নাটক হল এক ধরনের বাংলাদেশী বা ভারতীয় থিয়েটার । বাংলাদেশী বা ভারতীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত কোন ড্রামাকেও নাটক বলা হয়। বাংলাদেশে আজকাল নাটক খুব জনপ্রিয় এবং বাংলাদেশী মানুষের জন্য বিনোদন একটি বড় উৎস হয়ে ওঠেছে। বাংলা নাটক পশ্চিমবঙ্গে এবং ১৯ শতকের গোড়ার দিকে ব্রিটিশ শাসনের সময় শুরু হয়। সেই সময়, নাটক শুধুমাত্র থিয়েটারে সঞ্চালিত হয়। পরে, টিভি নাটক থিয়েটারের চেয়ে আরও বেশি জনপ্রিয়তা লাভ করে।

তথ্যসূত্র

সম্পাদনা