প্রবেশদ্বার:রাজনীতি

প্রধানপ্রাসঙ্গিক ও বিষয়শ্রেণীকর্ম এবং প্রকল্প

রাজনীতি প্রবেশদ্বার

রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।

রাজনীতি সম্পর্কে বিস্তারিত…

নির্বাচিত নিবন্ধ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ৩০ এপ্রিল ১৯৭৭ সালে জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্য ১৯ দফা কর্মসূচি শুরু করেন। জেনারেল জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করবেন তখন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রীক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। স্বাধীন বাংলাদেশে সবথেকে বেশী সময় রাষ্ট্রক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ১৯৯০ এর গণতন্ত্রায়নের পর দেশের মোট চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট দুইটিতে জয়লাভ করে। ১৯৯১ এর সাধারণ নির্বাচনে বিএনপি ১৪২ টি আসন লাভ করে। তারা জামায়তে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে। ফলশ্রুতিতে বিএনপি সংরক্ষিত ৩০ টি মহিলা আসনের ২৮টি নিজেরা রেখে বাকি ২টি জামায়াতকে দিয়ে দেয়। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-সহ চারদল প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে। নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসন নিয়ে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। এ নির্বাচনে মাত্র ২৯টি আসন পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচিত চিত্র

কৃতিত্ব: John O'Neill

Parliament House is the meeting facility of the Parliament of Australia located in Canberra, the capital of Australia. The building was designed by Mitchell/Giurgola Architects and opened on 9 May 1988 by Elizabeth II, Queen of Australia. At the time of the construction, it was the most expensive building in the world at more than A$1.1 billion.

আপনি জানেন কি...

আপনি জানেন কি?

নির্বাচিত জীবনী

পন্ডিত জওহরলাল নেহরু

পণ্ডিত জওহরলাল নেহরু (হিন্দি ভাষায়: जवाहरलाल नेहरू জাভ়াহার্‌লাল্‌ নেহ্‌রু; আ-ধ্ব-ব: [dʒəvaːhərlaːl nehruː]) (১৪ই নভেম্বর, ১৮৮৯২৭শে মে, ১৯৬৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত এবং কূটনীতিবিদ নেহরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবেও নেহরু ছিলেন বিশিষ্ট। ইংরেজীতে লেখা তাঁর তিনটি বিখ্যাত বই- 'একটি আত্মজীবনী'(An Autobiography), 'বিশ্ব ইতিহাসের কিছু চিত্র'(Glimpses of World History), এবং 'ভারত আবিষ্কার'(The Discovery of India) চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। তার পিতা মতিলাল নেহেরু একজন ধনী ব্রিটিশ ভারতের নামজাদা ব্যারিস্টার ও রাজনীতিবিদ ছিলেন। মহাত্মা গান্ধীর তত্ত্বাবধানে নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি

উইকিসংবাদে রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলি

অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:

এই মাসে

  • এপ্রিল ২৮, ১৯৩৭ – ইরানের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইন জন্মগ্রহণ করেন।
  • এপ্রিল ৩০, ১৯৪৫ – রেড আর্মি যখন বার্লিনের ফিউরে বাঙ্কারের দিকে অগ্রসর হয় তখন এডলফ হিটলার ও তার একদিনের স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেন।
  • এপ্রিল ৯, ১৯৪৮ – কলোম্বিয়ার লিবারেল পার্টির নেতা জর্জ এলিয়েচার গাইতান খুন হন। পরবর্তীতে দশ বছর লিবারেল ও কজার্ভেটিভদের মধ্যে সংঘর্ষ অব্যহত থাকে। এ সময়কে লা ভায়োলেন্সিয়া নামে অবহিত করা হয়ে থাকে।
  • এপ্রিল ১, ১৯৭৯ইরান সরকার ৯৮% ভোটে ইসলামীক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, আনুষ্ঠানিকভাবে শাহকে ক্ষমতাচ্যুত করে।
  • এপ্রিল ৯, ২০০৩ – ইরাকে আমেরিকান সৈন্যরা সাদ্দাম সরকারকে উৎক্ষাত করে।
  • এপ্রিল ১৯, ২০০৬ – হান মাঙ সুক দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত হন।
  • এপ্রিল ২৪, ২০০৫ – টগোর রাষ্ট্রপতি নির্বাচনে ফাউরে নাসিংবে ক্ষমতায় আসেন।

নির্বাচিত উক্তি

আপনি কি টেলিভিশনে এমন কোন প্রার্থীকে দেখেছেন যিনি ধনী ব্যক্তির সাথে কথা বলছেন?

উইকিমিডিয়া


উইকিসংবাদে রাজনীতি
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে রাজনীতি
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে রাজনীতি
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে রাজনীতি
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে রাজনীতি
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে রাজনীতি
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে রাজনীতি
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে রাজনীতি
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে রাজনীতি
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন