৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত পুরস্কার। তথ্য মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৯ সালের ৫ নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়। এ বছর ২৭টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়।[১][২][৩] এই বছর সর্বোচ্চ ৭টি পুরস্কার পায় বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর। আজীবন সম্মাননা গ্রহণ করবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান ও অভিনেত্রী সুজাতা

৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়২০১৭ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
আয়োজকতথ্য মন্ত্রণালয়
ঘোষণা৭ নভেম্বর ২০১৯
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
আলোকপাত
আজীবন সম্মাননাএটিএম শামসুজ্জামানসুজাতা
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ অভিনেতাশাকিব খানআরিফিন শুভ
সত্তাঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ অভিনেত্রীনুসরাত ইমরোজ তিশা
হালদা
সর্বাধিক পুরস্কারগহীন বালুচর (৭)
 ← ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪৩তম → 

বিজয়ীদের তালিকাসম্পাদনা

মেধা পুরস্কারসম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র কয়সার আহমেদ ও সানী সানোয়ার ঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বাংলাদেশ টেলিভিশন বিশ্ব আঙিনায় অমর একুশে

পরিচালক - ফজলে আজিম জুয়েল

শ্রেষ্ঠ পরিচালক বদরুল আনাম সৌদ গহীন বালুচর
শ্রেষ্ঠ অভিনেতা আরিফিন শুভ ঢাকা অ্যাটাক
শাকিব খান সত্তা
শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হালদা
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা শাহাদাৎ হোসেন গহীন বালুচর
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী রুনা খান হালদা
সুবর্ণা মুস্তাফা গহীন বালুচর
শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা জাহিদ হাসান হালদা
শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা ফজলুর রহমান বাবু গহীন বালুচর
শ্রেষ্ঠ শিশু শিল্পী নাইমুর রহমান আপন ছিটকিনি
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ তুমি রবে নীরবে
শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার সত্তা (গানঃ "না জানি কোন অপরাধে...")
শ্রেষ্ঠ গীতিকার সেজুল হোসেন সত্তা (গানঃ "না জানি কোন অপরাধে...")
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী জেমস সত্তা (গানঃ "তোর প্রেমেতে অন্ধ হলাম")
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী মমতাজ বেগম সত্তা (গানঃ "না জানি কোন অপরাধে...")
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ধ্যাততেরিকি

কারিগরী পুরস্কারসম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ কাহিনীকার আজাদ বুলবুল হালদা
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার তৌকীর আহমেদ হালদা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বদরুল আনাম সৌদ গহীন বালুচর
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস গহীন বালুচর
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বাতিল করা হয়[৪][৫] ঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক উত্তম গুহ গহীন বালুচর
শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ ঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা রিটা হোসেন তুমি রবে নীরবে
শ্রেষ্ঠ রূপসজ্জা জাভেদ মিয়া ঢাকা অ্যাটাক

বিশেষ পুরস্কারসম্পাদনা

সমালোচনাসম্পাদনা

এবছর শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় ভারতীয় নাগরিক মহম্মদ কালামের নাম যিনি ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের জন্য এটি পান। এরপরই এ নিয়ে উঠে নানা বিতর্ক ও সমালোচনা কারণ বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালা অনুসারে কোন বিদেশি নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা যাবে না বলে উল্লেখ করা আছে।[৬][৭][৮]

পরবর্তীতে, সমালোচনার মুখে এ বিভাগের পুরস্কারটি বাতিল করা হয়।[৪][৫]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা নায়ক শাকিব খান ও শুভ"দৈনিক যুগান্তর। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-২০১৮" (পিডিএফ)তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২১ 
  4. "বাদ পড়ল জাতীয় চলচ্চিত্রের বিতর্কিত সেই পদক | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  5. "বাদ পড়লো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি পদক"মানবজমিন। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  6. "ভারতের নাগরিককে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কৌতুক অভিনেতা নিয়ে কৌতুক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮ 
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভারতীয় নাগরিকের নাম"দ্য ডেইলি স্টার। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯ 
  8. "মোশাররফ করিম যাবেন না, কালাম পাবেন না"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮ 

বহিঃসংযোগসম্পাদনা