আইসক্রিম (চলচ্চিত্র)
আইসক্রিম ত্রিভুজ প্রেমের হাসি-কান্নাকে উপজীব্য করে নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র। এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ছিলেন রেদওয়ান রনি। এটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস এবং টপ অব মাইন্ড।[১] এতে অভিনয় করেছেন উদয়, তুষি, রাজ, এটিএম শামসুজ্জামান, ওমর সানী, নাদিয়া খানম, দিতি ও সায়েম সাদাত।[২] চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।[৩]
আইসক্রিম | |
---|---|
পরিচালক | রেদওয়ান রনি |
প্রযোজক | শুক্লা বানিক রেদোয়ান রনি সালমা আদিল |
রচয়িতা | রেদওয়ান রনি |
শ্রেষ্ঠাংশে | শরিফুল রাজ কুমার উদয় নাজিফা তুষি |
সুরকার | গান: সাজিদ সরকার পাভেল আরিফিন ফুয়াদ আল মুকতাদির স্টুডিও ৫৮ আবহ সঙ্গীত: ইন্দ্রদিপ দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | অরিন্দম ভট্টাচার্য |
সম্পাদক | খালেদা মাহমুদ |
প্রযোজনা কোম্পানি | পিংপং এন্টারটেইনমেন্ট দি অভি পিকচার টপ মাইন্ড অব প্রোডাকশন পপকর্ণ ফিল্মস |
পরিবেশক | দি অভি পিকচার |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাএকটি ত্রিভুজ ভালোবাসার গল্প এতে তুলে ধরা হয়েছে। "ভালোবাসা যে যত্নে রাখতে হয়, ভালোবাসাকে ভালো বাসতে হয়" এই প্রতিপাদ্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এর মুল কাহিনি।[৪]
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শরিফুল রাজ
- কুমার উদয়
- নাজিফা তুষি
- ওমর সানী
- দিতি
- এটিএম শামসুজ্জামান
দৃশ্যায়ন
সম্পাদনাসম্পূর্ণ ছবিটির দৃশ্যায়ন বাংলাদেশেই করা হয়। ২০১৪ সালের ৫ এপ্রিল সেন্টমার্টিনে দৃশ্যধারণ দিয়ে শুরু এর দৃশ্যায়নের কাজ।[৫] পরবর্তিতে ঢাকার অদূরে সাভারসহ দেশের বিভিন্ন জায়গায় ছবিটির দৃশ্যায়নের কাজ হয়।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ছাড়পত্র পেল 'আইসক্রিম'"। প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "আইসক্রিম - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "অনেক দিন পর মিনার"। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আসছে আইসক্রিম"। দৈনিক প্রথম আলো। ২০১৬-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৪।
- ↑ http://bangla.thereport24.com/article/99829/index.html
- ↑ http://primenews.com.bd/bn/?p=53904[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]