কাইজার (ওয়েব ধারাবাহিক)
হইচই ওয়েব ধারাবাহিক
কাইজার তানিম নূর পরিচালিত বাংলাদেশী গোয়েন্দা থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি যৌথভাবে রচনা করেছেন আবদুল কাইয়ুম লিয়ন, আয়মান আসিব স্বাধীন ও তানিম নূর। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো,[১] এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, ইমতিয়াজ বর্ষণ ও সুমন আনোয়ার।[২] ২০২২ সালের ৮ই জুলাই এই ধারাবাহিকের প্রথম মৌসুমের ৯টি পর্ব হইচইয়ে মুক্তি দেওয়া হয়।[৩]
কাইজার | |
---|---|
ধরন |
|
চিত্রনাট্য | আয়মান আসিব স্বাধীন |
গল্প লেখক |
|
পরিচালক | তানিম নূর |
অভিনয়ে |
|
সুরকার | রাশেদ শরীফ শোয়েব |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | মীর মোকাররম হোসেন |
প্রযোজক | রুমেল চৌধুরী জেসি খন্দকার |
চিত্রগ্রাহক | আবদুল মামুন |
সম্পাদক | সালেহ সোবহান অনীম |
ব্যাপ্তিকাল | ২০-৩০ মিনিট |
নির্মাণ কোম্পানি | ফিল্ম সিন্ডিকেট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | হইচই |
মূল মুক্তির তারিখ | ৮ জুলাই ২০২২ ৮ জুলাই ২০২২ | –
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- আফরান নিশো - এডিসি কাইজার চৌধুরী
- মোস্তাফিজুর নূর ইমরান - অম্লান
- রিকিতা নন্দিনী শিমু - শিরিন
- শতাব্দী ওয়াদুদ - বাচ্চু
- ইমতিয়াজ বর্ষণ - ব্যারিস্টার
- সুমন আনোয়ার - ড. আবেদ
- শঙ্খ জামান - তন্ময়
- মনিরুল ইসলাম রুবেল - মজিদ
- দীপান্বিতা মার্টিন - মুনিরা
- সৌম্য জ্যোতি - অনন্ত
- মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি - নিকিতা
- আহমেদ হাসান সানি - নিলয়
- তাহিয়া তাজিন খান আয়েশা - সাবা
- তামান্না হক বর্ণা - জয়া
- নাজিবা বাশার - ডা. তানিয়া
- নাদের চৌধুরী - আল-আরাফ
- শাহেদ আলী - আবদালুর
- শাহীন মোস্তাফিজ - জনি
- জিনাত শানু স্বাগতা - কবরী জান্নাত
- সংগীতা চৌধুরী - মিথিলা
- নাফিস আহমেদ - রুসো
- মাহফুজ মুন্না - মণ্ডল
- আহমেদ রুবেল - প্রধান
- অশোক বেপারী - বাচ্চুর আইনজীবী
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক | কাইজার | মনোনীত | [৪] |
শ্রেষ্ঠ পরিচালক (ধারাবাহিক) | তানিম নূর | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেতা | আফরান নিশো | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | মোস্তাফিজুর নূর ইমরান | মনোনীত | ||
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | ইমতিয়াজ বর্ষণ | মনোনীত | ||
শ্রেষ্ঠ কাহিনি | আয়মান আসিব স্বাধীন | মনোনীত | ||
শ্রেষ্ঠ আবহ সঙ্গীত | রাশেদ শরীফ শোয়েব | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হইচই-এর ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে নিশো"। দৈনিক ইনকিলাব। ৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
- ↑ "কাইজার আমার জন্য নতুন ধরনের চরিত্র: আফরান নিশো"। দ্য ডেইলি স্টার। ২৯ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
- ↑ "'কাইজার'র ট্রেলার নিয়ে হাজির নিশো"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
- ↑ "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাইজার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে কাইজার