ইন্দ্রনীল সেনগুপ্ত
ইন্দ্রনীল সেনগুপ্ত (ইংরেজি: Indraneil Sengupta; জন্ম: ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা ও মডেল। সাধারণত খলনায়ক হিসেবে অভিনয় করেন।
ইন্দ্রনীল সেনগুপ্ত | |
---|---|
![]() স্ত্রী বর্খার সাথে ইন্দ্রনীল | |
জন্ম | ইন্দ্রনীল সেনগুপ্ত |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বর্খা বিশট সেনগুপ্ত (১লা মার্চ, ২০০৮ - বর্তমান) |
সন্তান | ১ |
ব্যক্তিগত জীবনসম্পাদনা
ইন্দ্রনীল সেনগুপ্তের জন্ম আসামের গুয়াহাটিতে ও বেড়ে উঠা ভারতের কলকাতায়। তিনি ২০০০ সালে মডেলিংয়ে কেরিয়ার গড়ার উদ্দেশ্যে মুম্বই শহরে যান। ২০০৮ খ্রিষ্টাব্দের ১লা মার্চ তিনি সহ-অভিনেত্রী বর্খা বিশট সেনগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তাদের মীরা নামক এক কন্যাসন্তানের জন্ম হয়।[১]
পেশাসম্পাদনা
ইন্দ্রনীল সেনগুপ্ত মডেল হিসেবে ডিজাইনার রোহিত বল ও কোরিওগ্রাফার মার্ক রবিনসন ও অচলা সচদেবের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে তিনি ফাল্গুনী পাঠক, জগজিৎ সিং, যেশুদাস প্রভৃতি ভারতীয় গায়কের মিউজিক অ্যালবামে কাজ করেন। তিনি স্টার প্লাসের প্যায়ার কে দো নাম...এক রাধা এক শ্যাম নামক ধারাবাহিকেও অভিনয় করেন। ২০০৪ খ্রিষ্টাব্দে তিনি শুকরিয়া: টিল ডেথ ডু আস অ্যাপার্ট নামক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তিনি ২০০৮ সালে জানালা নামক চলচ্চিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ে করে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
চলচ্চিত্রসম্পাদনা
ধারাবাহিকসম্পাদনা
বছর | শিরোনাম | ভূমিকা |
---|---|---|
২০০৫ | প্যায়ার কে দো নাম...এক রাধা, এক শ্যাম | শ্যাম |
২০০৬ | বানু ম্যাঁয় তেরি দুলহন | তুষার |
২০০৮ | বাবুল কি বিটিয়া ডোলি সাজা কে | দক্ষ |
২০০৮ | মায়কা | অঙ্গদ |
২০১৪ | তু্মহারি পাখি | রোহন |
২০১৫ | বক্স ক্রিকেট লীগ | চণ্ডিগড় কাবস |
২০১৫ | মহারক্ষক: দেবী | শুক্রাচার্য |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Dasgupta, Priyanka (নভেম্বর ৮, ২০১১)। "Being a father is the most beautiful experience: Indraneil"। TOI। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।
- ↑ "এই স্বাধীনতা আমি বেছে নিয়েছি"। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ইন্দ্রনীল সেনগুপ্ত সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইন্দ্রনীল সেনগুপ্ত (ইংরেজি)
- Shyaam- Shyaama saga goes on The Hindu - April 1, 2006
- READY, STEADY, GO! Times of India - 24 Mar 2006