প্রাণের মানুষ

২০০৩-এর চলচ্চিত্র

প্রাণের মানুষ হল ২০০৩ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আমজাদ হোসেন [১][২] এর কাহিনি লিখেছেন আলী হোসেন, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবনূর,[৩] ফেরদৌস আহমেদ, ও শাকিব খান

প্রাণের মানুষ
পরিচালকআমজাদ হোসেন
প্রযোজকআজিজুল হক পুটু
রচয়িতাআমজাদ হোসেন (সংলাপ)
চিত্রনাট্যকারআমজাদ হোসেন
কাহিনিকারআলী হাসান
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকদিলীপ ভৌমিক
সম্পাদকজিন্নাত হোসেন জিন্না
পরিবেশকআলপনা কথাচিত্র
মুক্তি
  • ১১ জুলাই ২০০৩ (2003-07-11)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০৩ সালের ১১ই জুলাই বাংলাদেশে মুক্তি পায়। এটি ৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র পরিচালক - সমালোচক (আমজাদ হোসেন) ও সেরা চলচ্চিত্র অভিনেতা - সমালোচক (শাকিব খান) বিভাগে দুটি মনোনয়ন লাভ করে।

অভিনয়শিল্পীদল সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

প্রাণের মানুষ চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী। গানের গীত লিখেছেন আমজাদ হোসেন এবং "পাস্ট ইজ পাস্ট" গানের গীত লিখেছেন মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, মনির খান, সুজিত মোস্তফা, ও মমতাজ বেগম

পুরস্কার সম্পাদনা

৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তিনি নিজেই একটি প্রতিষ্ঠান"দৈনিক প্রথম আলো। ১৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 
  2. "এক নজরে আমজাদ হোসেন"দৈনিক যুগান্তর। ১৪ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 
  3. মিলু, কামরুজ্জামান (১৭ ডিসেম্বর ২০১৮)। "'রাতে ভক্তদের সঙ্গে নিয়ে কেক কেটেছি'"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা