শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের পার্শ্ব অভিনেতাদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৫ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়। প্রথমবার এই পুরস্কার লাভ করেন ফারুক।[১] সর্বাধিক চারবার এই পুরস্কার লাভ করেন যৌথভাবে আবুল খায়ের ও রাজিব। তিনবার এই পুরস্কার লাভ করেন গোলাম মুস্তাফা, যার মধ্যে ১৯৯০ সালে তিনি তার এই পুরস্কার প্রত্যাখ্যান করেন ও ফজলুর রহমান বাবু। দুইবার করে এই পুরস্কার লাভ করেন আনোয়ার হোসেন, আলমগীর, ও রাইসুল ইসলাম আসাদ।
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ সরকার |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ |
বর্তমানে আধৃত | ফজলুর রহমান বাবু ফাগুন হাওয়ায় |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবাসাইট |
বিজয়ী অভিনেতা
সম্পাদনা১৯৭০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৫ | ফারুক | লাঠিয়াল | দুখু মিয়া | [১] |
১৯৭৬ | খলিল উল্লাহ খান | গুন্ডা | ম্যানেজার | [২] |
১৯৭৭ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৭৮ | আনোয়ার হোসেন | গোলাপী এখন ট্রেনে | গায়েন | |
১৯৭৯ | সাইফুদ্দিন | সুন্দরী | মিঠু |
১৯৮০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | গোলাম মুস্তাফা | এমিলের গোয়েন্দা বাহিনী | [২] | |
১৯৮১ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮২ | প্রবীর মিত্র | বড় ভালো লোক ছিল | ড্রাইভার | |
১৯৮৩ | আজাদ রহমান শাকিল | পুরস্কার | [৩] | |
১৯৮৪ | সিরাজুল ইসলাম | চন্দ্রনাথ | খুড়ো | [২] |
১৯৮৫ | আবুল খায়ের | দহন | ||
১৯৮৬ | আশীষ কুমার লোহ | পরিণীতা | ||
১৯৮৭ | আনোয়ার হোসেন আবুল খায়ের |
দায়ী কে? রাজলক্ষী শ্রীকান্ত |
কালু - | |
১৯৮৮ | রাজিব | হীরামতি | ||
১৯৮৯ | ব্ল্যাক আনোয়ার | ব্যাথার দান |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | গোলাম মুস্তাফা $ | ছুটির ফাঁদে | পি কে ভট্টাচার্য | [২] |
১৯৯১ | রাজিব | দাঙ্গা | কালু মিয়া | |
১৯৯২ | মিজু আহমেদ | ত্রাস | ||
১৯৯৩ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৪ | অমল বোস | আজকের প্রতিবাদ | ||
১৯৯৫ | আবুল খায়ের | অন্য জীবন | ||
১৯৯৬ | বুলবুল আহমেদ | দীপু নাম্বার টু | ||
১৯৯৭ | আবুল খায়ের | দুখাই | ফকির | |
১৯৯৮ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৯ | গোলাম মুস্তাফা | শ্রাবণ মেঘের দিন | জমিদার |
২০০০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | রাজিব | বিদ্রোহ চারিদিকে | [২] | |
২০০১ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
২০০২ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
২০০৩ | রাজিব^ সোহেল রানা |
সাহসী মানুষ চাই | [৪] | |
২০০৪ | ফজলুর রহমান বাবু | শঙ্খনাদ | [৫] | |
২০০৫ | ইলিয়াস কাঞ্চন | শাস্তি | দুখী রাম রায় | |
২০০৬ | মাসুম আজিজ রাইসুল ইসলাম আসাদ |
ঘানি | শামসু আফসু | |
২০০৭ | আবুল হায়াত | দারুচিনি দ্বীপ | সোবহান | |
২০০৮ | শামস সুমন | স্বপ্নপূরন | [৬] | |
২০০৯ | শহীদুল আলম সাচ্চু | বৃত্তের বাইরে | [৭] |
২০১০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | আলমগীর | জীবন মরনের সাথী | আশরাফ চৌধুরী | [৮] |
২০১১ | আলমগীর | কে আপন কে পর | [৯] | |
২০১২ | এটিএম শামসুজ্জামান | চোরাবালি | নেতা | [১০] |
২০১৩ | রাইসুল ইসলাম আসাদ | মৃত্তিকা মায়া | ক্ষীরমোহন | [১১][১২] |
২০১৪ | এজাজুল ইসলাম | তারকাঁটা | মুসা রাজ | [১৩][১৪] |
২০১৫ | গাজী রাকায়েত | অনিল বাগচীর একদিন | [১৫] | |
২০১৬ | আলীরাজ ফজলুর রহমান বাবু |
পুড়ে যায় মন মেয়েটি এখন কোথায় যাবে |
[১৬] | |
২০১৭ | শাহাদাৎ হোসেন | গহীন বালুচর | মিজান | [১৭] |
২০১৮ | আলীরাজ | জান্নাত | নূর মোহাম্মদ | [১৭] |
২০১৭ | ফজলুর রহমান বাবু | ফাগুন হাওয়ায় | চন্দর | [১৮] |
- $ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
- ^ মরণোত্তর পুরস্কার বিজয়ী।
পুরস্কারের পরিসংখ্যান
সম্পাদনাএকাধিকবার বিজয়ী
সম্পাদনাসংখ্যা | অভিনেতা |
---|---|
আবুল খায়ের | |
রাজীব | |
গোলাম মুস্তাফা | |
ফজলুর রহমান বাবু | |
আনোয়ার হোসেন | |
রাইসুল ইসলাম আসাদ | |
আলমগীর |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "লাঠিয়াল"। দৈনিক সমকাল। ২০১২-০৮-১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সুভাষ দত্তর মতো শিশুবান্ধব পরিচালক এখন নেই"। নিউজনেক্সটবিডি। ১৬ নভেম্বর ২০১৪। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭।
- ↑ কামরুজ্জামান (২০০৯-১০-১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?"। দৈনিক প্রথম আলো। ২০২০-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
- ↑ নাদিয়া সারওয়াত (২৫ অক্টোবর ২০০৮)। "National Film Awards generate enthusiasm"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
- ↑ মেঘলা রহমান বৃষ্টি (১৯ ফেব্রুয়ারি ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"। দৈনিক কালের কণ্ঠ। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯"। বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। ঢাকা, বাংলাদেশ। ২৪ মার্চ ২০১১। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "সেরা ছবি গহীনে শব্দ, অভিনয়ে সাকিব-পূর্ণিমা"। দৈনিক আজাদী। ২২ মার্চ ২০১২। ২০১৬-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "Guerrilla bags 10 National Film Awards"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ মার্চ ২০১৩। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২' ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ৭ ফেব্রুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ১০ মার্চ ২০১৫। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।