অজ্ঞাতনামা
অজ্ঞাতনামা ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।[১] এটি তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র।[২] চলচ্চিত্রটি ২০১৫ সালে একুশে বইমেলায় নিজের প্রকাশিত অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন।[৩] মানবপাচারের কাহিনি নিয়ে নির্মিত এই ছায়াছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও নিপুণ আক্তার।
অজ্ঞাতনামা | |
---|---|
পরিচালক | তৌকির আহমেদ |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর |
চিত্রনাট্যকার | তৌকির আহমেদ |
কাহিনিকার | তৌকির আহমেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | পিন্টু ঘোষ |
চিত্রগ্রাহক | এনামুল হক সোহেল |
সম্পাদক | অমিত দেবনাথ |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ১৯ আগস্ট, ২০১৬ |
স্থিতিকাল | ১০০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০১৬ সালের ১৭ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়।[৪] এছাড়া চলচ্চিত্রটি ইতালির গালফ অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে ২১ মে প্রদর্শিত হয় এবং জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে।[৫] ২০১৬ সালে ১৯ এপ্রিল ছবিটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া লাভ করে।[৬] চলচ্চিত্রটি ৮৯তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়।[৭] এটি ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, খলচরিত্রে অভিনেতা ও কাহিনিকার বিভাগে পুরস্কার লাভ করে।[৮][৯]
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাএক বৃদ্ধ তার নাতীকে নিয়ে বাজার থেকে ফিরছে। ফেরার পথে তারা একটি মরা পাখিতে মাটিতে পুতে দেয়। শেফালীর বাড়িতে এসে তার স্বামী খোঁজ করে বিউটি। শেফালী বারবার তার স্বামীর খোঁজ নিতে আসা বিউটির উপর বিরক্ত। প্রথম দৃশ্যের সেই বৃদ্ধ কিফায়েত উদ্দিনও, শেফালীর শ্বশুর, বিউটির উপর বিরক্ত। সে বিউটিকে তার বাড়িতে আসতে বারণ করে দেয়। বিউটির বাড়িতে পুলিশ কর্মকর্তা ফরহাদ তার বিদেশ যাওয়ার পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে জানাতে আসে। সেই সময়ে বিউটির বিদেশে যেতে সহায়তাকারী রমজান দালাল তার বাড়িতে আসে। ফরহাদ খাটের নিচে লুকিয়ে যায় এবং পরে ফোন আসা ও কাশি দেওয়ার পর রমজান ঘরে ফরহাদের উপস্থিতি ঠের পায়। বিউটির তাকে তার খালাত ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং কথা বলার মাঝে ফরহাদ দৌড়ে পালিয়ে যায়।
কালুখালী থানার ওসি এম এ কুদ্দুস থানায় এসে দেখে সেখানকার কর্তব্যরত কর্মকর্তা নেই। সেই সময়ে থানায় ফোন আসে। কুদ্দুস ফোন ধরে এবং কর্তব্যরত কর্মকর্তা ফরহাদকে ডেকে পাঠাতে বলে। কিন্তু ফরহাদকে ফোনে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর ফরহাদ আসলে কুদ্দুস জানায় যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ফোন এসেছে যে মধ্য প্রাচ্য থেকে একটি লাশ এসেছে যা চোপগাছা গ্রামে পৌঁছে দিতে হবে। বৃষ্টির রাতে কুদ্দুস, ফরহাদ ও আরও দুজন কর্মকর্তা লাশের খবর নিয়ে সেই গ্রামে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন মৃত্য ব্যক্তির যে নাম-ঠিকানা দেওয়া হয়েছে, সেই শেখ আব্দুল ওয়াহাব জীবিত আছেন। ওয়াহাবের সাথে ফোনে কথা বলে জানা যায় এই গোলমালের পিছনে রয়েছে রমাজান দালাল। রমজানকে ডেকে আনার পর তার কাছ থেকে জানা যায় ওয়াহাবের পাসপোর্ট রমজান কিফায়েত উদ্দিনের ছেলে আসির উদ্দিনের প্রামাণিকের কাছে স্বল্প টাকায় বিক্রি করে। সেই আসির উদ্দিন মারা গেছে।
আসিরের বাড়িতে গিয়ে তার পরিবারকে তার মৃত্যু সংবাদ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কিফায়েত, তার ভাতিজা রহমান ও রমজান ঢাকা গিয়ে লাশ গ্রহণ করবে। ওসি কুদ্দুস তাদের বলে দেয় সেখানে নাম সংক্রান্ত ঝামেলা এড়াতে আসিরের স্থলে ওয়াহাব বলার জন্য। পরের দিন ট্রাক নিয়ে তারা ঢাকা যায় লাশ গ্রহণ করতে। সেখানে কিফায়েত আসির উদ্দিন বলে কান্নাকাটি করলে কাস্টমস অফিসার গোলমালের ব্যাপারটা ধরতে পারলে সেখানে ঘুষ দিয়ে ছাড়িয়ে আনা হয়। বাড়িতে নিয়ে এসে দাফন করতে গিয়ে দেখা যায় এটা আসিরেরও লাশ না। অন্য কারো লাশ। লাশ নিয়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়। কুদ্দুস তাদেরকে লাশ নিয়ে মন্ত্রণালয়ে যেতে বলে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লাশ নিয়ে গেলে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বারডেম, ও অবশেষে বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানেও কোন সুরাহা না করতে পেরে সিদ্ধান্ত নেওয়া হয় কিফায়েত উদ্দিন প্রামাণিকই এই লাশের দায়িত্ব নিবে এবং তাকে দাফন করবে।
কুশীলব
সম্পাদনা- শহীদুজ্জামান সেলিম - রমজান আলী, আদম ব্যবসায়ী[১০][১১]
- মোশাররফ করিম - ফরহাদ, পুলিশ কর্মকর্তা[১২][১৩][১৪]
- নিপুণ আক্তার - বিউটি, বিদেশ গমনে ইচ্ছুক বিধবা[১৫][১৬]
- ফজলুর রহমান বাবু - কিফায়েত উদ্দিন প্রামাণিক, বিদেশে নাম-পিতৃপরিচয় গোপন করে বিদেশ যাওয়া আসির উদ্দিন প্রামাণিকের বাবা[১৫][১৭][১৮]
- শতাব্দী ওয়াদুদ - এম এ কুদ্দুস, কালুখালী থানার ওসি[১৯]
- আবুল হায়াত - শেখ আব্দুল হাকিম, শেখ আব্দুল ওয়াহাবের বাবা[২০]
- শাহেদ শরীফ খান - শেখ আব্দুল ওয়াদুদ, শেখ আব্দুল হাকিমের ছেলে[২১]
- শাহেদ আলী - রহমান, কিফায়েত উদ্দিন প্রামাণিকের ভাতিজা[১২][২২]
- রোবেনা রেজা জুঁই - শেফালী, আসিরের স্ত্রী[২৩]
- জিয়াউল হক কিসলু - জালাল মেম্বার[২৪]
- নাজমুল হুদা বাচ্চু - বিউটির নানা[২৫]
- মোমেনা চৌধুরী - কিফায়েত উদ্দিন প্রামাণিকের স্ত্রী[৮]
- পারভীন কণা - রমজান আলীর স্ত্রী
- ইকবাল বাবু - জাহাঙ্গীর মোল্লা, ট্রাক ড্রাইভার
- নূর এ আলম নয়ন - প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কর্তব্যরত ব্যক্তি
- কাজী উজ্জ্বল - স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্তব্যরত ব্যক্তি
- রণজিৎ চক্রবর্তী - রণজিৎ
অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেন নিয়াজ মোহাম্মদ তারিক, রাম মিত্র হিমেল, সুজাত শিমুল, সৈয়দ মোশাররফ, ইকবাল, শফিক খান দিলু, প্রণব ঘোষ, পারভেজ ও ঝুমা, এবং শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেন আপন ও সায়েম।
নির্মাণ
সম্পাদনাচিত্রনাট্য উন্নয়ন
সম্পাদনাঅজ্ঞাতনামা চলচ্চিত্রের গল্প ধারণ করা হয়েছে তৌকীর আহমেদের একই নামের মঞ্চনাটক থেকে।[২৬] চলচ্চিত্রের চিত্রনাট্য আরও আগে রচনা করলেও তার নিজের রিসোর্ট নক্ষত্রবাড়ি নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ আট বছর পর তিনি চলচ্চিত্র পরিচালনায় মনোযোগ দেন।[২৭] ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।[২৮] এই চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তৌকীর বলেন, "আমাদের দেশের বিশাল একটা জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। আমাদের অর্থনীতি তাদের ওপর অনেকটাই নির্ভরশীল। অথচ এসব মানুষের প্রতি আমরা মনোযোগী নই। এসব মানুষের জীবনের একটি অধ্যায় নিয়ে নির্মিত হবে ‘অজ্ঞাতনামা’, যেখানে তাদের প্রতি আমাদের যে অবহেলা, তা-ই তুলে ধরার চেষ্টা করা হবে।"[২৯]
অভিনয়শিল্পী নির্বাচন
সম্পাদনাঅভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে তৌকীর চরিত্র অনুযায়ী যাদেরকে প্রয়োজন তাদের নির্বাচন করেন।[২৬] এতে পুলিশ কর্মকর্তা ফরহাদ চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। তিনি তৌকীরের পূর্ববর্তী সবকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার সাথে পুনরায় কাজের প্রসঙ্গে মোশাররফ বলেন, "তিনি একজন দক্ষ নির্মাতা। আমি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি তার নির্দেশনায় কাজ করতে। সবচেয়ে বড়ো কথা হল, নতুন কিছু শেখা যায় তার সাথে কাজ করলে।" বিদেশ গমনে ইচ্ছুক বিধবা বিউটি চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ। তৌকীরের সাথে এটি তার প্রথম কাজ।[১২] ফজলুর রহমান বাবু বিদেশে নাম-পিতৃপরিচয় গোপন করে বিদেশ যাওয়া ছেলের বাবা চরিত্রে অভিনয় করেন। তিনি বলেন, "লাশ ফিরে পাওয়ার জন্য বাবার যে আকুলতা সেটি ফুটিয়ে তুলতে কষ্ট করতে হয়েছে আমাকে।"[১৫]
চিত্রায়ন
সম্পাদনাচলচ্চিত্রের চিত্রায়ন শুরু হয় ২০১৫ সালের মে মাস থেকে এবং শুটিং চলে জুন মাস পর্যন্ত। রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ এবং ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন করা হয়।[২৬]
মুক্তি
সম্পাদনাঅজ্ঞাতনামা ছায়াছবিটির প্রিমিয়ার হয় কান চলচ্চিত্র উৎসব-এর বাণিজ্যিক শাখায় ১৭ মে, ২০১৬।[৩০] বাংলাদেশে ছায়াছবিটি মুক্তি পায় ১৯ আগস্ট, ২০১৬।[৩১][৩২] বাংলাদেশে মুক্তির পর একই বছর ছবিটি ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কসোভোর চলচ্চিত্র উৎসব দ্য গডেস অন দ্য থ্রোনে, ৭ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত ইতালির রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে, ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এবং ৯ থেকে ১১ সেপ্টেম্বর রকভেলের ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।[৩৩] ২০১৭ সালে ছবিটি ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত ইরানের ৩৫তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে[৩৪] এবং জুলাই মাসে অনুষ্ঠিত কম্বোডিয়ার ৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
সঙ্গীত
সম্পাদনাঅজ্ঞাতনামা ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। গীত রচনা করেছেন তৌকির আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন রোকন ইমন, সুকন্যা মজুমদার ও পিন্টু ঘোষ।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "অজ্ঞাতনামা" | তৌকির আহমেদ | পিন্টু ঘোষ | রোকন ইমন | ৩:৩৯ |
২. | "আমার সোনা জাদুর মুখ" | তৌকির আহমেদ | পিন্টু ঘোষ | রোকন ইমন |
মূল্যায়ন
সম্পাদনাসমালোচনামূলক প্রতিক্রিয়া
সম্পাদনাদ্য ডেইলি স্টারের রোবিনা রশিদ ভূঁইয়া বলেন চলচ্চিত্রটির শক্তিশালী দিক হল এর গল্প, যা "আবেগকে রোলার কোস্টারের মত উঠানামায় রত ছিল।" তিনি মানব সম্পদ প্রেরণকারী সেলিম এবং সন্তানের মৃত্যুশোকে কাতর বাবুর অভিনয়ের প্রশংসা করেন।[৩৫] দ্য হলিউড রিপোর্টারের ডেবোরাহ ইয়ং চলচ্চিত্রের গল্পটিকে "বলিষ্ঠ, বিয়োগান্তের দ্বিধাগ্রস্থ মিশ্রণ ও ফাঁসিকাঠের প্রহসন" বলে উল্লেখ করেন। তিনি তৌকীরের বলিষ্ঠ, উজ্জ্বল পরিচালনা এবং মানব প্রকৃতি ও মর্যাদার চিত্রায়নের প্রশংসা করেন। তিনিও ঘাবড়ে যাওয়া সেলিম ও অশ্রুসিক্ত বাবুর অভিনয়ের প্রশংসা করেন।[৩৬] এনটিভি অনলাইনের রেজওয়ান সিদ্দিকী অর্ণ লিখেছেন, "'অজ্ঞাতনামা' আবেগকে স্পর্শ করা একটি চলচ্চিত্র"। এর সুনিপুণ চিত্রায়নে মুন্সিয়ানা ফুটে ওঠেছে। তার কাছে চিত্রগ্রহণ, সম্পাদনা, আবহ সংগীত ভালো হলেও সূচনা সংগীত ততটা উন্নতমানের মনে হয় নি।[৩৭]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | আয়োজনের তারিখ | পুরস্কারের বিভাগ | গ্রহীতা / মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল | ২১ মে, ২০১৬[৩৮] | জুরি স্পেশাল মেনশন পুরস্কার | তৌকির আহমেদ | বিজয়ী |
কসভো চলচ্চিত্র উৎসব | ৪ সেপ্টেম্বর, ২০১৬[৩৯] | শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | বিজয়ী |
শ্রেষ্ঠ চিত্রনাট্য | তৌকির আহমেদ | বিজয়ী | ||
রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল | ১৭ অক্টোবর, ২০১৬ | জুরি স্পেশাল মেনশন পুরস্কার | তৌকির আহমেদ | বিজয়ী |
সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল | ২৩ অক্টোবর, ২০১৬ | শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | বিজয়ী |
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ২০ জানুয়ারি, ২০১৭[৪০] | জুরি স্পেশাল মেনশন পুরস্কার | তৌকির আহমেদ | বিজয়ী |
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২১ এপ্রিল, ২০১৭[৪১] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | অজ্ঞাতনামা | বিজয়ী |
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক | তৌকির আহমেদ | মনোনীত | ||
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) | ফজলুর রহমান বাবু | মনোনীত | ||
এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব | ৩০ জুলাই, ২০১৭[৪২] | শ্রেষ্ঠ চলচ্চিত্র[৪৩] | ফরিদুর রেজা সাগর | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ফজলুর রহমান বাবু | বিজয়ী | ||
