প্রবেশদ্বার:রাজনীতি
প্রধান | প্রাসঙ্গিক ও বিষয়শ্রেণী | কর্ম এবং প্রকল্প |
রাজনীতি প্রবেশদ্বার

রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।
রাজনীতি সম্পর্কে বিস্তারিত… |
নির্বাচিত নিবন্ধ
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সভা। এটির মোট নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ জন। সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ সদস্যরূপে মনোনীত হন। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন স্থল হল রাজধানী ঢাকার শের-এ-বাংলানগরে অবস্থিত সংসদ ভবন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অধিকারী এই সংসদ ভবনের মূল নক্সা অঙ্কন করেন বিখ্যাত স্থপতি লুই কান। বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যতা লাভের জন্য বাংলাদেশের নাগরিক হওয়াসহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব লাভ করলেও তিনি 'এমপি' হবার যোগ্যতা অর্জন করবেন না।
নির্বাচিত চিত্র

A campaign poster from the National Union Party during the US election of 1864, showing presidential candidate Abraham Lincoln (left) and his running-mate Andrew Johnson. The Republican Party changed its name and selected Johnson, a former Democrat, to draw support from War Democrats during the Civil War.
আপনি জানেন কি...
- ...জয় বাংলা স্লোগানটি জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ জুনের পূর্বে কখনোও ব্যবহার করেন নি?
- ...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন?
- ...পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ৩১ মার্চ ভারতীয় সংসদের লোকসভায় যে প্রস্তাব গৃহীত হয় তার পেছনে ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো?
- ...শওকত আজিজ এখন পর্যন্ত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি তাঁর প্রধানমন্ত্রীত্বের পূর্ণ এক মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছেন?
- ...ইন্দিরা গান্ধীর হত্যাকারী সৎবন্ত সিংহ শেষ ব্যক্তি যাকে দিল্লির প্রসিদ্ধ তিহার জেলে ফাঁসি দেওয়া হয়?
- ...রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সংঘটিত আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরো ১৪ জন মানুষ নিহত হয়েছিলেন?
- ...বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড মুজফ্ফর আহমদ জীবনের প্রারম্ভে, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক ছিলেন?
- ...ভারত বিভাগের সময় বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম পূর্ব বঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রগঠনের প্রস্তাব দেন?
নির্বাচিত জীবনী
শেখ মুজিবুর রহমান (মার্চ ১৭, ১৯২০ - আগস্ট ১৫, ১৯৭৫) বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি "শেখ মুজিব" এবং "শেখ সাহেব" হিসাবে বেশি পরিচিত এবং তার উপাধি বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। ১০ এপ্রিল ১৯৭২ শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হন। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে ভিত্তি করে সংবিধান প্রণয়ন এবং সে অনুযায়ী রাষ্ট্র চালনার চেষ্টা সত্ত্বেও তীব্র দারিদ্র্য, বেকারত্ব, সর্বব্যাপী অরাজকতা এবং সেই সাথে ব্যাপক দুর্নীতি মোকাবেলায় তিনি কঠিন সময় অতিবাহিত করেন। ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা দমনের লক্ষ্যে ১৯৭৫ খ্রিস্টাব্দে তিনি সকল দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে নিজেকে আজীবনের জন্য রাষ্ট্রপতি ঘোষণা করেন। এর সাত মাস পরে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন।
সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি
- এপ্রিল ১৬:ইউক্রেনীয় বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিমানবন্দরের পূণ:দখল নিয়েছে
- এপ্রিল ৫: আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- জানুয়ারি ২৭: তিউনিশিয়া নতুন সংবিধান অনুমোদন দিয়েছে
- জানুয়ারি ২৬: ইউক্রেনীয় বিরোধীরা ক্ষমতা ভাগাভাগির চুক্তি নাকচ করে দিয়েছে
- নভেম্বর ১২: ইরান পরমানু প্রকল্পে নজরদারি প্রসারিত করতে সম্মত হয়েছে
- নভেম্বর ৮: ফজলুল্লাহ পাকিস্তানের নতুন তালেবান প্রধান
- নভেম্বর ৬: ইলিনযয়ে সমকামী বিবাহ আইন পাশ
- নভেম্বর ২: ঝুঁকিতে ইরান-পাকিস্তান পাইপলাইন
- অক্টোবর ২৩: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সমকামী বিবাহ আইন সিদ্ধ বলে সিদ্ধান্ত দিয়েছে
- সেপ্টেম্বর ৮: উইকিনিউজ উত্তর কোরিয়ার যৌথ বৈজ্ঞানিক উদ্যোগ সংক্রান্ত বিষয়ে ডঃ রবার্ট ক্যালি ও ডঃ জিম গিলের সাক্ষাতকার নিয়েছে
অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:
- বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট এর আত্মপ্রকাশ
- ইরানের পরমাণু প্রোগ্রাম
- যুক্তরাষ্ট্র ঋণ সিলিং সঙ্কট
- ইউরোপীয় সার্বভৌম-ঋণ সঙ্কট
এই মাসে
- সেপ্টেম্বর ১৪, ২০০৩ – একটি গণভোটের মাধ্যমে ইস্তোনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদান অনুমোদন।
- সেপ্টেম্বর ২১, ১৮৫৪ – যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল প্রতিষ্ঠিত হয়েছিল। দলটি দাসত্ব বিস্তারের বিরোধীতা করেছিল, এবং কৃষকদের জন্য মুক্ত অঞ্চলের ডাক দিয়েছিল এবং ব্যাংকিং, রেলপথ, জলপথ ও শিল্পের আধুনিকায়নের লক্ষ্য নিয়ে কাজ করেছিল।