মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার
মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার বাংলাদেশের সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো দেশের গুনীজনদের প্রদান করে আসছে। ২০০২ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করে।[১]
মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: আলী যাকের | |
বিবরণ | চলচ্চিত্র ও টিভিতে অবদানের জন্য |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (মেরিল ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ২০০২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
বর্তমানে আধৃত | আলী যাকের |
ওয়েবসাইট | prothom-alo |
বিজয়ীদের তালিকাসম্পাদনা
বছর (আয়োজন) | পুরস্কার গ্রহীতা | বিবরণ | সূত্র |
---|---|---|---|
২০০২ (৪র্থ) | সোহরাব হোসেন | নজরুল সঙ্গীত শিল্পী | [১] |
২০০৩ (৫ম) | সুভাষ দত্ত | চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা | |
২০০৪ (৬ষ্ঠ) | আব্দুল লতিফ | গীতিকার ও সুরকার | [২] |
২০০৫ (৭ম) | শাহ আবদুল করিম | লোক সঙ্গীত শিল্পী | [১] |
২০০৬ (৮ম) | ফেরদৌসী মজুমদার | মঞ্চ ও নাট্য অভিনেত্রী | [৩] |
২০০৭ (৯ম) | কলিম শরাফী | রবীন্দ্র সঙ্গীত শিল্পী | [১] |
২০০৮ (১০ম) | ফেরদৌসী রহমান | সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক | [৪] |
২০০৯ (১১তম) | বেবী ইসলাম | চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক | [৫] |
২০১০ (১২তম) | সুধীন দাশ | রবীন্দ্র সঙ্গীত শিল্পী | [৬] |
২০১১ (১৩তম) | ফিরোজা বেগম | নজরুল সঙ্গীত শিল্পী | [১] |
২০১২ (১৪তম) | মুস্তাফা মনোয়ার | চিত্রশিল্পী ও নাট্যকার | [৭] |
২০১৩ (১৫তম) | রামকানাই দাশ | লোক সঙ্গীত শিল্পী | [৮] |
২০১৪ (১৬তম) | আবদুর রাজ্জাক | চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা | [৯] |
২০১৫ (১৭তম) | ফাহ্মিদা খাতুন | রবীন্দ্র সঙ্গীত শিল্পী | [১০] |
২০১৬ (১৮তম) | সারাহ বেগম কবরী | চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা | [১১] |
২০১৭ (১৯তম) | সৈয়দ হাসান ইমাম | চলচ্চিত্র ও নাট্য অভিনেতা | [১২] |
২০১৮ (২০তম) | ববিতা | চলচ্চিত্র অভিনেত্রী | [১৩] |
২০১৯ (২১তম) | আলী যাকের | নাট্য অভিনেতা | [১৪] |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given"। দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ Abrar, Fahim (২২ মার্চ ২০১৪)। "THROUGH THE EYES OF FERDAUSI RAHMAN"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award ceremony held"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards: Lifetime honour goes to Nazrul exponent Shudhin Das"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"। ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Sunset Of A Music Maestro"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩: আজীবন সম্মাননা পেলেন নায়করাজ"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "ফাহ্মিদা খাতুন পেলেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা"। দৈনিক প্রথম আলো। ৮ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।
- ↑ "আজীবন সম্মাননা পেলেন কবরী"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬: সৈয়দ হাসান ইমামকে আজীবনের সম্মান"। দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: আজীবন সম্মাননা পেলেন ববিতা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ "আলী যাকের পেলেন আজীবন সম্মাননা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।