বসন্ত বিলাপ

১৯৭৩-এর দীনেন গুপ্ত পরিচালিত বাংলা চলচ্চিত্র

বসন্ত বিলাপ ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক দীনেন গুপ্তর হাস্য রসাত্মক ছবি। বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ প্রমুখ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।[১]

বসন্ত বিলাপ
বসন্ত বিলাপ চলচিত্রের ডিভিডি কভার
পরিচালকদীনেন গুপ্ত
চিত্রনাট্যকারশেখর চট্টোপাধ্যায়
কাহিনিকারবিমল কর
শ্রেষ্ঠাংশেসৌমিত্র চট্টোপাধ্যায়
অপর্ণা সেন
রবি ঘোষ
সুরকারগীতিকার: সুধীন দাশগুপ্ত

গায়ক:

চিত্রগ্রাহকদীনেন গুপ্ত
সম্পাদকরমেশ জোশি
মুক্তি২ জানুয়ারি ১৯৭৩ (কলকাতা)
দৈর্ঘ্য১১৭ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

শহরের বসন্ত বিলাপ নামক একটি হোস্টেলের মেয়েদের সাথে পাশ্ববর্তী একটি ছেলেদের হোস্টেলের ছেলেদের একে অপরের প্রতি বিদ্বেষ ও আক্রোশকে কেন্দ্র করে ঘটনা প্রবাহ এগিয়ে চলে। সেই কারণেই দুই পক্ষই নিত্যনৈমিত্তিক ভাবে নতুন নতুন ফন্দি আঁটতে থাকে। যা এই হাস্য কৌতুকের মূল উপজীব্য। যদিও শেষে হোস্টেলের তিনটি মেয়ে, তিনটি ছেলের প্রেমে পড়ে।

অভিনয় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Basanata Bilap (1973) - IMDb" (ইংরেজি ভাষায়)।