ইভান শাহরিয়ার সোহাগ
ইভান শাহরিয়ার সোহাগ বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নৃত্যশীল্পী।[১] সোহাগ ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। সে অনুষ্ঠান থেকে বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য তিনি ২০১৯ সালে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।[২]
ইভান শাহরিয়ার সোহাগ | |
---|---|
জন্ম | সোহাগ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | নৃত্য পরিচালক |
কর্মজীবন | অজানা–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) (১ম বার) |
কর্মজীবন
সম্পাদনাইভান বরিশাল জেলার খেলাঘর শিশু সংগঠন থেকে নচের মাধ্যমে নৃত্যশিল্পে পা রাখেন। বাংলাদেশ ও ভারতের একাধিক অনুষ্ঠানে নৃত্য ও কোরিগ্রাফি করছেন তিনি।[৩]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিচালক | ধ্যাততেরিকি | বিজয়ী |
গ্রেফতার
সম্পাদনানারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইভান সোহাগকে ঢাকার নিকেতন থেকে গ্রেফতার করে। [৪] পুলিশ জানায় সোহাগ ও তার সহযোগীরা দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেওয়ার কথা বলে নারী পাচারে যুক্ত ছিলেন। ঢাকার লালবাগ থানায় মানবপাচার আইনে দায়ের হওয়ায় মামলায় ইভানকে ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক বেগম ইয়াসমিন আরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। [৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "National Film Awards for the last fours years announced"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।
- ↑ "যেকোনো অর্জনই কাজের উৎসাহ বাড়ায়: সোহাগ"। Protighonta। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।
- ↑ akr4m। "সাত দিনের রিমান্ডে ইভান শাহরিয়ার সোহাগ"। dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।
- ↑ "কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ রিমান্ডে"। The Daily Star Bangla। ২০২০-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।
- ↑ "নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রিমান্ডে | banglatribune.com"। Bangla Tribune। ২০২০-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২১।