সুমিত্রা মুখোপাধ্যায়

ভারতীয় অভিনেত্রী

সুমিত্রা মুখোপাধ্যায় (৩০ মার্চ ১৯৪৯ - ২১ মে ২০০৩) একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা সিনেমায় তার কাজের জন্য পরিচিত ছিলেন।[][] রঞ্জিত মল্লিক, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায় এবং দীপঙ্কর দে-র মতো অভিনেতাদের সাথে তাঁর অন-স্ক্রিন জুটি জনপ্রিয়।

সুমিত্রা মুখোপাধ্যায়
জন্ম
সুমিত্রা মুখোপাধ্যায়

(১৯৪৯-০৩-৩০)৩০ মার্চ ১৯৪৯
মৃত্যু২১ মে ২০০৩(2003-05-21) (বয়স ৫৪)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাঅভিনেত্রী

কর্মজীবন

সম্পাদনা

শ্রীমতি সুমিত্রা মুখোপাধ্যায়ের প্রথম চলচ্চিত্র "আজকের নায়ক" ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল। তিনি প্রায় ৪০০টি ছবিতে অভিনয় করেছেন, তার অভিনয় দক্ষতা দর্শক-প্রশংসা পেয়েছে।

পুরস্কার

সম্পাদনা
  • বিজয়ী - বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - দেবী চৌধুরানীর পক্ষে সেরা সহায়ক অভিনেত্রীর পুরস্কার (১৯৭৫)
  • বিজয়ী - বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - অন্বেষণ - এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার (১৯৮৬)
  • বিজয়ী - ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব - বৈশাখী মেঘ - সেরা অভিনেত্রী

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
অভিনীত চলচ্চিত্রের তালিকা
সাল চলচ্চিত্রের নাম
২০০২ অবৈধ
২০০২ সাথী
২০০০ পারমিতার এক দিন
১৯৯৭ সপ্তমী
১৯৯৭ প্রতিরোধ
১৯৯৫ মেজ বৌ
১৯৯৫ মোহিনী
১৯৯৪ আমি ও মা
১৯৯৪ নাতি বিনোদিনী
১৯৯৩ তপস্যা
১৯৯৩ ভ্রান্ত পথিক
১৯৯৩ ক্রান্তিকাল
১৯৯২ পেন্নাম কলকাতা
১৯৯১ অহংকার
১৯৯০ গড়মিল
১৯৯০ ব্যবধান
১৯৮৯ মহাপীঠ তারাপীঠ
১৯৮৯ অভিসার
১৯৮৯ অপরাহৃ-এর আলো
১৯৮৯ বিদায়
১৯৮৮ প্রতীক
১৯৮৮ আগমন
১৯৮৮ আগুন
১৯৮৮ ওরা চারজন
১৯৮৮ কলঙ্কিনী নায়িকা
১৯৮৭ অমর কন্টক
১৯৮৭ দাবার চাল
১৯৮৭ স্বর্ণময়ীর ঠিকানা
১৯৮৭ মহামিলন
১৯৮৬ ডাক্তার বৌ
১৯৮৬ পরিনতি
১৯৮৬ স্বর্গ সুখ
১৯৮৫ আমার পৃথিবী
১৯৮৫ ভালোবাসা ভালোবাসা
১৯৮৫ তিল থেকে তাল
১৯৮৫ মিলন তিথী
১৯৮৫ বৈকুন্ঠের উইল
১৯৮৫ সোনার সংসার
১৯৮৪ দিদি
১৯৮৪ অগ্নি শুদ্ধি
১৯৮৪ মোহনার দিকে
১৯৮৪ দাদামণি
১৯৮৩ সম্পত্তি
১৯৮৩ ইন্দিরা
১৯৮৩ জীবন মরণ
১৯৮৩ অর্পিতা
১৯৮৩ অভিনয় নয়
১৯৮৩ সংসারের ইতিকথা
১৯৮৩ প্রায়শ্চিত্ত
১৯৮২ অমৃত কুম্ভের সন্ধানে
১৯৮২ প্রফুল্ল
১৯৮২ মায়ের আশীর্বাদ
১৯৮২ বদনাম
১৯৮১ কপাল কুন্ডলা
১৯৮১ ন্যায়ের অন্যায়
১৯৮১ ওগো বধূ সুন্দরী
১৯৮১ স্বামী স্ত্রী
১৯৮১ বৈশাখী মেঘ
১৯৮০ প্রিয়তমা
১৯৮০ সমাধান
১৯৭৯ শ্রীকান্তের উইল
১৯৭৯ নৌকাডুবি
১৯৭৯ চিরন্তন
১৯৭৯ গণদেবতা
১৯৭৯ দেবদাস
১৯৭৮ মান অভিমান
১৯৭৮ তিলোত্তমা
১৯৭৮ তুশি
১৯৭৮ ডাক দিয়ে যাই
১৯৭৮ ময়না
১৯৭৮ বনসারি
১৯৭৭ সন্ধ্যার রাগ
১৯৭৭ এই পৃথিবী পান্থ নিয়াস
১৯৭৭ মন্ত্রমুগ্ধ
১৯৭৭ এক যে ছিলো দেশ
১৯৭৬ দত্তা
১৯৭৫ রাগ অনুরাগ
১৯৭৫ অগ্নিশ্বর
১৯৭৪ ছেড়া তামসুখ
১৯৭৪ বিকেলে ভোরের ফুল
১৯৭৪ দেবী চৌধুরাণী
১৯৭৪ সঙ্গিনী
১৯৭৩ বসন্ত বিলাপ
১৯৭২ আজকের নায়ক

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Actress Sumitra Mukherjee passes away"Sify (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-২১ 
  2. "Bengali actress Sumitra Mukherjee is dead"Rediff। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা