প্রবেশদ্বার:রাজনীতি
প্রধান | প্রাসঙ্গিক ও বিষয়শ্রেণী | কর্ম এবং প্রকল্প |
রাজনীতি প্রবেশদ্বার
রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।
রাজনীতি সম্পর্কে বিস্তারিত… |
নির্বাচিত নিবন্ধ
বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই সংগ্রামী রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ খ্রীস্টাব্দ থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ বিশ্বে পরিচিত। ১৯৭১ খ্রীস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামাকরণ করা হয় 'বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট-সরকার গঠন করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৬৯ আসনের মধ্যে ২৬৭টি আসনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে ১৯৯৬ সালে সরকার গঠন করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন লাভ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
নির্বাচিত চিত্র
Photo taken by a Lockheed U-2 spy plane of the San Cristobal MRBM launch site in Cuba, November 1962, after the Cuban Missile Crisis. Although this image was taken days after the crisis had ended (October 28), this image has become iconic of the crisis to the point where it is often cited incorrectly as having been taken during the crisis.
আপনি জানেন কি...
- ...জয় বাংলা স্লোগানটি জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ জুনের পূর্বে কখনোও ব্যবহার করেন নি?
- ...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন?
- ...পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ৩১ মার্চ ভারতীয় সংসদের লোকসভায় যে প্রস্তাব গৃহীত হয় তার পেছনে ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো?
- ...শওকত আজিজ এখন পর্যন্ত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি তাঁর প্রধানমন্ত্রীত্বের পূর্ণ এক মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছেন?
- ...ইন্দিরা গান্ধীর হত্যাকারী সৎবন্ত সিংহ শেষ ব্যক্তি যাকে দিল্লির প্রসিদ্ধ তিহার জেলে ফাঁসি দেওয়া হয়?
- ...রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সংঘটিত আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরো ১৪ জন মানুষ নিহত হয়েছিলেন?
- ...বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড মুজফ্ফর আহমদ জীবনের প্রারম্ভে, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক ছিলেন?
- ...ভারত বিভাগের সময় বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম পূর্ব বঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রগঠনের প্রস্তাব দেন?
নির্বাচিত জীবনী
শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের ৯ম জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ হাসিনা ২০১১ সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় ৭ম স্থানে রয়েছেন। তার পূর্বে এবং পশ্চাতে রয়েছেন যথাক্রমে লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন সার্লেফ এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগার্ডারডটির। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর জরীপে বিশ্বের সেরা প্রভাবশালী ও ক্ষমতাধর নারী নেতৃত্বের ১২জনের নাম নির্বাচিত করে। উল্লেখ্য যে, ২০১০ সালে নিউ ইয়র্ক টাইমস সাময়িকীর অনলাইন জরীপে তিনি বিশ্বের সেরা দশ ক্ষমতাধর নারীদের মধ্যে ৬ষ্ঠ স্থানে ছিলেন। ঐ সময় হাসিনা জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ঠিক পিছনে ছিলেন এবং ব্যাপক প্রভাব-প্রতিপত্তি বিস্তার করেছিলেন। ২০১০ খ্রিষ্টাব্দের ৮ মার্চ বিশ্ব নারী দিবসের শতবর্ষে পদার্পণ উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা সিএনএন ক্ষমতাধর ৮ এশীয় নারীর তালিকা প্রকাশ করেছিল। উক্ত তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন শেখ হাসিনা।
সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি
- এপ্রিল ১৬:ইউক্রেনীয় বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিমানবন্দরের পূণ:দখল নিয়েছে
- এপ্রিল ৫: আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- জানুয়ারি ২৭: তিউনিশিয়া নতুন সংবিধান অনুমোদন দিয়েছে
- জানুয়ারি ২৬: ইউক্রেনীয় বিরোধীরা ক্ষমতা ভাগাভাগির চুক্তি নাকচ করে দিয়েছে
- নভেম্বর ১২: ইরান পরমানু প্রকল্পে নজরদারি প্রসারিত করতে সম্মত হয়েছে
- নভেম্বর ৮: ফজলুল্লাহ পাকিস্তানের নতুন তালেবান প্রধান
- নভেম্বর ৬: ইলিনযয়ে সমকামী বিবাহ আইন পাশ
- নভেম্বর ২: ঝুঁকিতে ইরান-পাকিস্তান পাইপলাইন
- অক্টোবর ২৩: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সমকামী বিবাহ আইন সিদ্ধ বলে সিদ্ধান্ত দিয়েছে
- সেপ্টেম্বর ৮: উইকিনিউজ উত্তর কোরিয়ার যৌথ বৈজ্ঞানিক উদ্যোগ সংক্রান্ত বিষয়ে ডঃ রবার্ট ক্যালি ও ডঃ জিম গিলের সাক্ষাতকার নিয়েছে
অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:
- বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট এর আত্মপ্রকাশ
- ইরানের পরমাণু প্রোগ্রাম
- যুক্তরাষ্ট্র ঋণ সিলিং সঙ্কট
- ইউরোপীয় সার্বভৌম-ঋণ সঙ্কট