কোটি

স্বাভাবিক সংখ্যা

কোটি ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত একটি সংখ্যাবাচক শব্দ। ১ কোটি হল ১,০০,০০,০০০ (বৈজ্ঞানিক অঙ্কপাতনে ১০ ) বা ১০০ লাখ এর সমান।[১] অনেক সময় এটিকে ক্রোরও বলা হয়ে থাকে। ইরানেও কিছুদিন পূর্বে পর্যন্ত এর প্রচলন ছিল। তবে ইরানি কোটি (ফার্সি ভাষায়:کرور (কোরুর) ) ৫ লাখ বা ৫,০০,০০০-এর সমান।

১০ মিলিয়ন এ ১ কোটি এর সমান হয় । ১০০ কোটিতে ১ বিলিয়ন (১০০০,০০০,০০০) এর সমান হয়।

গাণিতিক উপস্থাপন সম্পাদনা

দশমিকে এক কোটি কে বিভিন্নভাবে লেখা যায়:

  • ১,০০,০০,০০০ - এক এর পর সাতটি শূন্য ।
  • ১ x ১০ - বৈজ্ঞানিক পরিভাষায় দশ এর সপ্তম ঘাত দ্বারা প্রকাশ করা হয়।
  • ১০ ----এভাবেও লেখা যায় ।

বিভিন্ন ব্যবহার সম্পাদনা

কোটি অন্য অর্থে পদ বা স্থান বোঝায়, যেমন "উচ্চকোটি" নির্দেশ করে উচ্চপদস্থ বা উচ্চস্থানীয়।

কোটি শব্দটির আরেকটি ব্যবহার হিসেবে উল্লেখ করা যায়, প্রচলিত রয়েছে হিন্দুধর্মে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি ; ভ্রান্ত ধারণা হল ৩৩,০০,০০,০০০ টি দেবতা। কিন্তু এর প্রকৃত অর্থ হল তেত্রিশজন পদাধিকারী দেবতা।

অনেকসময় অনেক ধন-সম্পত্তির মালিক বোঝাতে "কোটিপতি" বলে উল্লেখ করা হয় ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Knowing our Numbers"Department of School Education And Literacy। National Repository of Open Educational Resources। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