আগুন (১৯৮৮-এর চলচ্চিত্র)

১৯৮৮ বাংলা চলচ্চিত্র
(আগুন (১৯৮৮ চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

আগুন ১৯৮৮ সালের একটি বাংলা একশনধর্মী চলচ্চিত্র যার পরিচালক ছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ৬ মে ১৯৮৮ সালে ইন্দিরা ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তিপ্রাপ্ত হয়। সঙ্গীত পরিচালনা করেন রাহুল দেব বর্মণ[][]

আগুন চলচ্চিত্রের পোস্টার

কাহিনী

সম্পাদনা

ধৃতিমান ও মমতার কোনো সন্তান ছিলনা। ধৃতিমানের দাদার একমাত্র পুত্রসন্তান রাজা। রাজার মা মানসী মৃত্যুর আগে শিশুপুত্রকে ধৃতিমান ও মমতার হাতে তুলে দিয়ে যান। মমতা ও ধৃতিমান রাজাকে সন্তানস্নেহে মানুষ করতে থাকেন। রাজার পিতা ওষুধের চোরাকারবারীদের খোজ নেওয়ার সময় খুন হয়ে যায়। রাজা বড় হয়ে খুজতে থাকে পিতার হত্যাকারীদের। সে চোরাকারবারি দলের অন্যতম নেতা সদানন্দ এবং শেঠজীর দুষ্টচক্র ধ্বংস করে দেয়। কিন্তু আসল অপরাধীর নাম জানার পরে চমকে ওঠে, যে ছিল তারই কাকা ধৃতিমান যে পিতৃস্নেহ দিয়ে এসেছে। রাজা সব জেনে যাওয়ার পরে ধৃতিমান আত্মহত্যা করেন।

অভিনয়

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aagoon | আগুন | Bengali Full Movie | Victor Banerjee,Tanuja - Google Play তে ছায়াছবি"play.google.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১০ 
  2. "Agun (1988) - Review, Star Cast, News, Photos"Cinestaan। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১০