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব | ২১ অক্টোবর, ২০১৭[৪৪] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | অজ্ঞাতনামা | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | বিজয়ী | ||
সার্ক চলচ্চিত্র উৎসব | ২১-২৫ নভেম্বর ২০১৭[৪৫] | শ্রেষ্ঠ চিত্রনাট্য | তৌকীর আহমেদ | বিজয়ী |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ৫ এপ্রিল, ২০১৮[৪৬] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ফরিদুর রেজা সাগর | বিজয়ী |
খলচরিত্রে অভিনেতা | শহীদুজ্জামান সেলিম | বিজয়ী | ||
শ্রেষ্ঠ কাহিনিকার | তৌকীর আহমেদ | বিজয়ী | ||
বাচসাস পুরস্কার | ৫ এপ্রিল ২০১৯[৪৭] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | অজ্ঞাতনামা | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | তৌকির আহমেদ | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | ফজলুর রহমান বাবু | বিজয়ী | ||
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | পিন্টু ঘোষ | বিজয়ী |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "TOUKIR'S OGGATONAMA"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১১, ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "চতুর্থ চলচ্চিত্র নির্মাণে তৌকীর"। দৈনিক মানবজমিন। ৩ এপ্রিল ২০১৫। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "তৌকীরের বই থেকে ছবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "কান উৎসবে ইমপ্রেসের 'অজ্ঞাতনামা'র প্রিমিয়ার"। চ্যানেল আই অনলাইন। ২২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ ""Oggatonama" Naples is free is nominated at the Gulf Film Festival"। বিনোদন৬৯ (ইংরেজি ভাষায়)। ১ মে ২০১৬। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "দর্শকদের মুগ্ধ করল তৌকির আহমেদের 'অজ্ঞাতনামা'"। দৈনিক কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ রামচন্দ্রন, নামান (২৭ সেপ্টেম্বর ২০১৬)। "Bangladesh Sends 'The Unnamed' to the Oscars"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ "অস্কারে যাওয়ার জন্য মনোনীত 'অজ্ঞাতনামা'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ "২০১৬ সালের সেরা চলচ্চিত্র 'অজ্ঞাতনামা'"। The Daily Star Bangla। ২০১৮-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ "Oggatonama: Saga of nameless faces"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "Oggatonama to represent Bangladesh at Oscars"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ ক খ গ হাসান, ইমতিয়াজ (৬ জুন ২০১৫)। "'অজ্ঞাতনামা' নিয়ে ফিরছেন তৌকির"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Bangladesh picked "Oggatonama" for Oscar"। Dhaka Tribune। ২০১৬-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "Oscars: Bangladesh Selects 'The Unnamed' for Foreign-Language Category"। The Hollywood Reporter (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ ক খ গ "তৌকীরের ছবি দেখে যা বললেন তারকারা"। জাগোনিউজ২৪.কম। ১৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "Oggatonama arrives"। Dhaka Tribune। ২০১৬-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ bdnews24.com, Senior Correspondent। "Hasina promises support for Bangladeshis to make world-class films"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "PM distributes National Film Award"। New Age | The Most Popular Outspoken Daily English Newpaper in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "Tauqir Ahmed bags two at Kosovo film festival"। Dhaka Tribune। ২০১৬-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ Ramachandran, Naman; Ramachandran, Naman (২০১৬-০৯-২৭)। "Bangladesh Sends 'The Unnamed' to the Oscars"। Variety (magazine) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৪।
