অপারেশন সুন্দরবন
অপারেশন সুন্দরবন বাংলাদেশের একটি আসন্ন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১] সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন।[২] এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র।[৩] র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।[৪][৫] ছায়াছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা ও দীপন নিজেই। এটা দীপংকর সেনগুপ্ত দীপনের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ।[৬] ২০১৯ সালের ২০ ডিসেম্বর হতে সুন্দরবন ও তটবর্তী সাগরে চিত্রগ্রহণ শুরু হয়। করোনা ভাইরাসের মহামারির কারণে দীর্ঘ বিরতির পর ২০২০ সালের নভেম্বরে ছায়াছবির মুখ্য চিত্রগ্রহণ শেষ হয়। চলচ্চিত্রটি ২০২১ সালের ২৬ মার্চে মুক্তির জন্য পরিকল্পিত।
অপারেশন সুন্দরবন | |
---|---|
![]() | |
পরিচালক | দীপংকর সেনগুপ্ত দীপন |
প্রযোজক | থ্রি হুইলারস লিমিটেড
র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড |
রচয়িতা | গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) |
চিত্রনাট্যকার | দীপংকর সেনগুপ্ত দীপন নাজিম-উদ-দৌলা |
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | রম্যদীপ সাহা |
সম্পাদক | মোহাম্মদ কালাম |
প্রযোজনা কোম্পানি | থ্রি হুইলারস লিমিটেড র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড |
পরিবেশক | থ্রি হুইলারস লিমিটেড |
মুক্তি | ২৬ মার্চ, ২০২১(প্রস্তাবিত) |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ৪ কোটি |
গল্পের পটভূমিসম্পাদনা
২০১৬ হতে ২০১৮ পর্যন্ত সুন্দরবন, খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনপদ হতে জলদস্যু মুক্ত করার অভিযান, বন্য প্রাণী সংরক্ষণ এবং জলদস্যুমুক্ত পরবর্তী সময়ে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের জীবন নিয়ে চলচ্চিত্রটির কাহিনী রচিত হয়েছে।[৭][৮]
কুশীলবসম্পাদনা
অপারেশন সুন্দরবনে মূখ্য শিল্পী ছাড়াও বিভিন্ন পার্শ্ব চরিত্রে ৩০ জন র্যাব সদস্যসহ সুন্দরবন এলাকার প্রায় ১০০ জন স্থানীয় লোকজন অভিনয় করেছেন।[৭] এছাড়াও চলচ্চিত্রটি নির্মাণে প্রায় ১৩০০ কলাকুশলী যুক্ত ছিলেন।[৮]
মুখ্য অভিনয়শিল্পীদের প্রকাশিত চরিত্র সমূহ-
- সিয়াম আহমেদ - মেজর সায়েম। একজন র্যাব কর্মকর্তা।[৯][১০]
- নুসরাত ফারিয়া - তানিয়া কবির, একজন বাঘ গবেষক।[১১]
- জিয়াউল রোশান - লে. কমান্ডার রিশান।
- রিয়াজ - ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার।[১২][১৩][১৪]
- মনোজ প্রামাণিক - সাজু।
- সামিনা বাশার - পাখি, এটা একজন গ্রামের মেয়ের চরিত্র।[১৫]
- তাসকিন রহমান - রকিব
- দিপু ইমাম - টাই হারুন[১৬][১৭]
- দর্শনা বণিক - চিকিৎসক অদিতি
- মানস বন্দ্যোপাধ্যায়[১৮]
- মনির খান শিমুল[১৮]
- রাইসুল ইসলাম আসাদ[১৯]
- আরমান পারভেজ মুরাদ
- শতাব্দী ওয়াদুদ
- নরেশ ভুইয়া
প্রাক-প্রযোজনাসম্পাদনা
—দ্য ডেইলি স্টার অনলাইনকে দীপঙ্কর দীপন[২০]
উন্নয়নসম্পাদনা
এপ্রিল,২০১৮ তে চলচ্চিত্রটি পরিচালনার জন্য র্যাব কর্তৃক দীপংকর দীপনকে প্রস্তাব দেয়া হয়।[৯] চলচ্চিত্রটি নির্মাণের পূর্বে দীপংকর দীপন সুন্দরবন নিয়ে দেড় বছর গবেষণা করেন। চিত্রনাট্যের ৭০ভাগ চিত্রগ্রহণ সুন্দরবন করার জন্য বনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন দীপন।[২১][১৪] গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) গল্প রচনা করে।[৯] দীপনের সাথে নাজিম-উদ-দৌলা যৌথভাবে চিত্রনাট্য রচনা করেন।[২২][১১][২৩] ১৩ জুন, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেয়া হয়।[৬][২৪] নির্মাণের জন্য অনুমিত বাজেট চার কোটি টাকা নির্ধারণ করা হয়।[২১] র্যাবের পাশাপাশি চিত্রগ্রহণ শেষে সম্পাদনার পৃষ্টপোষক হিসেবে ইভ্যালি অর্থায়ণ করে।[২৫]
অভিনয়শিল্পী নির্বাচনসম্পাদনা
প্রাথমিক ভাবে নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান[২৬], রিয়াজ[২৭], সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমান[১০] অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[২৮][২৯] 'অপারেশন সুন্দবন'-এর মাধ্যমে সামিনা বাশার চলচ্চিত্রে অভিষিক্ত হন।[১৪] ১ নভেম্বর, ২০১৯ তারিখে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সুন্দরবন জলদুস্য মুক্ত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে 'অপারেশন সুন্দরবন'-এর লোগো, পোস্টার প্রকাশ ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।[১][৫][৯][৩০] ১৬ নভেম্বর, ২০১৯ দীপংকর দীপন র্যাব সংশ্লিষ্ট পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য নতুন অভিনেতা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে খুঁজে বের করেন।[৩১] পরবর্তীতে শতাব্দী ওয়াদুদ[৩২], দর্শনা বণিক[৩৩] ও তুয়া চক্রবর্তীর[৭] নাম প্রকাশিত হয়।
নির্মাণসম্পাদনা
প্রাক-নির্মাণসম্পাদনা
চিত্রগ্রহণের পূর্বে অভিনয় শিল্পীদের নিয়ে চিত্রনাট্য অনুযায়ী মহড়া দেয়া হয়।[২৯][৩৪] র্যাব সংশ্লিষ্ট চরিত্র সমূহ আত্মস্থ করার জন্য ১৪ থেকে ১৬ নভেম্বর, ২০১৯ সিয়াম, রোশান ও রিয়াজ র্যাবের প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণ নেন।[১২][৩৫] ফেসবুকে র্যাব-এর পোশাক পরিহিত রিয়াজ ও সিয়ামের 'ফার্স্ট লুক' প্রকাশ হওয়া নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করে।[৩৬] মহরত অনুষ্ঠানের পর ১০ ডিসেম্বর, ২০১৯ হতে চিত্রগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়।[১২][২৩][১০][৩৭] চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরুর পূর্বে সুন্দরবনের দৃশ্যগুলির জন্য দ্বিতীয় বার মহড়া করা হয়।[৩৮][৩৯] চিত্রগ্রহণের প্রয়োজনে দুবলার চরের ছোট জামতলায় বনদস্যুদের আস্তানা ও জেটি নির্মাণ করা হয়।[৪০] দৃশ্যধারণের জন্য দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।[৭]
চিত্রগ্রহণের স্থান নির্বাচনসম্পাদনা
প্রাথমিকভাবে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল, সুন্দরবনের মান্দারবাড়ি চর, বঙ্গবন্ধু চর, পত্নীর চর, কটকার চর এবং বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[৯] তবে চিত্রগ্রহণ শুরুর পর সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও বুড়ি গোয়ালিনী ইউনিয়ন; গভীর বনের অনুকূল পরিবেশের বিবেচনায় কালিরচর, দুবলার চর, আলোর চর, মেহের আলীর চর, ডিমের চর, লক্ষ্মীর চর, হিরন পয়েন্ট ও বানিয়াশান্তা এলাকায় চিত্রায়ন হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটির কিছু 'ইনডোর' দৃশ্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি), গাজীপুরের র্যাব ট্রেনিং সেন্টার ও র্যাবের সদর দপ্তরে নেয়া হয়েছে।[৭]
চিত্রগ্রহণসম্পাদনা
৪১ দিন সময় নিয়ে চলচ্চিত্রটির সঙ্গীত বাদে চিত্রনাট্যের পূর্ণ চিত্রগ্রহণ করা হয়।[৪১] দুই ধাপে ৩২ দিন সুন্দরবনে চিত্রগ্রহণ করা হয়।[৭] ২০ ডিসেম্বর, ২০১৯ হতে সাতক্ষীরার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি, হরিনগর[৪২][৪৩], বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কতিপয় গ্রামে এলাকায় সিয়াম, মনোজ প্রামাণিক ও সামিনা বাশারকে নিয়ে প্রথম ধাপের চিত্রগ্রহণ শুরু হয়।[৩৮][৪৪][৪৫] ৩০ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত সুন্দরবন, কাটেশ্বর, তটবর্তী বঙ্গপোসাগর ও মংলা বন্দরে প্রথম ধাপের দৃশ্যায়ন সম্পন্ন হয়। ৮ ফেব্রুয়ারি, ২০২০ হতে দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ শুরুর ঘোষণা দেয়া হয়[৪৬][৪৭] এই পর্যায়ে ১৩ ফেব্রুয়ারি হতে ১১ মার্চ পর্যন্ত দুবলার চরের ছোট জামতলায় চিত্রগ্রহণের মাধ্যমে সুন্দরবন অংশের দৃশ্যায়ন শেষ হয়।[৪০] বাংলাদেশে করোনা ভাইরাস মহামারির কারণে এর শেষাংশের চিত্রগ্রহণ স্থগিত থাকে এবং আট মাস বাদে শেষাংশের চিত্রগ্রহণ শুরু হয়।[১৮] ১০ নভেম্বর, ২০২০ পূর্ণ চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৪৮]
সঙ্গীতসম্পাদনা
চলচ্চিত্রে তিনটি গান ব্যবহার করা হয়েছে।[৪০]
মুক্তিসম্পাদনা
২০২০ সালের ঈদুল আযহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহ সমূহে মুক্তির পরিকল্পিত ছিল।[৩৪][৭][৪৯][৫০] পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা দেয়া হয়।[৮]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "'None will be spared to keep Sundarbans free from robbers'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "Dipankar Dipon to make film on RAB"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "'অপারেশন সুন্দরবন' ছবির আনুষ্ঠানিক ঘোষণা"। দৈনিক মানবজমিন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "এবার র্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"। দৈনিক কালের কণ্ঠ। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "'অপারেশন সুন্দরবন'-এর কলাকুশলীদের সামনে আনছেন পরিচালক"। দেশ রূপান্তর। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। দ্য ডেইলি স্টার। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "সুন্দরবনে শেষ, এবার ঢাকায়"। প্রথম আলো। ২০২০-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬।
- ↑ ক খ গ "'অপারেশন সুন্দরবন' কোন লাভজনক চলচ্চিত্র নয়: আশিক বিল্লাহ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ ক খ গ ঘ ঙ "জলদস্যুদের সামনে সিনেমার শিল্পীরা"। প্রথম আলো। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ গ "ব্লকবাস্টার একটি ছবি হবে 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ "নুসরাত ফারিয়া এবার বাঘ গবেষক!"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- ↑ ক খ গ "র্যাবের প্রশিক্ষণ নিলেন তিন নায়ক"। মানবজমিন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "র্যাবের কমান্ডিং অফিসার রিয়াজ"। দৈনিক আমাদের সময়। ২০১৯-১১-০২। ২০১৯-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ গ "দীপনের অপারেশন সুন্দরবন-এ সামিনা"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ "শুরুতেই দুই সিনেমা"। মানবজমিন। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "৫ সিনেমাতে দিপু ইমাম"। দৈনিক সংবাদ। ২০১৯-১২-১০। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- ↑ "দুই ঈদে বড়পর্দায় দিপু ইমাম"। দেশ রূপান্তর। ২০১৯-১২-১৫। ২০১৯-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- ↑ ক খ গ "'অপারেশন সুন্দরবন' এর শেষ লটে যুক্ত হলেন মানস ও শিমুল"। দৈনিক সমকাল। ২০২০-১০-২৯। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ "স্বাধীনতা দিবসে আসছে 'অপারেশন সুন্দরবন'"। বাংলা ট্রিবিউন। ২০২০-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩১।
- ↑ "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। দ্য ডেইলি স্টার অনলাইন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "'ঢাকা অ্যাটাক'-এর পর 'অপারেশন সুন্দরবন'"। প্রথম আলো। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "দুই বছর গবেষণার ফল দীপনের 'অপারেশন সুন্দরবন'"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "তারকাবহুল 'অপারেশন সুন্দরবন'"। দেশ রূপান্তর। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "র্যাবের অভিযান নিয়ে দীপনের ছবি 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "ইভ্যালির পৃষ্ঠপোষকতায় র্যাবের চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"। দৈনিক ইত্তেফাক। ২০২১-০১-১১। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "দীপঙ্কর দীপনের নতুন দুই ছবিতে তাসকিন"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "সিনেমায় ফিরছেন রিয়াজ"। সারাবাংলা.নেট। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "নায়ক-নায়িকা নিয়ে সুন্দরবনে মহরত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ ক খ "জলদস্যুদের নিয়ে থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"। দ্য ডেইলি স্টার। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১।
- ↑ "'অপারেশন সুন্দরবন' ছবির শিল্পীদের পরিচয়পর্ব কাল"। এনটিভি অনলাইন। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "অপারেশন সুন্দরবন: র্যাব চরিত্রে অভিনেতা খুঁজছেন নির্মাতা"। দেশ রূপান্তর। ২০১৯-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "'এটা আমার কাছে বড় প্রাপ্তি'"। মানবজমিন। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- ↑ "'অপারেশন সুন্দরবন' সিনেমায় যুক্ত হলেন কলকাতার দর্শনা"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ ক খ "Shooting for 'Operation Sundarban' to start from December"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- ↑ "র্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- ↑ "রিয়াজ ও সিয়ামের লুকে আসতে যাচ্ছে 'অপারেশন সুন্দরবন'"। যমুনা টিভি। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬ – ইউটিউব-এর মাধ্যমে।
- ↑ "'অপারেশন সুন্দরবন'-এ জুটি বাঁধছেন মনোজ-সামিনা"। সময় টিভি। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- ↑ ক খ "সুন্দরবনে শুরু হলো দীপনের অপারেশন!"। বাংলা ট্রিবিউন। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "ছবির মহড়া করাচ্ছে র্যাব"। প্রথম আলো। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ ক খ গ "জেটি-টাওয়ার নির্মাণ করে শুটিং!"। সারাবাংলা.নেট। ২০২০-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "৩ মাসের অপারেশন শেষ হলো ১১ মাসে"। বাংলা ট্রিবিউন। ২০২০-১১-১২। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৪।
- ↑ "Shooting of 'Operation Sundarbans' begins"। unb.com.bd (English ভাষায়)। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।
- ↑ "শ্যামনগরে 'অপারেশন সুন্দরবন' সিনেমার শ্যুটিং শুরু এক সাথে রিয়াজ-সিয়াম-রোশান-নুসরাত ফারিয়া-তাসকিন"। দৈনিক ইনকিলাব। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫।
- ↑ "শৈত্যপ্রবাহ তবু শুটিং"। দৈনিক কালের কন্ঠ। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "সাতক্ষীরায় 'অপারেশন সুন্দরবন'র শুটিং শুরু"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- ↑ "'টানা ১১ দিন পানিতে থাকতে হবে'"। প্রথম আলো। ২০২০-০১-২১। ২০২০-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।
- ↑ "'মিশন এক্সট্রিম' শুরুর সময় তিনটি ছবিতে চুক্তিবদ্ধ ছিলাম: দীপন"। সারাবাংলা.নেট। ২০২০-০১-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "ভোরে শেষ 'অপারেশন সুন্দরবন', মুক্তি ২৬ মার্চ"। এনটিভি অনলাইন। ২০২০-১১-১০। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০।
- ↑ "র্যাব নিয়ে সিনেমা বানাচ্ছেন দীপন"। Dhaka Tribune Bangla। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- ↑ "দীপনের নতুন ছবি 'অপারেশন সুন্দরবন'"। www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।