ভূতচক্র প্রাইভেট লিমিটেড
ভূতচক্র প্রাইভেট লিমিটেড একটি ভারতীয় বাংলা ভাষার হাস্যরসাত্বক ভৌতিক চলচ্চিত্র। এটির পরিচালক হরনাথ চক্রবর্তী ও প্রযোজক হলেন নিসপাল সিং। প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, ঋত্বিকা সেন, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শান্তিলাল মুখার্জি । সুরিন্দর ফিল্মস এর ব্যানারে নির্মিত এই ছবিটি ৫ জুলাই ২০১৯ সালে প্রকাশিত হয়। এই ছবিটি ২০১৭ সালের তেলুগু সিনেমা আনন্দ ব্রহ্মর পুনর্নির্মাণ।[১][২][৩]
ভূতচক্র প্রাইভেট লিমিটেড | |
---|---|
পরিচালক | হরনাথ চক্রবর্তী |
প্রযোজক | নিসপাল সিং |
রচয়িতা | পদ্মনাভ দাশগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | গোপী ভগত |
সম্পাদক | সুজয় দত্ত রায় |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দর ফিল্মস |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনি
সম্পাদনাতিন বন্ধু মিলে রোজগারের জন্য নতুন ব্যবসা শুরু করে যাদের কাজ হবে ভুতের সন্ধান করা। যেখানে ভুতের ভয়, সেখানে ডাক পাঠালেই হাজির হবে তারা এমনটাই বিজ্ঞাপন দেওয়া হয়। তাদের হাতে এসে পড়ে ভুতযন্ত্র নামক অভিনব মেশিন যা দিয়ে তারা ভুত ধরবে ও রোজগার করবে। কিন্তু নতুন কেসের সন্ধান পাওয়ায় তারা গ্রামের জমিদার বাড়িতে হাজির হয় সেখানে ঘটে যায় চরম বিপত্তি।[৪]
অভিনয়
সম্পাদনা- সোহম চক্রবর্তী - অমিত
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় - রঞ্জা
- গৌরব চক্রবর্তী - নিমাই
- বনি সেনগুপ্ত - বনি
- ঋত্বিকা সেন - খুশী
- পরাণ বন্দ্যোপাধ্যায়
- কৌশিক সেন
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ৫ জুলাই ২০১৯ এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "'Bhootchakra Pvt. Ltd'"। The Times of India। ২০১৯-০৬-১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১২।
- ↑ "টালিউডে মুক্তি পেল সোহম-বনি অভিনীত 'ভুতচক্র প্রাইভেট লিমিটেড'"। Channel 24 (Bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৯।
- ↑ "ভুত কাণ্ডে নাজে হাল তিন তারকার উপস্থিতি নজর কাড়ল ভুতচক্র প্রাইভেট লিমিটেড-এ"। Asianet News Network Pvt Ltd। ২০২০-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৯।
- ↑ "ভুতের সন্ধানে হাজির টলিউডের তিন তারকা, ঈদেই মুক্তি পেল ছবির ট্রেলার"। Asianet News Network Pvt Ltd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৯।