বাঙালি বিউটি

২০১৮ সালের বাংলাদেশী চলচ্চিত্র

বাঙালি বিউটি রাহশান নূর রচিত ও পরিচালিত একটি বাংলাদেশী পিরিয়ড প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। এতে নূরকে রেডিও ডিজে এবং মুমতাহিনা টয়াকে মেডিকেল ছাত্রী হিসেবে দেখা যায়,[] যারা ১৯৭৫ সালে ঢাকায় রাজনৈতিক অচলাবস্থার সময় প্রেমে পড়েন।[] এটি নূর ও টয়া দুজনেরই অভিনীত প্রথম চলচ্চিত্র।[]

বাঙালি বিউটি
বাঙালি বিউটি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাহশান নূর
প্রযোজকরাফি তামজিদ
রচয়িতারাহশান নূর
চিত্রনাট্যকাররেঘু শঙ্কর
শ্রেষ্ঠাংশেরাহশান নূর
মুমতাহিনা টয়া
সারা আলম
আশফাক রেজওয়ান
ফখরুল বাশার মাসুম
পীযুষ বন্দ্যোপাধ্যায়
সুরকাররুশো মাহতাব
প্রযোজনা
কোম্পানি
জিরয়াব ফ্লিমস
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া[]
মুক্তি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ইংরেজি

কাহিনী

সম্পাদনা

১৯৭৫ সালে ঢাকায়, ময়না ইফতেখার (মুমতাহিনা টয়া) ডাক্তারির ছাত্রী হিসেবে পড়াশুনাকে গুরুত্বের সাথে গ্রহণ করে। বই এবং চলচ্চিত্র তার একমাত্র অবসর ব্যয় করার সঙ্গী ও সোফিয়া লরেনকে সে আইডল হিসেবে গ্রহণ করে। একদিন তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল কে. এম ইফতেখার (পীযূষ বন্দ্যোপাধ্যায়) তার এক বন্ধুর সাথে কথোপকথনের সময় ময়নার সাথে দেখা করার জন্য তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানায়। সাক্ষাত করার পর, নাদিম (কাজী আসিফ রহমান), নাদিমের পরিবার, ইফতেখার ও তার স্ত্রী মোশফিকা (নাইলা আজাদ) নাদিমের সাথে ময়নার বিয়ের ব্যবস্থা করতে সম্মত হয়। ময়নাও বাবা-মার কথামত এই প্রস্তাবে রাজি হয়।

অভিনয়

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

চলচ্চিত্রটির চিত্রায়ন হয় বাংলাদেশের উত্তরা, বাংলাদেশ বেতারের পুরনো অফিস, শাহবাগ, বনানী, পুরানা পল্টনের বিভিন্ন স্থানে।[][]

মুক্তি

সম্পাদনা

শুরুতে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তির দিন নির্ধারণ করা হয়, কিন্তু সিনেমাটি প্রচার নিষিদ্ধ করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড[][] যাইহোক, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তে মার্কিন যুক্তরাষ্ট্রে ১২টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়[] এবং এটির চিত্রনাট্য, দিকনির্দেশনা, সংগীত, এবং শীর্ষ অভিনেতাদের অভিনয় প্রশংসিত হয় এবং এখন পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রে বক্স অফিসে সর্বকালের সর্বাধিক উপার্জনকারী বাংলা ভাষার চলচ্চিত্র।[১০][১১] ২০১৮ সালের জুন মাসে বাংলাদেশ আপীল বোর্ড সিন্সর বোর্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এবং ২০১৮ সালের ২০ জুলাই চলচ্চিত্রটির দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[][] ছবিটি সেপ্টেম্বর মাসে মানজালা মেই নু নামে চীনে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'বেঙ্গলি বিউটি'র দায়িত্ব নিচ্ছে জাজ"চ্যানেল আই অনলাইন। ২২ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Toya to be a Bengali Beauty"। The Asian Age। ২৬ মে ২০১৭। 
  3. "Rahsaan Noor Signs Three-Film Deal with Universal Group!"Urban Asian 
  4. "বেঙ্গলি বিউটি নিয়ে যা বললেন টয়া"দৈনিক যুগান্তর। ১৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 
  5. আফজাল, পান্থ (৩ নভেম্বর ২০১৭)। "বেঙ্গলি বিউটি টয়া"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 
  6. "'বেঙ্গলি বিউটি'র জন্য পাঁচ মাস অনেক কষ্ট করেছি"বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 
  7. "সেন্সর সনদ পেলে 'বাঙ্গালী বিউটি'" (June 28, 2018)। Prothom Alo। 
  8. "Rahsaan Noor wins appeal for 'Bengali Beauty'" (June 30, 2018)। The Daily Star। 
  9. "যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে টয়ার প্রথম সিনেমা বেঙ্গলি বিউটি"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 
  10. "'Bengali Beauty' storms past Tk75 lakhs at the US Box Office" (February 23, 2018)। Dhaka Tribune। 
  11. "Suburban Man Makes It Big in Dhallywood"। NBC। ফেব্রুয়ারি ১৮, ২০১৮। 
  12. "চীনে তিন হাজার হলে বাংলাদেশের 'বেঙ্গলি বিউটি' | কালের কণ্ঠ"দৈনিক কালের কণ্ঠ। ৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা