আশুতোষ সুজন
আশুতোষ ভট্টাচার্য্য সুজন (জন্ম: ২৬ জুন ১৯৮১) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, গীতিকার, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি সাহিত্য নির্ভর চলচ্চিত্র ও নাটক নির্মাণের জন্য বেশ পরিচিত।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত "দেশান্তর" চলচ্চিত্রটি পরিচালনার মধ্য দিয়ে তিনি প্রথম ছবি নির্মাণ করেন। এছাড়া তিনি অর্ধশতাধিক নাটক, বেশকিছু মেগা ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি নির্মাণ করেছেন। তিনি কবি নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকা গুণকে বিয়ে করেন।[১]
আশুতোষ সুজন | |
---|---|
জন্ম | আশুতোষ ভট্টাচার্য্য সুজন ২৬ জুন ১৯৮১ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চলচ্চিত্র পরিচালক, অভিনেতা |
তিনি মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল সংগঠনের একেবারে প্রথম দিকের সদস্য ছিলেন। এছাড়া ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি "জুয়েল ফুপা" চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌছেছেন।
প্রাথমিক জীবন
সম্পাদনাআশুতোষ সুজন ১৯৮১ সালের ২৬শে জুন চট্টগ্রাম জেলার পটিয়া থানায় জন্মগ্রহণ করেন।
ব্যাক্তিগত জীবন
সম্পাদনাআশুতোষ সুজন ২০১৬ সালে কবি নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকা গুণকে বিয়ে করেন। এই দম্পতির সিদ্ধার্থ ভট্টাচার্য্য নামে এক ছেলে ও দামিনী বর্ণমালা ভট্টাচার্য্য নামে কন্যা সন্তান রয়েছে।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | অভিনয়ে | মন্তব্য |
---|---|---|---|
২০২২ | দেশান্তর | মৌসুমী, আহমেদ রেজা রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, সুভাশিষ ভৌমিক, |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নির্মাতা আশুতোষ সুজন বিয়ে করলেন মৃত্তিকাকে"। কালের কন্ঠ। ৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে আশুতোষ সুজন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আশুতোষ সুজন (ইংরেজি)