- ↑ "ইরানের ফজর উৎসবে 'অজ্ঞাতনামা' | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ "নতুন বছরে তিন চলচ্চিত্রে শাহেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ "দুই বছর পর"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ BanglaNews24.com। "Print প্রশংসিত বাংলাদেশের অ এবং আ!"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ "পহেলা বৈশাখে 'অজ্ঞাতনামা' || সংস্কৃতি অঙ্গন"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫।
- ↑ ক খ গ "'অজ্ঞাতনামা' এবং তৌকীর আহমেদ"। দৈনিক ইত্তেফাক। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ কবির, আলমগীর (৩ এপ্রিল ২০১৫)। "তৌকীর আহমেদের অজ্ঞাতনামা"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ রহমান, রেজানুর (১৮ মে ২০১৬)। "ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি অজ্ঞাতনামা"। আনন্দ আলো। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ "প্রবাসীদের গল্প অজ্ঞাতনামা"। বণিকবার্তা। এপ্রিল ৩, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রিমন মাহফুজ (২৫ এপ্রিল ২০১৬)। "কান চলচ্চিত্র উৎসবে অজ্ঞাতনামা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'অজ্ঞাতনামা' মুক্তি পাচ্ছে ১৯শে আগস্ট"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "শুক্রবার আসছে 'অজ্ঞাতনামা'"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। আগস্ট ১৬, ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬।
- ↑ "চার উৎসবে 'অজ্ঞাতনামা'"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "ইরান চলচ্চিত্র উৎসবে অজ্ঞাতনামা"। দৈনিক ইনকিলাব। ঢাকা, বাংলাদেশ। ২০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ ভূঁইয়া, রোবিনা রশিদ (২ সেপ্টেম্বর ২০১৬)। "Oggatonama: Saga of nameless faces"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ ইয়ং, ডেবরাহ (২৭ নভেম্বর ২০১৬)। "'The Unnamed' ('Oggatonama'): Film Review - Kolkata 2016"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- ↑ অর্ণ, রেজওয়ান সিদ্দিকী (৪ সেপ্টেম্বর ২০১৬)। "অজ্ঞাতনামা বাস্তবধর্মী কাহিনির সৃজনশীল নির্মাণ"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইতালিতে পুরস্কৃত হল 'অজ্ঞাতনামা'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মে ২০১৬। ৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "কসোভো উৎসবে সেরা তৌকীর"। বাংলা ট্রিবিউন। ৫ সেপ্টেম্বর ২০১৬। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "সমালোচক পুরস্কার ২০১৬"। দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা 'অজ্ঞাতনামা'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ জুলাই ২০১৭। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "কম্বোডিয়ায় সেরা ছবি 'অজ্ঞাতনামা'"। দৈনিক মানবজমিন। ১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৭।
- ↑ "বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে 'অজ্ঞাতনামা'র জয়জয়কার"। চ্যানেল আই অনলাইন। ২১ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭।
- ↑ "সার্ক উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য 'অজ্ঞাতনামা'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৭।
- ↑ মানজুর, মাহমুদ (৫ এপ্রিল ২০১৮)। "শ্রেষ্ঠ চলচ্চিত্র 'অজ্ঞাতনামা', সর্বাধিক 'আয়নাবাজি'"। বাংলা ট্রিবিউন। ১৬ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "পুরস্কার ও সম্মাননায় বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসব"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ এপ্রিল ২০১৯। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অজ্ঞাতনামা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে অজ্ঞাতনামা
- রটেন টম্যাটোসে অজ্ঞাতনামা (ইংরেজি)
- ফেসবুকে অজ্ঞাতনামা