নাইমুর রহমান আপন
নাইমুর রহমান আপন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি থিয়েটার, পণ্যের বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের জীবনের স্বীকৃতিসরূপ তিনি ২০১৭ এবং ২০১৯ সালে ছিটকিনি ও কালো মেঘের ভেলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পী বিভাগে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন।[১][২]
নাইমুর রহমান আপন | |
---|---|
জন্ম | নাইমুর রহমান আপন |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৫-বর্তমান |
পরিচিতির কারণ | চলচ্চিত্রে অভিনয় |
উল্লেখযোগ্য কর্ম | ছিটকিনি, কালো মেঘের ভেলা, নোনাজলের কাব্য |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৭),(২০১৯) |
প্রারম্ভিক ও কর্মজীবন
সম্পাদনানাইমুর রহমান আপনের বিদ্যালয় জীবন কাটে ঢাকার ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুল ও বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে। ২০১৫ সালে পিদিম থিয়েটারে যোগ দেন। একই বছর অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় রবি'র একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। বিজ্ঞাপন ছাড়াও তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] চলচ্চিত্রগুলির মধ্যে ছিটকিনি, কালো মেঘের ভেলা, নোনাজলের কাব্য উল্লেখযোগ্য।
উল্লেখযোগ্য কর্ম
সম্পাদনা২০২১ সাল পর্যন্ত তিনি ১০টি বিজ্ঞাপন, ৪টি নাটক ও ৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১] এগুলির মধ্যে উল্লেখযোগ্য কর্ম-
বিজ্ঞাপন
সম্পাদনাবছর | পণ্য | এজেন্সি | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ | রবি | হাফ স্টপ ডাউন | অমিতাভ রেজা চৌধুরী | [১] |
চলচ্চিত্র
সম্পাদনাসাল | চলচ্চিত্রের নাম | চরিত্র | সূত্র |
---|---|---|---|
২০১৭ | ছিটকিনি | অনন্ত | [৩] |
২০১৯ | কালো মেঘের ভেলা | দুখু | [২] |
২০২০ | নোনা জলের কাব্য | তাহের | |
আসন্ন | বাড়ির নাম শাহানা | [১] |
অর্জন
সম্পাদনা২০১৭ ছিটকিনিতে কিশোর অনন্ত'র চরিত্রে অভিনয়ের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে[৪] ও কালো মেঘের ভেলায় দুখু চরিত্রে অভিনয়ের জন্য ২০১৯ সালে ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা শিশুশিল্পীর পুরস্কার জয় করেছিলেন।[১][২]
পুরস্কার | প্রদানের তারিখ | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ৭ নভেম্বর ২০১৯ | শ্রেষ্ঠ শিশু শিল্পী | ছিটকিনি | বিজয়ী | [৫] |
৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ৩ ডিসেম্বর ২০২০ | শ্রেষ্ঠ শিশু শিল্পী | কালো মেঘের ভেলা | বিজয়ী | [৬] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ মুনতাসির, সিয়াম (২০২১-০৯-২৪)। "পড়াশোনায় কখনো ফাঁকি দেই না —নাইমুর রহমান আপন"। দৈনিক ইত্তেফাক। ২০২২-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০২।
- ↑ ক খ গ শারমিন, জিনাত (২০২০-১২-০৭)। "খুশিতে ভাসছে আপন ও রাইসা"। প্রথম আলো। ২০২০-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০২।
- ↑ "মুক্তি পাচ্ছে রুনা খানের 'ছিটকিনি'"। একুশে টিভি। ২০১৭-১১-২৩। ২০২২-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-২২।
- ↑ "মারা গেছেন 'ছিটিকিনি'র নির্মাতা সাজেদুল আওয়াল"। প্রথম আলো। ২০২১-০৪-১৫। ২০২১-০৫-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।