সলিল দত্ত

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

সলিল দত্ত (জন্ম ৩০ নভেম্বর ১৯৩১ – মৃত্যু ২০ সেপ্টেম্বর ২০০৪) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি সূর্যশিখা (১৯৬৩), স্ত্রী (১৯৭২) এবং সেই চোখ (১৯৭৬) চলচ্চিত্রের জন্য সুপরিচিত।

সলিল দত্ত
জন্ম
সলিল দত্ত

(১৯৩১-১১-৩০)৩০ নভেম্বর ১৯৩১
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০০৪(2004-09-20) (বয়স ৭২)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা
কর্মজীবন১৯৬৩-২০০১

কর্মজীবন সম্পাদনা

সলিল দত্ত ১৯৩১ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে ত্রিযামা এবং ১৯৬০ সালে খোকাবাবুর প্রত্যবর্তন-এর সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন।[১] তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ১৯৬৩ সালে সূর্য শিখা উত্তম কুমার এবং সুপ্রিয়া চৌধুরী অভিনীত। এছাড়াও তিনি ১৯৬৫ সালে অতিথি, খেলাঘর, ধন্যি মেয়ে ইত্যাদি বেশ কিছু ছবিতে অভিনয় করেন।[২] সলিল দত্ত তার কর্মজীবনে ২২টি বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন।[৩] ২০শে সেপ্টেম্বর ২০০৪ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় তিনি মারা যান।

ফিল্মগ্রাফি সম্পাদনা

  • সূর্য শিখা (১৯৬৩)
  • মোমের আলো (১৯৬৪)
  • প্রস্তর স্বাক্ষর (১৯৬৭)
  • অপরিচিত (১৯৬৯)
  • কলঙ্কিতা নায়ক (১৯৭০)
  • খুঁজে বেড়াই (১৯৭১)
  • স্ত্রী (১৯৭২)
  • শেষ প্রস্থে দেখুন (১৯৭৩)
  • অসতী (১৯৭৪)
  • সেই চোখ (১৯৭৬)
  • বাবু মশাই (১৯৭৭)
  • হীরে মানিক (১৯৭৯)
  • ঘরের বাইরে ঘর (১৯৮০)
  • ওগো বধু সুন্দরী (১৯৮১)
  • রাজেশ্বরী (১৯৮৪)
  • শ্যাম সাহেব (১৯৮৬)
  • উর্বশী (১৯৮৬)
  • ডাক্তার প্রিয়া (১৯৮৮)
  • যে যার প্রিয় (১৯৮৯)
  • আবিষ্কার (১৯৯০)
  • অমর সাথী (১৯৯১)
  • হেথাই স্বর্গ (২০০১)[৪]


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Salil Dutta: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes"timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩ 
  2. "Salil Dutta"BFI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩ 
  3. "Indiancine.ma"Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩ 
  4. "Salil Dutta movies, filmography, biography and songs - Cinestaan.com"Cinestaan। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা