শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বাংলাদেশের খলচরিত্রে অভিনয়ের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ২০০১ সাল থেকে দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী ছিলেন শহীদুল আলম সাচ্চু। মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম ও জাহিদ হাসান সর্বাধিক দুইবার এই বিভাগে পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের সেরা অভিনয়ের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ২০০১ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
বর্তমানে আধৃত | জাহিদ হাসান (সাপলুডু) |
ওয়েবসাইট | moi |
বিজয়ীদের তালিকা
সম্পাদনাবছর | বিজয়ীদের তালিকা | চলচ্চিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০১ | শহীদুল আলম সাচ্চু | মেঘলা আকাশ | [১] |
২০০২ | হেলাল খান | জুয়াড়ী | [১] |
২০০৩ | কাবিলা শানু |
অন্ধকার বউ শ্বাশুড়ীর যুদ্ধ |
[১] |
২০০৪ | পুরস্কার প্রদান করা হয়নি | ||
২০০৫ | পুরস্কার প্রদান করা হয়নি | ||
২০০৬ | পুরস্কার প্রদান করা হয়নি | ||
২০০৭ | পুরস্কার প্রদান করা হয়নি | ||
২০০৮ | জহির উদ্দিন পিয়ার | চন্দ্রগ্রহণ | [২] |
২০০৯ | মামুনুর রশীদ | মনপুরা | [৩] |
২০১০ | মিজু আহমেদ | ওরা আমাকে ভাল হতে দিল না | [৪] |
২০১১ | মিশা সওদাগর | বস নাম্বার ওয়ান | [৫] [৬] |
শতাব্দী ওয়াদুদ | গেরিলা | ||
২০১২ | শহীদুজ্জামান সেলিম | চোরাবালি | [৭] |
২০১৩ | মামুনুর রশীদ | মৃত্তিকা মায়া | |
২০১৪ | তারিক আনাম খান | দেশা: দ্য লিডার | |
২০১৫ | ইরেশ যাকের | ছুঁয়ে দিলে মন | |
২০১৬ | শহীদুজ্জামান সেলিম | অজ্ঞাতনামা | [৮] |
২০১৭ | জাহিদ হাসান | হালদা | [৯] |
২০১৮ | সাদেক বাচ্চু | একটি সিনেমার গল্প | [৯] |
২০১৯ | জাহিদ হাসান | সাপলুডু | [১০] |
২০২২ | শুভাশিষ ভৌমিক | দেশান্তর | [১১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯: শ্রেষ্ঠ ছবি 'মনপুরা'"। banglanews24.com। ঢাকা। ২১ জুলাই ২০১১।
- ↑ "সেরা ছবি গহীনে শব্দ, অভিনয়ে সাকিব-পূর্ণিমা"। দৈনিক আজাদী। ২২ মার্চ ২০১২। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ দৈনিক মানবজমিন, প্রকাশীত হয়েছেঃ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩ ১৩ই মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মার্চ ২০১৩ তারিখে বিনোদন › স্বদেশ, সংগৃহীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩
- ↑ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রকাশীত হয়েছেঃ ৮ মার্চ, ২০১৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কাল প্রচ্ছদ › বিনোদন, সংগৃহীত হয়েছেঃ ১৩ মার্চ, ২০১৩
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০২।