রিপন নাথ

বাংলাদেশী শব্দ পরিকল্পক

রিপন নাথ একজন বাংলাদেশী শব্দ পরিকল্পক ও শব্দগ্রাহক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে মনপুরা (২০০৯), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), আয়নাবাজি (২০১৬), ডুব (২০১৭), ন ডরাই (২০১৯), ফাগুন হাওয়ায় (২০১৯), হাওয়া (২০২২) ও সুড়ঙ্গ (২০২৩)। চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশের ভিজ্যুয়াল মিডিয়ার প্রায় সকল বিভাগেই তিনি শব্দ পরিকল্পকের কাজ করেছেন। এছাড়াও অসংখ্য বিজ্ঞাপন, প্রামাণ্য চিত্র ও বেশ কিছু চলচ্চিত্রে তিনি কন্ঠশিল্পী ও সঙ্গীতায়োজক হিসেবে কাজ করেছেন।

রিপন নাথ
চিত্র:Ripon Nath.jpg
রিপন নাথ
জন্ম
ঢাকা, বাংলাদেশ
পেশাশব্দ পরিকল্পক | শব্দগ্রাহক | শব্দ সম্পাদক | সঙ্গীতায়োজক | কন্ঠ শিল্পী
কর্মজীবন২০০২ - বর্তমান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার | সার্ক চলচ্চিত্র উৎসব

এ পর্যন্ত পাঁচবার শ্রেষ্ঠ শব্দগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়া সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৯ফাগুন হাওয়ায় (২০১৯)-র জন্য সেরা শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন।

প্রাথমিক জীবন

সম্পাদনা

রিপন নাথের বেড়ে ওঠা মুলত রাজবাড়ী, চট্টগ্রামঢাকায়। তার বাবা ছিলেন রেলের সরকারী কর্মকর্তা এবং মা একজন গৃহিনী। সাত ভাই-বোনের মধ্যে রিপন ছিলেন ষষ্ঠ। স্কুল-কলেজ জীবন শেষে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেন। স্নাতক শিক্ষা চলাকালে শব্দ প্রকৌশলী রতন পালের কাছে শব্দ নিয়ে কাজের প্রাথমিক তালিম নেন তিনি[১]

কর্মজীবন

সম্পাদনা

রিপন নাথের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিকের ধ্বনিচিত্রে[২]। সেখানে তিনি প্রায় দশ বছর কাজ করেছেন[২]। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি প্রামাণ্যচিত্রের লোকেশন শব্দগ্রহন দিয়ে তার শব্দ পরিকল্পকের কর্মজীবন শুরু হয়[১]। বড়পর্দায় রিপন নাথের প্রথম কাজ ছিলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)-এর শব্দ সম্পাদনা[১]। তার পাশাপাশি করেছেন বিজ্ঞাপনের জন্য সুর ও সঙ্গীতায়োজন। প্রায় এক যুগ ভিজ্যুয়াল মিডিয়ামে শব্দ পরিকল্পনার কাজ করার পর তিনি নিজস্ব প্রতিষ্ঠান সাউন্ডবক্স স্টুডিওপ্রতিষ্ঠা করেন[৩]

বাংলাদেশে সমসাময়িক আলোচিত প্রায় সব ছবির শব্দ বিভাগে কাজ করছেন রিপন নাথ[১]। এছাড়াও অসংখ্য ওয়েব ফিল্ম-সিরিজ সহ কয়েক হাজার বিজ্ঞাপনের শব্দের কারিগর তিনি।[৩] বাংলাদেশি চলচ্চিত্র ছাড়াও আশিস রায় নির্মিত ভারতীয় চলচ্চিত্র সিতারা (২০১৯)-তে কাজ করেছেন[২]মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি নো ল্যান্ডস ম্যান (২০২১)-এর শব্দ পরিকল্পকের কাজও করেছেন তিনি, যার সঙ্গীত ও আবহ করেছেন অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান[৪]। রিপনের কাজ করা বেশ কিছু পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শিত হয়েছে কান[৫][৬][৭], রটারডাম[৮], রেইনড্যান্স[৯], ফিল্মফেস্ট ম্যুনশেন[১০], লোকার্নো[১১], সিনেকুয়েস্ট[১২], সিলভার ওয়েভ[১৩], মস্কো[১৪], সিডনি[১৫], সাংহাই[১৬], সিঙ্গাপুর[১৭] এবং বুসান[১৮] সহ বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স[১৯], অ্যামাজন প্রাইম ও মুবি-তে প্রদর্শিত বাংলাদেশি কন্টেন্টের সিংহভাগেরই শব্দ পরিকল্পক ছিলেন তিনি।

অন্যান্য

সম্পাদনা

শব্দ নিয়ে কাজের পাশাপাশি রিপন নাথ বিজ্ঞাপন ও প্রামান্য চিত্রে নিয়মিত কন্ঠ দিয়ে থাকেন। সুরকার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। মনপুরা (২০০৯), স্বপ্নজাল (২০১৮), হোটেল আলবাট্রোস (২০১৭) সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের সঙ্গীতায়োজনও করেছেন।      

এছাড়া অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি ফোন করা যাবে প্লিজ? (২০০৮), ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত আমাদের গল্প (২০১২) ও আর. বি. প্রীতম পরিচালিত হাইওয়ে (২০১৭) টেলিফিল্ম সহ বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয়ও করেছেন রিপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগে খন্ডকালীন শিক্ষকতাও করেছেন।

নির্বাচিত চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

পুরস্কার ও সম্মাননানা

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২০][২১][২২] চোরাবালি বিজয়ী
২০১৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৩][২৪][২৫] আয়নাবাজি বিজয়ী
২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৬] ঢাকা অ্যাটাক বিজয়ী
২০১৯ সার্ক চলচ্চিত্র উৎসব সেরা শব্দ পরিকল্পনা[২৭] ফাগুন হাওয়ায় বিজয়ী
২০১৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[২৮][২৯] ন ডরাই বিজয়ী
২০২২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা শব্দগ্রাহক[৩০][৩১][৩২] হাওয়া বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তিনি শব্দের কারিগর"কালের কন্ঠ। ২০১৯-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  2. "পুরস্কার নতুন কিছু সৃষ্টিতে উৎসাহিত করে: রিপন নাথ"jagonews24.com। ২০২৩-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  3. "টানা ৬৩ ঘণ্টা কাজ করেছি"কালের কন্ঠ। ২০১৬-১১-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬ 
  4. ""No Land′s Man - A Window on Asian Cinema""Busan International Film Festival। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  5. "কান উৎসবে বাংলাদেশের 'অজ্ঞাতনামা'"বাংলা ট্রিবিউন। ২০১৬-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  6. "কান চলচ্চিত্র উৎসবে আয়নাবাজি প্রদর্শিত"দৈনিক ইনকিলাব। ২০১৬-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  7. "কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে 'দাগ'"প্রথম আলো। ২০১৭-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  8. ""Third Person Singular Number"at Rotterdam Film Festival"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  9. "রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা 'ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ'"The Daily Star Bangla। ২০২৪-০৫-২২। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  10. "No Bed of Roses"Filmfest Muenchen (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  11. "লোকার্নোতে বাংলাদেশের ৬ চলচ্চিত্র"Bangla Tribune। ২০১৬-০৭-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  12. "অস্কার কোয়ালিফাইং উৎসবে বাংলাদেশের পতাকা এবং..."Bangla Tribune। ২০২৪-০৩-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  13. "কানাডার সিলভার ওয়েভ উৎসবেও বাংলাদেশের 'নট এ ফিকশন'"Barta24। ২০২৩-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  14. "মস্কোতে পুরস্কার জিতেছে ফারুকীর 'শনিবার বিকেল'"প্রথম আলো। ২০১৯-০৪-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  15. "সিডনি চলচ্চিত্র উৎসবে ফারুকীর নো ল্যান্ডস ম্যান"বণিক বার্তা। ২০২২-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  16. "'পিপড়াবিদ্যা'র জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন"bdnews24.com। ২০১৪-০৬-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  17. "সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনীত 'পিঁপড়াবিদ্যা'"প্রথম আলো। ২০১৪-১০-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  18. "বুসান চলচ্চিত্র উৎসবে ফারুকীর 'নো ল্যান্ডস ম্যান'"bdnews24.com। ২০২১-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  19. "নেটফ্লিক্সে বাংলাদেশ: টেলিভিশন-পিপড়াবিদ্যার পরে দেখব কোন সিনেমা?"ICE Today। ২০১৭-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  20. "Humayun, Joya, Shakib the best"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  21. "National Film Award 2012 Announced"New Age (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-২৬। ২০২১-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  22. "Handover of nat'l film award today"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  23. "Oggatonama bags best film award of 2016, Aynabaji wins big"New Age (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-০৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  24. "National Film Awards 2016: PM Hasina pledges support for making world class films"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  25. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে"প্রথম আলো। ২০১৮-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫ 
  26. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  27. "সার্ক ফিল্ম ফেস্টিভালে ফাগুন হাওয়ায়'র দু'টি পুরস্কার অর্জন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  28. "জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার: সেরা 'ন ডরাই' ও 'ফাগুন হাওয়ায়'"জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার: সেরা ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  29. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"দৈনিক ইত্তেফাক। ২০২১-০১-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  30. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২: পঞ্চমবারের মতো পুরস্কার পাচ্ছেন জয়া ও রিপন"বণিক বার্তা। ২০২৩-১১-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 
  31. "শিশুকন্যার জন্য আবার পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী"sarabangla.net। ২০২৩-১১-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬ 
  32. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"Dhaka Tribune বাংলা। ২০২৩-১১-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা