সুভাশিষ ভৌমিক
সুভাশিষ ভৌমিক একজন বাংলাদেশি অভিনেতা । ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘বিবাহ’ নাটকে প্রথম অভিনয় করেন।[১] হানিফ সংকেতের উপস্থাপনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কাশেম টিভির রিপোর্টার হিসেবে তার জনপ্রিয়তা লাভ করেন।[২] ২০২২ সালের দেশান্তর চলচ্চিত্রের শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩][৪]
সুভাশিষ ভৌমিক | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | ভূগোল ও পরিবেশ |
মাতৃশিক্ষায়তন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৭৮ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অঙ্গনা ভৌমিক |
সন্তান | শুভজিৎ ভৌমিক সর্বজিৎ ভৌমিক |
পিতা-মাতা |
|
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
প্রারম্ভিক ও শিক্ষাজীবন
সম্পাদনাবাবার চাকরিসূত্রে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছেন শুভাশীষ ভৌমিক। বাবা সুভাষ চন্দ্র ভৌমিক ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। যখন অবসর নেন তখন তিনি অতিরিক্ত উপকমিশনার। এর আগে পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক ছিলেন বাবা সুভাষ চন্দ্র। ২০০৩ সালে বাবা মারা যান।[৫]
সুভাশিষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক সন্মান ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। স্নাতকোত্তর পর্যায়ে তাঁর গবেষণার বিষয় ছিল রাজশাহী শহরের বাজার সমূহের অবস্থান ও বিন্যাস সম্পর্কিত।
অভিনয় জীবন
সম্পাদনাশুভাশীষ ভৌমিকের অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে অধ্যয়নকালীন বন্ধুর বড় ভাই হিসেবে পরিচয় ঘটে নাট্যাচার্য সেলিম আল দীনের সাথে। এরপর পরিচয় ঘটে হুমায়ূন ফরিদীর সাথে, তাঁর অধীনে একটি কর্মশালাতেও অংশ নেন শুভাশীষ ভৌমিক। হুমায়ূন ফরিদীকেই গুরু মানেন তিনি। ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন শুভাশীষ ভৌমিক। এরপর তিনি ১৯৮৩ সাল থেকে ঢাকা থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন । এখন পর্যন্ত তিনি দুই শতাধিক প্যাকেজ নাটক ও এক হাজারেরও বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন[৫] ১৯৯৬ সালে ইত্যাদির সাথে যুক্ত হয়ে এখন পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটির সাথে রয়েছেন।
পেশাগত জীবনে অভিনয়ের পাশাপাশি একটি দেশীয় পোশাক প্রতিষ্ঠান রয়েছে শুভাশীষ ভৌমিকের। তিনি বলেন, ২০০১ সালে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেওয়ার পর বন্ধুরা মিলে এই পোশাকের প্রতিষ্ঠান গড়ে তোলেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনানাটক
সম্পাদনামঞ্চ নাটক
সম্পাদনা- শকুন্তলা
- কীত্তনখোলা
- কেরামত মঙ্গল
- হাত হদাই
- ধূর্ত ওই
- মার্চেন্ট অব ভেনিস
- মুনতাসির ফ্যান্টাসি
- আওয়ার কান্ট্রিজ গুড
- একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- জয়: দেশান্তর - শ্রেষ্ঠ খলনায়ক [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Subhasish Bhowmik"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-০২। ২০২১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- ↑ "আমি কাশেম টিভির রিপোর্টার বলছি : শুভাশীষ ভৌমিক"। ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ Dhakatimes24.com। "জাতীয় পুরস্কার জিতেও যে কারণে উচ্ছ্বসিত নন সুভাশিষ ভৌমিক"। Dhakatimes News। ২০২৩-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। ২০২৩-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।
- ↑ ক খ "'কাসেম টিভি'র রিপোর্টার বললে বিরক্ত লাগে না : শুভাশীষ ভৌমিক | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৮-০২-০৬। ২০২১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "চেয়ারম্যান পরিবারের সিকুয়েল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ প্রতিবেদক, বিনোদন। "হানিফ সংকেতের এবারের ঈদের নাটক 'যুগের হুজুগে'"। দৈনিক প্রথম আলো। ২০২১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯।
- ↑ "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ অক্টোবর ২০২৩। ৩১ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুভাশিষ ভৌমিক (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুভাশিষ ভৌমিক