দীপান্বিতা মার্টিন
দীপান্বিতা মার্টিন একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি গোর (২০২০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১] এছাড়া তিনি মেড ইন বাংলাদেশ/শিমু ও পায়ের তলায় মাটি নাই চলচ্চিত্রে অভিনয় করেছেন।
রোজালিন দীপান্বিতা মার্টিন | |
---|---|
জন্ম | রোজালিন দীপান্বিতা মার্টিন |
পেশা | অভিনেত্রী |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২২) |
কর্মজীবন
সম্পাদনাদীপান্বিতা বাংলাদেশ টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি যখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তখন তার মঞ্চে অভিষেক হয়। শহীদুল আলম সাচ্চুর নির্দেশনায় থিয়েটার সেন্টারের একটি একক পরিবেশনায় তিনি প্রথম মঞ্চে পরিবেশনা করেন। এরপর তিনি নাগরিক নাট্যাঙ্গনের 'চাঁদবণিকের পালা', দেশ নাটকের 'নিত্যপুরাণ', মহাশ্বেতা দেবীর উপন্যাস অবলম্বনে সাঁওতাল সম্প্রদায়ের গল্প নিয়ে 'বিরসা কাব্য'-এ অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বেলাল আহমেদের মাটির জাহাজ। ২০০৭-০৮ সালে নির্মিত হলেও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।[২]
২০১৮ সালে তিনি তানিম নূরের পরিচালনায় হৈচৈয়ের ওয়েব সিরিজ একাত্তর এবং রিহান রহমানের পরিচালনায় চরকির ওয়েব সিরিজ নিখোঁজ-এ অভিনয় করেছেন।[২] তিনি ২০২০ সালে গাজী রাকায়েতের গোর চলচ্চিত্রে অভিনয় করেন। এটি বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩]
২০২১ সালে তার অভিনীত আসাদ জামানের জলঘড়ি চলচ্চিত্রটি দেশের বাইরে প্রশংসিত হলেও দেশে এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। ২০২২ সালের মার্চে মুক্তি পাবে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত রুবাইয়াত হোসেনের মেড ইন বাংলাদেশ/শিমু। এছাড়া তিনি মুক্তি প্রত্যাশিত মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নাই, নুরুল আলম আতিকের মানুষের বাগান, নূর ইমরান মিঠুর পাতালঘর, অমিত আশরাফের কাঁঠাল, সেঁজুতি সুবর্ণা টুশির রিপলস, সাইফুল ইসলাম মান্নুর পায়ের ছাপ চলচ্চিত্রে অভিনয় করছেন।[২]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন দীপান্বিতা মার্টিন। আন্দোলন চলাকালীন সময়ে দীপান্বিতা মার্টিন সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৪][৫] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[৬][৭]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০২০ | গোর | হনুফা | গাজী রাকায়েত | |
২০২১ | জলঘড়ি | নীলু | আসাদ জামান | |
২০২২ | মেড ইন বাংলাদেশ/শিমু | রেশমা | রুবাইয়াত হোসেন | |
২০২৩ | পায়ের ছাপ | সাইফুল ইসলাম মান্নু | ||
২০২৩ | পাতালঘর | নন্দিনী | নূর ইমরান মিঠু | চরকির ওয়েব চলচ্চিত্র |
২০২৩ | পায়ের তলায় মাটি নাই | মোহাম্মদ রাব্বি মৃধা | আসন্ন চলচ্চিত্র | |
২০২৩ | মানুষের বাগান | নুরুল আলম আতিক | আসন্ন চলচ্চিত্র | |
২০২৩ | কাঁঠাল | অমিত আশরাফ | আসন্ন চলচ্চিত্র | |
২০২৩ | রিপলস | সেঁজুতি সুবর্ণা টুশি | আসন্ন চলচ্চিত্র | |
২০২৩ | ফেরেশতে | মুর্তজা আতশ জমজম | আসন্ন চলচ্চিত্র |
ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | প্ল্যাটফর্ম | টীকা |
---|---|---|---|---|
২০২২ | কাইজার | মুনিরা | হইচই | |
২০২২ | নিখোঁজ | ফারিয়া | চরকি |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | পুরস্কারের বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৮ | চারুনীড়ম কাহিনিচিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | গোল্ডেন এ প্লাস | বিজয়ী | [৮] |
২০২২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | গোর | বিজয়ী | [৯] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা"। দৈনিক সমকাল। ১৫ ফেব্রুয়ারি ২০২২। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ ক খ গ হক, রুদ্র (২৪ ফেব্রুয়ারি ২০২২)। "দমে যাননি দীপান্বিতা মার্টিন"। দৈনিক সমকাল। ৩ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২।
- ↑ বিশ্বাস, ওয়ালিউল (১৫ ফেব্রুয়ারি ২০২২)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ নিজেকে বোকা বোকা লাগছে: দীপান্বিতা"। বাংলা ট্রিবিউন। ৩ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২২।
- ↑ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ হক, রুদ্র (১৩ মার্চ ২০১৮)। "আমার অনেক রকমের অনেক চরিত্র করা বাকি: দীপান্বিতা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা"। দৈনিক ইত্তেফাক। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দীপান্বিতা মার্টিন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দীপান্বিতা মার্টিন