কৌশিক গঙ্গোপাধ্যায়

ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা

কৌশিক গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্রের একাধারে পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তিনি ২০০৪ সালে ওয়ারিশ নামের একটি চলচ্চিত্র পরিলাচনার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন।[] তার শ্রেষ্ঠ সিনেমাগুলো হল বিসর্জন, বিজয়া, ছোটদের ছবি, নগরকীর্তন ইত্যাদি।

কৌশিক গঙ্গোপাধ্যায়
জন্ম (1968-08-04) ৪ আগস্ট ১৯৬৮ (বয়স ৫৬)
পেশাপরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীচূর্ণী গাঙ্গুলি
সন্তানএক
পিতা-মাতাসুনীল গাঙ্গুলি (বাবা)

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

কৌশিক গঙ্গোপাধ্যায় ১৯৬৮ সালের ৪ অগাস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে। তারপরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক পাশ করেন। বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময় থেকে তিনি থিয়েটার করতেন। এবং সেখানে তার সাথে চূর্ণী গাঙ্গুলির সাথে পরিচয় হয়।[]

কৌশিক গঙ্গোপাধ্যায় বিয়ে করেন চূর্ণী গাঙ্গুলিকে। তাদের একমাত্র সন্তানের নাম উজান গাঙ্গুলি।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পরিচালক হিসেবে

সম্পাদনা
বছর চলচ্চিত্রের নাম নোট
২০০৪ ওয়ারিশ
২০০৫ শূন্য এ বুকে
২০০৫ এক মুঠো ছবি সহকারী পরিচালক
২০০৯ ব্রেক ফেল
২০০৯ জ্যাকপট
২০১০ আরেকটি প্রেমের গল্প
২০১০ নটবর নট আউট
২০১১ রঙ মিলান্তি
২০১২ ল্যাপটপ
২০১২ শব্দ
২০১৩ সি/ও স্যার
২০১৩ অপুর পাঁচালী
২০১৪ খাদ গার্গী রায় চৌধুরী, কৌশিক গাঙ্গুলি, মিমি, সাহেব, তনুশ্রী, পল্লবী, লিলি চক্রবর্তী
২০১৫ ছোটদের ছবি
২০১৬ বাস্তুশাপ
২০১৬ ধুমকেতু
২০১৬ কিরীটী রায়
২০১৬ সিনেমাওয়ালা
২০১৭ বিসর্জন
২০১৮ দৃষ্টিকোণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি
২০১৯ নগরকীর্তন
২০২৩ অর্ধাঙ্গিনী জয়া আহসান, চূর্ণী
২০২৩ কাবেরী অন্তর্ধান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Joseph, Sherry (২০০৫)। Social work practice and men who have sex with men। SAGE। পৃষ্ঠা 85–6। আইএসবিএন 0-7619-3352-2 
  2. Mukherjee, Amrita (১০ এপ্রিল ২০০৩)। "Churni, Kaushik debut on big screen with Waarish"Times of India। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা