প্রবেশদ্বার:রাজনীতি
প্রধান | প্রাসঙ্গিক ও বিষয়শ্রেণী | কর্ম এবং প্রকল্প |
রাজনীতি প্রবেশদ্বার
রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।
রাজনীতি সম্পর্কে বিস্তারিত… |
নির্বাচিত নিবন্ধ
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সভা। এটির মোট নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ জন। সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ সদস্যরূপে মনোনীত হন। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন স্থল হল রাজধানী ঢাকার শের-এ-বাংলানগরে অবস্থিত সংসদ ভবন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অধিকারী এই সংসদ ভবনের মূল নক্সা অঙ্কন করেন বিখ্যাত স্থপতি লুই কান। বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যতা লাভের জন্য বাংলাদেশের নাগরিক হওয়াসহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব লাভ করলেও তিনি 'এমপি' হবার যোগ্যতা অর্জন করবেন না।
নির্বাচিত চিত্র
The western (front) side of the United States Capitol. The U.S. Capitol serves as the location for Congress, the legislative branch of the U.S. federal government. It is located in Washington, D.C., on top of Capitol Hill at the east end of the National Mall. The building is marked by its central dome above a rotunda and two wings. It is an exemplar of the Neoclassical architecture style.
আপনি জানেন কি...
- ...১৯৯৮ সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে ‘মহিলা সংরক্ষণ বিল’-এর বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন?
- ...ভারত সরকার প্রথম দিকে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের সমর্থন করলেও পুবে তাকাও নীতি গ্রহণের পর সেদেশের সামরিক সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে?
- ...সদ্যপ্রয়াত কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী?
- ... অন্তরঙ্গ সম্পর্কের খাতিরে মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" বলে ডাকতেন সরোজিনী নাইডু?
- ...বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন "বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল"?
- ...১৯৮৪ সালে যুক্তরাজ্যের ইউরো মানি পত্রিকার এক সমীক্ষায় ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ অর্থমন্ত্রীর একজন হিসেবে নির্বাচিত হন?
- ...১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে?
নির্বাচিত জীবনী
শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক (অক্টোবর ২৬, ১৮৭৩ - এপ্রিল ২৭, ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট 'শের-এ-বাংলা' এবং 'হক সাহেব' নামে পরিচিত। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলীম লীগের অধিবেশনে সভাপতি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ আর ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপস্থাপক ছিলেন এ. কে. ফজলুক হক। এই লাহোর প্রস্তাবই “পাকিস্তান প্রস্তাব” হিসেবে পরবর্তীকালে আখ্যায়িত হয়। ১৯৬২ সালের ২৭ এপ্রিল শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে এ. কে. ফজলুক হক ৮৬ বছর ৬ মাস বয়সে মৃত্যু বরণ করেন।
সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি
- এপ্রিল ১৬:ইউক্রেনীয় বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিমানবন্দরের পূণ:দখল নিয়েছে
- এপ্রিল ৫: আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- জানুয়ারি ২৭: তিউনিশিয়া নতুন সংবিধান অনুমোদন দিয়েছে
- জানুয়ারি ২৬: ইউক্রেনীয় বিরোধীরা ক্ষমতা ভাগাভাগির চুক্তি নাকচ করে দিয়েছে
- নভেম্বর ১২: ইরান পরমানু প্রকল্পে নজরদারি প্রসারিত করতে সম্মত হয়েছে
- নভেম্বর ৮: ফজলুল্লাহ পাকিস্তানের নতুন তালেবান প্রধান
- নভেম্বর ৬: ইলিনযয়ে সমকামী বিবাহ আইন পাশ
- নভেম্বর ২: ঝুঁকিতে ইরান-পাকিস্তান পাইপলাইন
- অক্টোবর ২৩: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সমকামী বিবাহ আইন সিদ্ধ বলে সিদ্ধান্ত দিয়েছে
- সেপ্টেম্বর ৮: উইকিনিউজ উত্তর কোরিয়ার যৌথ বৈজ্ঞানিক উদ্যোগ সংক্রান্ত বিষয়ে ডঃ রবার্ট ক্যালি ও ডঃ জিম গিলের সাক্ষাতকার নিয়েছে
অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:
- বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট এর আত্মপ্রকাশ
- ইরানের পরমাণু প্রোগ্রাম
- যুক্তরাষ্ট্র ঋণ সিলিং সঙ্কট
- ইউরোপীয় সার্বভৌম-ঋণ সঙ্কট
এই মাসে
- জুন ২৮, ২০০৪ - কানাডিয়ান ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়; লিবারেল পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।