ব্যাচেলর পয়েন্ট

বাংলাদেশী ধারাবাহিক নাটক
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ২০ আগস্ট ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুকধর্মী ধারাবাহিক নাটক, যা ৪ আগস্ট ২০১৮ সালে চ্যানেল নাইনে সর্বপ্রথম প্রচারিত হয়।[] এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাবিলা নূর, নাদিয়া আফরিন মিম, তানজিন তিশা, সাঞ্জানা সরকার রিয়া, সিফাত শাহরিন, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, তামিম মৃধা, মো: সাঈদুর রহমান পাভেল, শিমুল শর্মা, শুভ্র সাগর চক্রবর্তী প্রমুখ।

ব্যাচেলর পয়েন্ট
প্রথম মৌসুমের পোস্টার
ধরনহাস্যরসাত্মক নাটক
গল্প লেখককাজল আরেফিন অমি
পরিচালককাজল আরেফিন অমি
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩১৮
নির্মাণ
প্রযোজকমাসুদুল হাসান ও তৌহিদ তালুকদার
সম্পাদকআরিফিন সরকার
ব্যাপ্তিকাল২২ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কচ্যানেল নাইন
বাংলাভিশন
ধ্রুব টিভি (ইউটিউব)
মূল মুক্তির তারিখ৪ আগস্ট ২০১৮ (2018-08-04) –
২৪ ডিসেম্বর ২০২২ (2022-12-24)
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠান
  • ব্যাচেলর ট্রিপ
  • ব্যাচেলর ঈদ
  • ব্যাচেলর কুরবানি
  • ব্যাচেলর কোয়ারেন্টাইন

ব্যাচেলর পয়েন্ট প্রথম মৌসুম ৩১ জানুয়ারি ২০১৯ সালে শেষ হয়। দ্বিতীয় মৌসুম শুরু হয় ২১ নভেম্বর ২০১৯ সালে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ৪ এপ্রিল ২০২০ সালে এটি অস্থায়ীভাবে শেষ হয়, এটি বাংলাভিশন এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। ১০ সেপ্টেম্বর ২০২০ থেকে ব্যাচেলর পয়েন্টের আবার সম্প্রচার শুরু হয় এবং ৯ অক্টোবর ২০২০ সালে এর দ্বিতীয় মৌসুম শেষ হয়।[][][][][][] তৃতীয় মৌসুম ১০ অক্টোবর ২০২০ সালে শুরু হয়ে ১৩ এপ্রিল ২০২১ সালে শেষ হয়। বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মৌসুম তিন প্রচার হয়।[] নাটকের চতুর্থ মৌসুম ১১ মার্চ ২০২২ সালে শুরু হয়ে ২৪ ডিসেম্বর ২০২২ সালে শেষ হয়। শুক্রবার থেকে রবিবার, এই তিনদিন সন্ধ্যা ৮টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মৌসুম চার প্রচার হয়।

পটভূমি

সম্পাদনা

এই নাটকের মূল দৃশ্যপট, ঢাকা শহরে কয়েকজন অবিবাহিত ছেলের একসাথে একই ফ্ল্যাটে জীবনযাপনকে কেন্দ্র করে। এটি ঢাকা শহরে একসাথে ব্যাচেলর পয়েন্টে বসবাসকারী বিভিন্ন জেলা এবং অঞ্চলের লোকদের সম্পর্কে নির্মিত।

অভিনয়ে

সম্পাদনা
  • শুভ চরিত্রে মিশু সাব্বির (মৌসুম ১-বর্তমান)
  • কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ (মৌসুম ১-বর্তমান)
  • পাশা চরিত্রে মারজুক রাসেল (মৌসুম ২-বর্তমান)
  • হাবু চরিত্রে চাষী আলম (মৌসুম ১-বর্তমান)
  • বাচ্চু চরিত্রে মুসাফির সৈয়দ বাচ্চু (এলাকার গুন্ডা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • জাকির চরিত্রে মুকিত জাকারিয়া (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • নাবিলা চরিত্রে সাবিলা নূর (মৌসুম ১-বর্তমান)
  • শিরিন চরিত্রে মনিরা মিঠু (নিরালা, নাফিসা ও নাবিলার মা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • রানা চরিত্রে আবদুল্লাহ রানা (নিরালা, নাফিসা ও নাবিলার বাবা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • রিয়া চরিত্রে সাঞ্জানা সরকার রিয়া (মৌসুম ২-বর্তমান)
  • নাঈম স্যারের চরিত্রে এফ এস নাঈম (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • বোরহান চরিত্রে শরাফ আহমেদ জীবন
  • অন্তরা চরিত্রে ফারিয়া শাহরিন
  • ককটেল বাবু চরিত্রে সুমন পাটোয়ারী (মৌসুম ৩)
  • বজরা বাজার জাকির চরিত্রে মোঃ সাঈদুর রহমান পাভেল
  • জুবায়ের হালিম চরিত্রে মাশরুর এনান
  • সাদিয়া চরিত্রে সায়মা সাইকা আলম
  • লামিয়া চরিত্রে লামিমা লাম[]
  • মাসুদ চরিত্রে আজিজুর রহমান আজাদ
  • ইসরাত পুনম (মৌসুম ৩)
  • জান্নাতুল ফেরদৌস রিতু (মৌসুম ৩)
  • আইরিন আজাদ
  • বিন্দু চরিত্রে লাবনো বিন্দু
  • মোখলেসুর রহমান বাবু
  • শিমুল চরিত্রে শিমুল শর্মা (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)
  • আনোয়ার (হান্টার জানোওয়ার) চরিত্রে আনোয়ার হোসেন (মৌসুম ১-মৌসুম ২)
  • নওশিন
  • লিওনা লুবাইনা ইসলাম (মৌসুম ১- বর্তমান)
  • আরেফিনের পিতা চরিত্রে হিন্দোল রায় (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)
  • আরেফিনের সৎমা হিসেবে স্বপ্না শেখ (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)
  • নাঈম মোস্তফা চরিত্রে নাজমুল হাসান নাঈম (মৌসুম ১-মৌসুম ২)
  • শিমুল ভুইয়ান (নোয়াখালী)
  • নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব (মৌসুম ১-মৌসুম ২)
  • আরেফিন চরিত্রে শামীম হাসান সরকার (মৌসুম ১-মৌসুম ২)
  • নাফিসা চরিত্রে নাদিয়া আফরিন মিম (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • নিরালা চরিত্রে তানজিন তিশা (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • আদিত চরিত্রে তামিম মৃধা (মৌসুম ২- বর্তমান)
  • এলভিন চরিত্রে তাসনোভা হক এলভিন (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)
  • এলভিনের ভাই সাজ্জাদ চরিত্রে ইরফান সাজ্জাদ (মৌসুম ১; পুনরাবৃত্তি)
  • শুভর পিতা চরিত্রে ফখরুল বাশার মাসুম (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)
  • পলি চেয়ারম্যান চরিত্রে গুলশান আরা আহমেদ, কাবিলার মা (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • সজীব (আরেফিনের চাচাতো ভাই) চরিত্রে জাকি আহমেদ জারিফ আবদুল্লাহ (মৌসুম ১-বর্তমান)
  • ড্রোগবা চরিত্রে তানজিম হাসান অনিক (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)
  • রেহানা হিসেবে সিফাত শাহরিন (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
  • পাগলা সুজন চরিত্রে আরফান মৃধা শিবলু (মৌসুম ৪-বর্তমান; পুনরাবৃত্তি)
  • তুর্য চরিত্রে নাঈম খান তুর্য (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)

সময়সূচি

সম্পাদনা
  • মৌসুম ১ (পর্ব ১-৩৮) প্রতি শনিবার থেকে সোমবার রাত ৮:৪৫ মিনিটে চ্যানেল ৯ এ প্রচারিত হয়
  • মৌসুম ১ (পর্ব ৩৯-৫২) প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত সোয়া আটটায় চ্যানেল ৯ এ প্রচারিত হয়
  • মৌসুম ২ (পর্ব ১-৫৭) বাংলাভিশন এবং ধ্রুবা টিভিতে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৯ টায় প্রচারিত হয়
  • মৌসুম ২ (পর্ব ৫৮-৭১) প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভিতে প্রচারিত হয়
  • মৌসুম ৩ (পর্ব ১-৭৯) ধ্রুব টিভিতে প্রচারিত হয় (বাংলাদেশী সময়)
  • মৌসুম ৪ (পর্ব ১-১১৬) বাংলাভিশন এবং ধ্রুব টিভিতে প্রতি শুক্র থেকে রবিবার রাত সাড়ে আটটা ও নয়টায় প্রচারিত হয়

সমালোচনা

সম্পাদনা

২০২২ সালের সেপ্টেম্বরে ব্যাচেলর পয়েন্ট নাটকের চতুর্থ মৌসুমে প্রচার হওয়া বেশ কয়েকটি সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও নাট্যপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল ধারাবাহিকটির কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নেয়।[১০] মূলত আপত্তিকর ও অশ্লীল সংলাপের কারণেই সমালোচনার সৃষ্টি হয়।[১১][১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্যাচেলদের নিয়ে 'ব্যাচেলর পয়েন্ট'"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  2. "দৈনিক জনকন্ঠ || ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' সিজন-২"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  3. "ব্যাচেলর পয়েন্ট সিজন-২ শুরু"আরটিভি। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  4. "টিভিতে নয়, অনলাইনে 'ব্যাচেলর পয়েন্ট'"সমকাল। ২০২০-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  5. "শুরু হলো ব্যাচেলর পয়েন্ট সিজন-২"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  6. "এবার ধ্রুব টিভিতে ব্যাচেলর পয়েন্ট"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  7. "নতুন 'ব্যাচেলর পয়েন্ট'! | বিনোদন প্রতিদিন"ইত্তেফাক। ২০২০-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  8. "শনিবার থেকে 'ব্যাচেলর পয়েন্ট' এর সিজন থ্রি"চ্যানেল আই অনলাইন। ২০২০-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  9. "ব্যাচেলর পয়েন্টের 'লামিয়া' এখন সবার প্রিয়"প্রতিঘণ্টা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  10. "'ব্যাচেলর পয়েন্ট'–এর কয়েকটি পর্ব সরানো হলো"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  11. "'ব্যাচেলর পয়েন্ট' বয়কটের ডাক: স্ট্যাটাসে যা লিখল ধ্রুব টিভি"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  12. "'ব্যাচেলর পয়েন্ট' বয়কটের ডাক!"। আরটিভি। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা