সলিল দত্ত
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
সলিল দত্ত (জন্ম ৩০ নভেম্বর ১৯৩১ – মৃত্যু ২০ সেপ্টেম্বর ২০০৪) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা ছিলেন। তিনি সূর্যশিখা (১৯৬৩), স্ত্রী (১৯৭২) এবং সেই চোখ (১৯৭৬) চলচ্চিত্রের জন্য সুপরিচিত।
সলিল দত্ত | |
---|---|
জন্ম | সলিল দত্ত ৩০ নভেম্বর ১৯৩১ |
মৃত্যু | ২০ সেপ্টেম্বর ২০০৪ | (বয়স ৭২)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৩-২০০১ |
কর্মজীবন
সম্পাদনাসলিল দত্ত ১৯৩১ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে ত্রিযামা এবং ১৯৬০ সালে খোকাবাবুর প্রত্যবর্তন-এর সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন।[১] তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ১৯৬৩ সালে সূর্য শিখা উত্তম কুমার এবং সুপ্রিয়া চৌধুরী অভিনীত। এছাড়াও তিনি ১৯৬৫ সালে অতিথি, খেলাঘর, ধন্যি মেয়ে ইত্যাদি বেশ কিছু ছবিতে অভিনয় করেন।[২] সলিল দত্ত তার কর্মজীবনে ২২টি বাংলা চলচ্চিত্র পরিচালনা করেন।[৩] ২০শে সেপ্টেম্বর ২০০৪ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় তিনি মারা যান।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- সূর্য শিখা (১৯৬৩)
- মোমের আলো (১৯৬৪)
- প্রস্তর স্বাক্ষর (১৯৬৭)
- অপরিচিত (১৯৬৯)
- কলঙ্কিতা নায়ক (১৯৭০)
- খুঁজে বেড়াই (১৯৭১)
- স্ত্রী (১৯৭২)
- শেষ প্রস্থে দেখুন (১৯৭৩)
- অসতী (১৯৭৪)
- সেই চোখ (১৯৭৬)
- বাবু মশাই (১৯৭৭)
- হীরে মানিক (১৯৭৯)
- ঘরের বাইরে ঘর (১৯৮০)
- ওগো বধু সুন্দরী (১৯৮১)
- রাজেশ্বরী (১৯৮৪)
- শ্যাম সাহেব (১৯৮৬)
- উর্বশী (১৯৮৬)
- ডাক্তার প্রিয়া (১৯৮৮)
- যে যার প্রিয় (১৯৮৯)
- আবিষ্কার (১৯৯০)
- অমর সাথী (১৯৯১)
- হেথাই স্বর্গ (২০০১)[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Salil Dutta: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes"। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩।
- ↑ "Salil Dutta"। BFI (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩।
- ↑ "Indiancine.ma"। Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩।
- ↑ "Salil Dutta movies, filmography, biography and songs - Cinestaan.com"। Cinestaan। ২০২২-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সলিল দত্ত (ইংরেজি)