প্রিমিয়ার হয় ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[২৮] [২৯] |
১১ | রিকসাওয়ালার ছেলে | মনতাজুর রহমান আকবর | ডিপজল, রেসি, সম্রাট, রোমানা, রাজ্জাক | সামাজিক | [৩০] [৩১] | ||
নাম্বার ওয়ান শাকিব খান | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, আনান, আলীরাজ, মিশা সওদাগর | অ্যাকশন | [৩২] | |||
নিঃশ্বাস আমার তুমি | বদিউল আলম খোকন | শাকিব খান, অপু বিশ্বাস, আলীরাজ, সাদেক বাচ্চু | রোমান্স | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩৩] | ||
চাচ্চু আমার চাচ্চু | পিএ কাজল | শাকিব খান, অপু বিশ্বাস, দিঘী, রাজ্জাক, সুচরিতা, সুব্রত, মিজু আহমেদ | রোমান্স | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩৪] | ||
বড়লোকের দশ দিন গরিবের এক দিন | কাজী হায়াৎ | কাজী মারুফ, সাহারা, নীরব, নিপুণ, মিশা সওদাগর | অ্যাকশন | ||||
অ ক্টো ব র |
১ | স্বামী আমার বেহেশত | আমিন খান, পপি | রোমান্স | [৩৫] | ||
৯ | টপ হিরো | মনতাজুর রহমান আকবর | শাকিব খান, অপু বিশ্বাস, মিশা, দিঘী | রোমান্স | [৩৬] [৩৭] | ||
১৫ | মোঘল-এ-আজম | মিজানুর রহমান দিপু | মান্না, শাবনূর, সোহেল রানা, নাসিমা খান, নাসির খান | ইতিহাস, সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৩৮] | |
২২ | বলো না তুমি আমার | এমবি মানিক | শাকিব খান, আনিকা কবির শখ, নীরব, তমা মির্জা, মিশা সওদাগর | রোমান্স | [৩৯] | ||
২৯ | জঙ্গলদ্বীপের টারজান কন্যা | সুজাউর রহমান সুজা | রনি, পলি | অ্যাকশন | |||
ন ভে ম্ব র |
১৭ | ডুবসাঁতার | নুরুল আলম আতিক | জয়া আহসান, শাহরিয়ার শুভ, অশোক ব্যাপারি, ওয়াহিদা মল্লিক জলি, শ্রাবস্তি তিন্নি | সামাজিক | ঈদুল আযহায় চ্যানেল আই-এ প্রিমিয়ার হয় | [৪০] [৪১] |
বস্তির ছেলে কোটিপতি | স্বপন চৌধুরী | কাজী মারুফ, সাহারা, শাকিবা, আমান, মাসুম আজিজ, মিশা সওদাগর, ডলি জহুর | অ্যাকশন | [৪২] | |||
১৯ | এক জবান | এফ আই মানিক | ডিপজল, রেসি, জয় চৌধুরী, লামিয়া মিমো, আনোয়ারা | অ্যাকশন | [৪৩] | ||
পরাণ যায় জ্বলিয়া রে | সোহানুর রহমান সোহান | শাকিব খান, পূর্ণিমা, রোমানা, নদী, মিশা সওদাগর | রোমান্স | [৪৪] | |||
প্রেম মানে না বাঁধা | সাফি-ইকবাল | শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, সুচরিতা | রোমান্স | [৪৫] | |||
হায় প্রেম হায় ভালোবাসা | নজরুল ইসলাম খান | শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মিশা সওদাগর | রোমান্স | [৪৬] | |||
ডি সে ম্ব র |
৩ | মনের মানুষ | গৌতম ঘোষ | প্রসেনজিৎ চ্যাটার্জি, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, পাওলি দাম | সামাজিক, জীবনী | ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার চলচ্চিত্র ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৪৭] [৪৮] |
বাপ বড় না শ্বশুর বড় | শাহাদাত হোসেন লিটন | সম্রাট, রেসি, রাজ্জাক, সুচরিতা, নিপুণ, আবির খান | কমেডি, রোমান্স | [৪৯] | |||
ওরা আমাকে ভালো হতে দিল না | কাজী হায়াৎ | কাজী মারুফ, পূর্ণিমা, ববিতা, কাজী হায়াৎ, আহমেদ শরীফ | অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৫০] | ||
১৬ | রানওয়ে | তারেক মাসুদ | ফজলুল হক, রাবেয়া মনি, নুসরাত ইমরোজ তিশা, জয়ন্ত চট্টোপাধ্যায় | সামাজিক | [৫১] [৫২] | ||
১৭ | যেমন জামাই তেমন বউ | উত্তম আকাশ | ইমন, চাঁদনী, হুমায়ুন ফরীদি | রোমান্স | [৫৩] | ||
রক্তচোষা | নিরু বিশ্বাস | অমিত হাসান, পলি, আলেকজান্ডার বো, মৌমিতা | অ্যাকশন | ||||
প্রেম বিষাদ | আ খ ম ফিরোজ বাবু | আরজু খান, প্রিয়াঙ্কা | রোমান্স | ||||
৩১ | অপেক্ষা | আবু সাইয়ীদ | জয়ন্ত চট্টোপাধ্যায়, মিরানা জামান, তিনু করিম | সামাজিক | [৫৪] | ||
এভাবেই ভালোবাসা হয় | মনতাজুর রহমান আকবর | শাবনূর, এস ডি রুবেল, মিশা সওদাগর, সিরাজুল ইসলাম কিরণ | রোমান্স, অ্যাকশন | [৫৫] [৫৬] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ কামরুজ্জামান (৩০ ডিসেম্বর ২০১০)। "ঢালিউড - ২০১০"। দৈনিক প্রথম আলো। ২০১৭-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "মুক্তিপ্রাপ্ত ৫৭ ছবি"। দৈনিক আমার দেশ। ১২ জানুয়ারি ২০১১। ২৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "হতাশার আরও এক বছর"। দৈনিক আমার দেশ। ১২ জানুয়ারি ২০১১। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "টাকার চেয়ে প্রেম বড় (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "বছরজুড়ে আলোচিত রেসী"। দৈনিক আমার দেশ। ১০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Jaago (2010) [জাগো (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "জাগো (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Bajaw Biyer Bajna (2010) [বাজাও বিয়ের বাজনা (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "বাজাও বিয়ের বাজনা (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "গোলাপী এখন বিলাতে (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "জমিদার (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "প্রেমে পড়েছি (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Jibon Moroner Sathi (2010) [জীবন মরণের সাথী (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Gohine Shobdo (2010) [গহীনে শব্দ (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Nijhum Oronney (2010) [নিঝুম অরণ্যে (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "নিঝুম অরণ্যে (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Khoj, the Search (2010) [খোঁজ: দ্য সার্চ (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "খোঁজ: দ্য সার্চ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Mayer Chokh (2010) [মায়ের চোখ (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "মায়ের চোখ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Bhalobaslei Ghor Bandha Jay Na (2010) [ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Chehara: Vondo-2 (2010) [চেহারা: ভন্ড-২ (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "নায়িকার গল্প নিয়ে চলচ্চিত্র"। দৈনিক প্রথম আলো। ১৫ মে ২০১০। ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "এ সপ্তাহের ছবি 'ভালোবেসে মরতে পারি'"। www.prothom-alo.com। ৪ জুন ২০১০। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আমার স্বপ্ন আমার সংসার (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "প্রেমিক পুরুষ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Abujh Bou (2010) [অবুঝ বউ (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "অবুঝ বউ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Rikshawalar Chele (2010) [রিকসাওয়ালার ছেলে (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "রিকসাওয়ালার ছেলে (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "নাম্বার ওয়ান শাকিব খান (২০১০)"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Nissash Amar Tumi (2010) [নিঃশ্বাস আমার তুমি (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Chachchu Amar Chachchu (2010) [চাচ্চু আমার চাচ্চু (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "অনেকদিন পর পপি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। ২০১০-০৯-২১। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Top Hero (2010) [টপ হিরো (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "টপ হিরো (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। ১৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "৭ বছর পর মোঘল-এ-আজম"। বাংলানিউজ। ১০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "বলো না তুমি আমার (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "DUB SHATAR [ডুবসাঁতার]"। দ্য ডেইলি স্টার। ১০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "ডুবসাঁতার (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "বস্তির ছেলে কোটিপতি (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "এক জবান (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "প্রেম মানে না বাঁধা (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "মনের মানুষ (২০১০)"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "মনের মানুষ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। ২৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "বাপ বড় না শ্বশুর বড় (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Ora Amake Bhalo Hote Dilo Na (2010) [ওরা আমাকে ভালো হতে দিল না (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "রানওয়ে (২০১০)"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "রানওয়ে (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "যেমন জামাই তেমন বউ (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "অপেক্ষা (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "Evabey Bhalobasha Hoi (2010) [এভাবে ভালোবাসা হয় (২০১০)]"। ইন্টারনেট মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।
- ↑ "এভাবে ভালোবাসা হয় (২০১০)"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬।