শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম
শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম ১৯৬১ সালে নির্মিত[২] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি বাগেরহাট জেলার বাগেরহাট পৌরসভার পুরাতন রুপসা-বাগেরহাট সড়কের পূর্ব ও পৌর লেকের দক্ষিণ পাশে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াচ, কনসার্ট[৩]; জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট, ফুটবল[৪][৫] ও কাবাডি[৬] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[৭] ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।
পূর্ণ নাম | শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম |
---|---|
প্রাক্তন নাম | বাগেরহাট জেলা স্টেডিয়াম (১৯৬১-১৭ জানুয়ারি, ২০১৭) |
অবস্থান | পুরাতন রুপসা-বাগেরহাট সড়ক, বাগেরহাট, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২°৩৯′১৪.৯৯″ উত্তর ৮৯°৪৭′৪৪.০২″ পূর্ব / ২২.৬৫৪১৬৩৯° উত্তর ৮৯.৭৯৫৫৬১১° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | জেলা ক্রীড়া সংস্থা, বাগেরহাট |
আয়তন | ১২৫ × ১২৫ মিটার (৪১০ × ৪১০ ফুট) |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
নির্মিত | ১৯৬১ |
পুনঃসংস্কার | ২৮ আগস্ট, ২০১৩ হতে ১৭ জানুয়ারি, ২০১৭ |
স্থপতি | পদ্মা বিল্ডার্স (২০১৩-২০১৭)[১] |
ভাড়াটে | |
|
ইতিহাস
সম্পাদনা১৯৩৬ সালের মহকুমা প্রশাসক বিষ্ণুপদ ভট্টাচার্য বাগেরহাটে খেলার প্রসারে কয়েকটি মাঠ নির্ধারণ করে দিয়েছেন। তার সময় তৈরি হয়েছিল বাসাবাটি মাঠ, পিসি কলেজের মাঠ আর উন্নয়ন হয় স্কুল মাঠের। বাসাবাটি মাঠ ও বাগেরহাট স্কুল মাঠের মাঝে একটা খাল ছিল। সেই খাল ভরাট করে ১৯৬১ সালে এখনকার স্টেডিয়াম নির্মাণ করেছিলেন সে সময়ের মহকুমা প্রশাসক মোকাম্মেল হক[২]। বাগেরহাট জেলা স্টেডিয়াম নামে তৈরী হলেও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক এই স্টেডিয়ামের নাম ১৭ জানুয়ারি, ২০১৭ তারিখে শেখ হেলাল উদ্দিনের নামে পরিবর্তন করা হয় [৪][৮][৯][১০]।
বিশেষত্ব
সম্পাদনাস্টেডিয়ামটিতে একটি মিলনায়তন রয়েছে, যেখানে ক্রীড়া সংক্রান্ত সংবাদ সম্মেলন[১১] ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়[১২]।
আয়োজন
সম্পাদনানিয়মিত আয়োজন
সম্পাদনা- স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়[১৩][১৪][১৫][১৬]।
- বাগেরহাট শহরে বাংলা নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা[১৭], বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 'অলিম্পিক ডে রান' এই ভেন্যু হতে শুরু হয়ে থাকে[১২]।
- ক্রিকেট লিগঃ বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ভেন্যুতে জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেট লিগ আয়োজিত হয়।[১৮]
উল্লেখযোগ্য আয়োজন
সম্পাদনাকাবাডি প্রতিযোগিতা
সম্পাদনাবাগেরহাট জেলা পুলিশ ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই ভেন্যুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
- ২০১৬ঃ আট দলের প্রতিযোগিতা এফআইএসএস স্পোটিং ক্লাব শিরোপা জয় করে, ডেমা ইউনিয়ন ম্পোটিং ক্লাব রানার্স-আপ হয়[১৯]।
- ২০১৭ঃ এটা আন্তঃউপজেলা প্রতিযোগিতা ছিল। কচুয়া উপজেলা কাবাডি দল শিরোপা জয় করে[২০]।
- ২০১৯ঃ এটা আন্তঃউপজেলা প্রতিযোগিতা ছিল। চিতলমারী উপজেলা কাবাডি দল শিরোপা জয় করে[২১]।
ফুটবল প্রতিযোগিতা
সম্পাদনা- ২০১০, ২০১২, ২০১৭ ও ২০১৮ সালে এই ভেন্যুতে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে[২][৪][১১][২২]।
- ২০১৪ঃ এই ভেন্যুতে কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে[২]।
ক্রিকেট প্রতিযোগিতা
সম্পাদনা- ২০১১ঃ এই ভেন্যুতে একত্রিশ তম আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১০-১১আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে[২৩]।
- ২০১৯ঃ এই ভেন্যুতে (প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স) জাতীয় স্কুল ও জেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ -এর আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুল আঞ্চলিক শিরোপা জয় করে।[২৪][২৫][২৬]
সংস্কার
সম্পাদনাস্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ক্রিকেটের অনুশীলনমুলক ভেন্যু হিসেবে প্রস্তুত করার জন্য ২৮, আগস্ট ২০১৩ সালে সংস্কার কাজ শুরু হয়। স্টেডিয়ামের উন্নয়নে দুটি আন্তর্জাতিকমানের ড্রেসিংরুম ও প্রেসবক্সসহ একশ ২৫ ফুট লম্বা দ্বিতল প্যাভেলিয়ন ভবন, মাঠের তিন পাশে গ্যালারি, মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সীমানা প্রাচীর, মাঠের নিরাপত্তা বেষ্টনী ও দর্শকদের চলাচলের জন্য প্রশস্ত রাস্তা নির্মাণ করার প্রকল্প গ্রহণ করা হয়[২৭][২৮]। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দুই একর জায়গা ক্রয় করে স্টেডিয়ামের আয়তন বাড়ানো হয়[২৯]। প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ষ্টেডিয়ামটির সম্প্রসারণ, প্যাভেলিয়ন ও উত্তর পাশে গ্যালারী নির্মাণ হয়। ১৭ জানুয়ারি, ২০১৭ তারিখে সংস্কার কাজ সম্পন্ন করার পর স্টেডিয়ামটি পুনরায় উদ্বোধন করা হয়[৪]।
অন্যান্য ব্যবহার
সম্পাদনা- এই স্টেডিয়ামটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ব্যবহৃত হয়[৩০]।
- বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই স্টেডিয়ামে ২০১৭[৩১] ও ২০১৮[৩২][৩৩] সালে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজিত হয়।
- ১ নভেম্বর, ২০১৮-এ প্রধানমন্ত্রী এই স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সুন্দরবনকে জলদুস্য মুক্ত ঘোষণা করেন। দিনটিকে ‘সুন্দরবন জলদস্যু মুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়। দিনটির এক বছর পূর্তিতে এই স্টেডিয়ামে 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের শিল্পী পরিচয়, লোগো ও পোস্টার প্রকাশ অনুষ্ঠান হয়।[৩৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাগেরহাট স্টেডিয়ামের সম্প্রসারণ কাজের ঠিকাদারকে সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "বালুময় বাগেরহাট"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "বাগেরহাটে নৌকায় ভোট চাইলেন তারকা শিল্পীরা"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ ক খ গ ঘ "বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন"। archive1.ittefaq.com.bd। ২০২২-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "বাগেরহাটে ফুটবল লিগের জমকালো উদ্বোধন"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "বাগেরহাটে বর্ষবরণে হাডুডু প্রতিযোগিতা | banglatribune.com"। Bangla Tribune। ২০১৯-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "অবকাঠামো | অন্যান্য সকল"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন আজ"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন বাগেরহাটে"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন"। সমকাল। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু কাল"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ ক খ "বাগেরহাটে অলিম্পিক ডে রানের বর্ণাঢ্য র্যালি"। এবেলা। ২০১৭-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত || দেশের খবর"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাটে স্বাধীনতা দিবস পালন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "দেশকে ভালোবাসার অঙ্গীকার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৩।
- ↑ "বাগেরহাটে বর্ষবরণের শোভাযাত্রা ও ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন"। উত্তরাধিকার ৭১ নিউজ : মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "প্রথম বিভাগ ক্রিকেট লীগে উন্মোচন ক্লাব চ্যাম্পিয়ন"। স্বাধীন আলো। ২০১৯-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাট স্টেডিয়ামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলায় এফ আই এস এস ক্লাব চ্যাপিয়ন"। মানবকথা ডট কম। ২০১৬-১১-১৯। ২০১৬-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "আন্তঃউপজেলা কাবাডিতে চ্যাম্পিয়ান কচুয়া"। Bagerhat Info। ২০১৭-০৩-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন – বাগেরহাট বার্তা ২৪ ডট কম"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার"। Bagerhat Info। ২০১৮-০৪-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ "বাগেরহাটে আন্তঃজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাগেরহাট এম এল কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন"। ptbnewsbd.com। ২০১৯-০১-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইয়ং টাইগার্স ক্রিকেটে যশোরের উড়ন্ত সূচনা"। স্বাধীন আলো। ২০১৯-০১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাটে 'ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু"। Bangladesh Today। ২০২২-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৪।
- ↑ "আন্তর্জাতিক ক্রিকেটের প্রাকটিস ভেন্যু বাগেরহাট স্টেডিয়াম"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ "আন্তর্জাতিক ক্রিকেটের প্রাকটিস ভেন্যু হচ্ছে বাগেরহাট স্টেডিয়াম"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাট স্টেডিয়ামের সম্প্রসারণ কাজের ঠিকাদারকে সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী"। Bagerhatnews। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাগেরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৩।
- ↑ BanglaNews24.com। "বাগেরহাটে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "বাগেরহাটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন"। Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "বাগেরহাটে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন"। www.poriborton.com। ২০১৯-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪।
- ↑ "জলদস্যুদের সামনে সিনেমার শিল্পীরা"। প্রথম আলো। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০।