২৭তম বাচসাস পুরস্কার
২৭তম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের সাতাশতম আয়োজন। ২০০৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও নৃত্যের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ৮৪ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১][২]
তম বাচসাস পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০০৫ সালে চলচ্চিত্র, টেলিভিশন ও নৃত্যে অসাধারণ অবদানের জন্য | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
আয়োজক | বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি | |||
প্রদান | ১৭ সেপ্টেম্বর ২০০৬ | |||
স্থান | বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
আলোকপাত | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | শাস্তি | |||
শ্রেষ্ঠ অভিনেতা | ইলিয়াস কাঞ্চন শাস্তি | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | মৌসুমী মাতৃত্ব | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাআজীবন সম্মাননা
সম্পাদনা- চলচ্চিত্র: আমজাদ হোসেন
- সঙ্গীত: রুনা লায়লা
- বিশেষ সম্মাননা: ফেরদৌস আরা (সঙ্গীত)
- সুস্থধারার চলচ্চিত্রে অবদান: চ্যানেল আই
সাংবাদিকতা
সম্পাদনা- সাংবাদিকতা: গোলাম কিবরিয়া, শামসুদ্দিন আহমেদ, আব্দুস সালাম মোরশেদী, এমদাদুল হক
টেলিভিশন
সম্পাদনাবিভাগ | বিজয়ী | টেলিভিশন কর্ম |
---|---|---|
শ্রেষ্ঠ টেলিফিল্ম পরিচালক | শাকুর মজিদ | করিমুন্নেসা |
শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক | ঝুট ঝামেলা | |
শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক পরিচালক | আবু সাঈদ সরকার | বায়স্কোপ |
শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক অভিনেতা | জাহিদ হাসান | লাল নীল বেগুনি |
শ্রেষ্ঠ টিভি ধারাবাহিক অভিনেত্রী | বিজরী বরকতউল্লাহ | বেলাভূমি |
শ্রেষ্ঠ টিভি নাট্যকার | প্রণব ভট্ট | হ্যালো চেয়ারম্যান সাব |
শ্রেষ্ঠ টিভি নাটক অভিনেতা | সজল নূর | সাদা বরফের চাঁদ |
শ্রেষ্ঠ টিভি নাটক অভিনেত্রী | সুমী | অন্তরে |
শ্রেষ্ঠ তথ্যমূলক টিভি অনুষ্ঠান | তৃতীয় মাত্রা | |
শ্রেষ্ঠ টিভি সংবাদ পরিবেশন | এটিএন বাংলা | |
শ্রেষ্ঠ মডেল (পুরুষ) | ফয়সাল আহসান | গ্রামীণফোন ভয়েস এসএমএস |
নৃত্য
সম্পাদনা- সেরা নৃত্যশিল্পী: জিনাত বরকতউল্লাহ
- সেরা জুরি পুরস্কার: জিনিয়া
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "34th BACHSAS Award announced"। দ্য ডেইলি স্টার। ১৯ সেপ্টেম্বর ২০০৬। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- ↑ "Music of Bangladesh (Page 2)"। ইন্ডিয়া ফোরাম। ৯ নভেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।