বিমল কর

ভারতীয় বাঙালি লেখক

বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ - ২৬ আগস্ট ২০০৩) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মাতা নিশিবালা কর।[][]

বিমল কর
জন্ম১৯ সেপ্টেম্বর ১৯২১
টাকি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২৬ আগস্ট ২০০৩
বিধাননগর, পশ্চিমবঙ্গ, ভারত
পেশালেখক, ঔপন্যাসিক
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য একাদেমী

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

বিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন । তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন । তারপর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে কর্মজীবনের শুরু হয়।[]

সাহিত্য

সম্পাদনা

১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গসত্যযুগ পত্রিকায় কাজ করেন । ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন।[] এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।[]

ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা । কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত।[]

তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, হ্রদ ( চলচ্চিত্র), বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তার খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।[]

বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন । তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

বিমল কর ৮২ বছর বয়েসে তার বিধাননগরের বাসভবনে মারা যান । তিনি মৃত্যুকালে স্ত্রী তিন মেয়ে এবং এক ছেলে রেখে গিয়েছেন।[]

গ্রন্থতালিকা

সম্পাদনা
উপন্যাসের নাম[] রহস্য রোমাঞ্চ সিরিজ ( কিশোর) অন্যান্য গোয়েন্দা গল্প নাটক
হ্রদ ওয়ান্ডার মামা এক ভৌতিক মালগাড়ী আর গার্ড সাহেব কিকিরা সমগ্র ১ ঘুঘু
বনভুমি গজপতি ভেজিটেবল সু কোম্পানী কেউ কি এসেছিলো কিকিরা সমগ্র ২
ত্রিপদী অলৌকিক ম্যাজিশিয়ান কিকিরা সমগ্র ৩
দেওয়াল শীষের আংটি ভুনি কাকা'র চৌরশতম
ফানুসের আয়ু হারানো জীপের রহস্য মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি
অপরাহ্ণ কিশোর ফিরে এসেছিলো বন বিড়াল
খোয়াই মন্দাগড়'এর রহস্যময় জোৎস্না একটি ভুতের ঘড়ি
কেরানীপাড়ার হারানো ডাইরীর খোঁজে
স্বর্গখেলনা কালবৈশাখের রাত্রে
খড়কুটো রাবণের মুখোশ
এই প্রেম আঁধারে একটি ফটো চুরির রহস্য
বালিকা বধূ নীল বানরের হার
গ্রহণ একটি অভিশপ্ত পুঁথি ও অষ্ট ধাতু
পরবাস পাখী ঘর
পরিচয় বাঘের থাবা
পূর্ণ অপূর্ণ জাদুকরের রহস্যময় মৃত্যু
যদুবংশ সার্কাস থেকে পালিয়ে
একদা কুয়াশায় হলুদ পালক বাধা তীর
ওই ছায়া ভুলের ফাদে নবকুমার
ভুবনেশ্বরী তুরুপের শেষ তাস
এক অভিনেতার মৃত্যু সোনার ঘড়ির খোঁজে
একা একা হায়দার লেনের ১৩ নাম্বার বাড়ীর কফিন বাক্স
অলস ভ্রমণ ঝিলের ধারে একদিন
অসময় ফুলদানী ক্লাব
সান্নিধ্য সোনালী সাপের ছোবল
জীবনায়ন আজব দেশের গজব রাজা
নির্ভর
দাংশন
সহভূমিকায়
নির্বাসন
দ্বীপ
কালের নায়ক
অতপরঃ
এ আবরণ
সংশয়
প্রচ্ছন্ন
নিরস্ত্র
উভয়পক্ষ
মৃত ও জীবিত
নিমফুলের গন্ধ
অপ্রবাস
বেদনাপর্ব
গ্রন্থি
নতুন তারা
রত্ননিবাসে তিন অতিথি
জনৈক শয়তানের পত্রগুচ্ছ
দিনান্ত
চন্দ্রগিরির রাজকাহিনী
অজ্ঞাতবাস
সরসী
দ্বন্দ্ব
চাতক
শমীক
সহচর
গোলাপের দুঃখ
তথাপি
এই বেদনায়, বিষাদে
তারা তিনজন
শীত বসন্তের অতিথি
রাজমোহনের সুখ-দুঃখ
একটি বনচাঁপার গাছ ও আমার বন্ধু
ইমলিগড়ের রূপকথা
প্রথম ও শেষ অঙ্ক
পরস্পর
আকাশকুসুম
অবগুণ্ঠন
মোহ
স্বপ্নে
নীলপদ্ম
মালিনীচরিত
জলজ

সিনেমা

সম্পাদনা
সিনেমার নাম সাল
বালিকা বধূ ১৯৬৭
বসন্ত বিলাপ ১৯৭৩
বালিকা বধূ (হিন্দি ) ১৯৭৬
যাদুবংশ এবং ছুটি ( খড়কুটো ) ১৯৬৭
দিল্লাগি ১৯৭৮
বনভূমি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংসদ বাঙালি চরিতাভিধান - সাহিত্য সংসদ
  2. এনডিটিভিতে বিমল করের জীবনী
  3. টাইমস অফ ইন্ডিয়াতে বিমল কর
  4. কর, বিমল। বিমল কর উপন্যাস সমগ্র, খণ্ড ১-৯। কলকাতা: আনন্দ পাবলিশার্স।