দেশান্তর
আশুতোষ সুজন পরিচালিত ২০২২-এর চলচ্চিত্র
দেশান্তর আশুতোষ সুজন পরিচালিত ২০২২ সালের বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন নুরুল আলম আতিক, ডালিম কুমার ও আশুতোষ সুজন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর ও সুভাশিষ ভৌমিক।[১][২][৩]
দেশান্তর | |
---|---|
পরিচালক | আশুতোষ সুজন |
চিত্রনাট্যকার |
|
উৎস | নির্মলেন্দু গুণ কর্তৃক দেশান্তর |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জাহিদ নিরব |
চিত্রগ্রাহক | নেহাল কুরাইশী |
সম্পাদক | ইশতিয়াক আহমেদ মাসুদ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০২২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভৌমিক শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে এবং ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে টাপুর সেরা নবাগত অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- মৌসুমী - অন্নপূর্ণা
- আহমেদ রুবেল
- ইয়াশ রোহান
- রোদেলা টাপুর
- সুভাশিষ ভৌমিক
- মামুনুর রশীদ
- মোমেনা চৌধুরী
- অশোক ব্যাপারী
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- জয়: শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী - শুভাশিষ ভৌমিক[৪]
- জয়: সেরা নবাগত অভিনয়শিল্পী - রোদেলা টাপুর[৫]
- মনোনীত: সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) - রোদেলা টাপুর[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দেশকে ভালোবাসার গল্প 'দেশান্তর'"। দৈনিক ইত্তেফাক। ১৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
- ↑ "দেশভাগের হৃদয়ছোঁয়া গল্প 'দেশান্তর'"। দ্য ডেইলি স্টার। ২৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
- ↑ "দেশভাগের গল্পে 'দেশান্তর'"। দৈনিক প্রথম আলো। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
- ↑ "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
- ↑ আলম, মো রাশেদুল (৯ সেপ্টেম্বর ২০২৩)। "মেরিল-প্রথম আলো পুরস্কার: তারকা জরিপ পুরস্কারে সেরা হলেন যারা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩।
- ↑ ওয়াজেদ, মইনুল (২ সেপ্টেম্বর ২০২৩)। "'আগে ভাবতাম লবিং করে মনোনয়ন বা পুরস্কার পেতে হয়'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে দেশান্তর