ঋণাত্মক ও অঋণাত্মক সংখ্যা
(ঋণাত্মক সংখ্যা থেকে পুনর্নির্দেশিত)
শূন্যের চেয়ে ছোট সংখ্যাকে বলে ঋণাত্মক সংখ্যা।[১] (যেমন: –১, –২, –১০০ ইত্যাদি)।
ঋণাত্মক সংখ্যা
সম্পাদনাঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করলে জটিল সংখ্যা পাওয়া যায়। যেমনঃ একটি জটিল সংখ্যা।
ধনাত্মক সংখ্যা=
সম্পাদনাশূন্যের চেয়ে বড় সংখ্যাকে বলে ধণাত্মক সংখ্যা (যেমন: ১, ২, ১০০ ইত্যাদি)।
শূন্য সহ সকল ধণাত্মক সংখ্যাকে একত্রে অঋণাত্বক সংখ্যা বলে।