বিপাশা হায়াত
বিপাশা হায়াত (জন্ম: ২৩ মার্চ, ১৯৭১)[১][২] একজন বাংলাদেশি অভিনেত্রী।[৩] তিনি টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তাঁর ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেতা নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী [৪] এবং এক ছেলে ও এক মেয়ের জননী।[তথ্যসূত্র প্রয়োজন]
বিপাশা হায়াত | |
---|---|
জন্ম | ২৩ মার্চ ১৯৭১ |
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | চারুকলায় স্নাতকোত্তর |
মাতৃশিক্ষায়তন | চারুকলা ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়) |
পেশা | অভিনয়, সংলাপ রচনা, চিত্রকলা |
দাম্পত্য সঙ্গী | তৌকির আহমেদ (বি. ১৯৯৯) |
সন্তান | ২ |
পিতা-মাতা | আবুল হায়াত (বাবা) মাহফুজা খাতুন শিরিন (মা) |
আত্মীয় | নাতাশা হায়াত (বোন) শাহেদ শরীফ খান (দুলাভাই) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার এশীয় চারুকলা প্রদর্শনী পুরস্কার |
অভিনয় জীবন
সম্পাদনানব্বই এর দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয়ই তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে । মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চনাটকে অভিনয় ছেড়ে দেন ।
চিত্রশিল্প
সম্পাদনাবিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন ।[৫] তিনি তার আঁকা ছবি প্রদর্শন করেন না বললেই চলে । ২০০৯ সালের মে মাসে তিনি তার আঁকা ছবি এসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে দান করেন ।[৬]
চলচ্চিত্র
সম্পাদনাতিনি দুটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন - আগুনের পরশমণি ও জয়যাত্রা । তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ । এ ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন । চরিত্রের নাম রাত্রি, যিনি এক গেরিলা মুক্তিযোদ্ধা বদিউল আলম (বদি) (আসাদুজ্জামান নূর অভিনীত) ভালোবেসে ফেলেন । বদিউল আলম বৃষ্টির সময় একরাতে বাড়িতে আশ্রয়ের জন্যে আসেন । বদিউল আলম নামের সেই গেরিলা যোদ্ধার প্রতি রাত্রির প্রেম যুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের মমতা ও সমর্থনের প্রতিফলন । তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে তার চরিত্র ভিন্ন ধরনের । এ ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত এক মধ্যবয়ষ্কা নারীর চরিত্রে অভিনয় করেছেন, যে তার সন্তানকে হারিয়ে ফেলে । দুটি চলচ্চিত্রেই তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয় । বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ।
টেলিভিশন
সম্পাদনা- রূপনগর
- থাকে শুধু ভালোবাসা
- তোমার বসন্ত দিনে
- অহর্নিশ ভালোবাসে একজন
- বিশ্বাসঘাতক
- বিবর্ণ প্রজাপতি
- এক জোনাকি
- বিলাসী
- অরণ্যে একদা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sarwat, Nadia (২৫ জুলাই ২০০৮)। "Asaduzzaman Noor and the leading ladies"। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১১।
- ↑ Shah Alam Shazu (২৩ মার্চ ২০১৭)। "My art expresses how I feel about life"। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২৩।
- ↑ http://ananda-alo.com/index.php?option=com_content&view=article&id=762%3A2013-03-19-11-52-25&Itemid=8
- ↑ "Tauquir-Bipasha working under Abul Hayat's direction"। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১৪।
- ↑ http://www.thedailystar.net/2006/06/12/d606121401159.htm
- ↑ http://www.thedailystar.net/magazine/2007/03/01/end.htm