দীপা খন্দকার

বাংলাদেশী অভিনেত্রী

দীপা খন্দকার (জন্ম ২৮ নভেম্বর)[১] একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী। দীপা খন্দকার প্রধানত টেলিভিশন নাটকে অভিনয় করে থাকেন। তিনি বিজ্ঞাপচিত্রে মডেল এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে ভাইজান এলোরে, অফিসার। [২]

দীপা খন্দকার
২০২০ সালে দীপা
জন্ম২৮ নভেম্বর
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীশাহেদ আলী (বি. ২০০৬)

প্রাথমিক এবং কর্মজীবন সম্পাদনা

খন্দকার নারায়ণগঞ্জে তার শৈশব কাটিয়েছেন।[৩] তার অভিনয় জীবন শুরু করার আগে তিনি একটি ফ্লাইট পরিচর্যা পরিসেবার কাজ করতেন। তিনি কাকতাড়ুয়া নামক নাটকে টেলিভিশনে অভিনয় শুরু করেন।[৪] তিনি বেশকিছু টেলিভিশনের বিজ্ঞাপনে করেছেন।[৫] ২০১৮ সালে ভাইজান এলো রে এর মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করে।[৬]

তার জনপ্রিয় টেলি-নাটকের মধ্যে রয়েছে 'মেঘে ঢাকা মানুষ', 'এবং আমি', 'অন্ধকারের ফুল', 'ঘর সংসার', 'মহুয়া', 'স্বপ্নভোগ', 'সোসাইটি', 'সখী কুটুম' এবং আরও অনেকে। 'হাউস ওয়াইফ' শিরোনামে একটি টিভি শোতে উপস্থাপিকা হিসাবে তার ভূমিকার জন্য তিনি প্রচুর প্রশংসাও পেয়েছেন। অনুষ্ঠানটি চ্যানেল ২৪-এ প্রচারিত হয়েছিল। দীপা খন্দকার বানজাই মাল্টিমিডিয়া প্রযোজিত গোলাম মুস্তোফার পরিচালিত কানাডার ফিচার ফিল্ম "এ ফাদার্স ডায়েরি" তে উপস্থিত হয়েছিলেন, এতে একটি সহায়ক চরিত্রে তিনি মা চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তিনি একুশের গানে তার মিষ্টি লাইভ কণ্ঠ দিয়েছেন - "দ্য গানের টোয়েন্টিস্টেস্ট" যা প্রশংসিত হয়েছে।

দীপা খন্দকার সোয়ান ফোম, আড়ং, লিপটন তাজা চা, স্টারশিপ, কিউট পাউডার, তিব্বত এবং তিব্বত নারকেল তেল সহ সংস্থাগুলির জন্য টেলিভিশন বিজ্ঞাপন করেছেন।[৭]

খন্দকার ভাইজান এলো রে (২০১৮) এর মাধ্যমে চলচ্চিত্র অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[৮]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

২০০৬ সালে খন্দকার বিয়ে করেন অভিনেতা শাহেদ আলীকে।[৫] তাদের আদ্রিক নামে এক পুত্র এবং অরোহী নামে এক কন্যা রয়েছে।

কর্মজীবন সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

সাল শিরোনাম পরিচালক মুক্তির তারিখ
২০১৮ ভাইজান এলো রে জয়দীপ মুখার্জী ১৫ জুন, ২০১৮
অফিসার
মিষ্টি কথা
২০২১ এ ফাদারস ডাইরি গোলাম মোস্তফা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনা

সাল শিরোনাম পরিচালক মুক্তির তারিখ
পরিচয়
স্মাইল
বন্ধু অথবা বন্দুকের গল্প
একজন ফারুকের গল্প
মুখ আসমান

টিভি নাটক সম্পাদনা

টেলিভিশন নাটক
সাল শিরোনাম পরিচালক সহ-শিল্পী সম্প্রচারিত চ্যানেল টীকা
2019 স্বপ্নের মেঘদল তানজিন তৃষা, রাইসুল ইসলাম আসাদ আরটিভি
পাঠশালা
জাতক ইন্তেখাব দিনার, ফারহানা মিলি
কচুরিপানা ড্রামা সিরিয়াল
বৃষ্টির আগে
তোমাতেই
কুশীলব
চক্কর শিমুল, অপি করিম
কোয়ারেন্টাইন-২
কাছের মেয়ে
ইতি এবং
রূপসী রহস্য
বিভেদ
মনু মিয়াঁর স্বপ্নের কারখানা
তোমার সাথেই যাবো
অনুরাগ
মনভাসি
মনে তোমার ছবি
নিষিদ্ধ
ফেরিওয়ালা
পিপাসা
ভালোবাসার মূল্য নাই
ঘর ভর্তি ক্যারেক্টর
ঘর জামাই
ফাস্ট বুক
শাসন
সংসার সুখের হয় রমণীর গুনে
শাখী কুটুম
৩০ ডে
কানামাছি
প্রিয় পরিবার
মালিক হইতে
সাবধান
নয়নতারা
দংশন
নীল তেপান্তর
হাউসওয়াইফ
আদালত
ডিবি
চলিতেছে টানাটানি
মন্দ বাসা
মায়ার বাঁধন
পোশ ভালোবাসা
বাঁকা নয়নের নেশা
যূথী গলার পুঁথি মালটি গলার হার
ক্রান্তিক
মতিজান
বিশ্বাস
উজান গাঙ্গের নাইয়া
ব্রিফকেস
সখিনা
মাটির ব্যাংক
জাতক
কাজি অফিস
ঝুমকা
ঘোমটা
পরশ পাথর
বুদ্ধির সাত চিন্তা
মন পবনের নাও
দুই লাইন কম বুঝি
পরিবার ও একটি কোম্পানি
প্রিয়জন নিবাস
জল কুন্তল
শ্মশান
অদৃশ্য আয়না
প্রবলেম
ফুঁ
গুলবাহার
খান বাড়ি বাড়াবাড়ি
গল্প শেষে ঘুমের দেশ
মেছো তোটা গেছো ভূত
ধর্ষকের গল্প
তর্কে বহুদূর
টুকু এবং
হরতনের বিবি
বড় বাড়ির ছোট বউ
বৃষ্টির আগে
অতঃপর ভালোবাসা
মতলব
অন্য সকাল
গুলশান এভিনিউ
জননী
উৎসব
চতুষ্কোণ
কক্ষ পথের যুদ্ধ
থার্ড পারসন
আদর্শলিপি
কুশীলব
লাভ ইন সিলেট
মনভাসি
কানামাছি ও মৌমাছির গল্প
সপ্নভুক
কাকতাড়ুয়া
মায়া
মহুয়া
জীবনের এই শেষ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Deepa spends birthday in shooting of 'Locket' these days"The USA Mirror (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-২৮। ২০১৮-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৬ 
  2. "Bhaijaan Elo Re Still A Hit After 3 Weeks"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-১১। সংগ্রহের তারিখ ২০২১-০১-২২ 
  3. "Celebrity Eid-thoughts"The Daily Star। ২০০৪-১১-১৩। ২০১৫-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৫ 
  4. Shah Alam Shazu (২০১২-০৫-১৫)। "Catching up with Dipa Khondokar"The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৫ 
  5. "Dipa Khondokar: Glamour and professionalism combined"The Daily Star। ২০১০-০৯-২১। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৫ 
  6. "Deepa in dialogue"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৬ 
  7. "Dipa Khondokar: Glamour and professionalism combined"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২১-০১-২২ 
  8. "Deepa in dialogue"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২১-০১-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা