চিন্ময় রায়
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
চিন্ময় রায় (১৬ জানুয়ারী ১৯৪০ — ১৭ মার্চ ২০১৯) একজন বাঙালী অভিনেতা।
চিন্ময় রায় | |
---|---|
![]() | |
জন্ম | কুমিল্লা ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ | ১৬ জানুয়ারি ১৯৪০
মৃত্যু | ১৭ মার্চ ২০১৯ | (বয়স ৭৯)
পেশা | কৌতুক অভিনেতা |
অভিনয় জীবনসম্পাদনা
১৯৪০ সালের ১৬ জানুয়ারি ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশের) কুমিল্লায় জন্ম নেয়া প্রথিতযশা এই কৌতুক অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল কলকাতার থিয়েটার মঞ্চ থেকে। প্রথমে থিয়েটার ও নাট্যদলের সঙ্গে যুক্ত হন। নান্দীকারের সাথে যুক্ত থাকার পরে ছেড়ে দিয়ে শুরু করেন নাট্য ওয়ার্কশপ। তারপর সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। মূলত কৌতুক চরিত্রে তার অভিনয়ের জন্য বৃহৎ পরিচিতি লাভ করেন তিনি। তপন সিংহের গল্প হলেও সত্যি দিয়ে শুরু করে সবার নজর কাড়েন চিন্ময় রায়।[১] এরপর ‘মৌচাক’, ‘হাটেবাজারে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘বসন্ত বিলাপ’, ‘গুপী গাইন বাঘা বাইন-এর মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। টেনিদা চরিত্রে চারমূর্তি সিনেমায় তার অভিনয় বাংলা চলচ্চিত্র দর্শকদের কাছে তাকে অধিক জনপ্রিয় করে। ভারতের বাংলা সিনেমার নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অনন্য উচ্চতায়। ১৭ মার্চ রাতে সল্টলেকে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর।[২][৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Mitra, Sritama (২০১৯-০৩-১৮)। "বসন্তের বিলাপে বাঙালিকে রেখে জীবনাবসান চিন্ময় রায়ের, একনজরে তাঁর জীবনসফর"। https://bengali.oneindia.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "'হাসির রাজা' চিন্ময় রায় প্রয়াত"। Eisamay। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯।
- ↑ "Veteran Bengali Actor Chinmoy Roy Passes away on"। Sangbad Pratidin (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯।