পীচ ঢালা পথ

এহতেশাম পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী চলচ্চিত্র

পীচ ঢালা পথ এহতেশাম পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী রোম্যান্টিক-নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আহমদ জামান চৌধুরী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববিতারাজ্জাক[২] অন্যান্য পার্শ্ব চরিত্রে আছেন আনিস, জলিল, মিঠু, খান জয়নুল, মায়া হাজারিকা প্রমুখ।

পীচ ঢালা পথ
পরিচালকএহতেশাম
প্রযোজক
রচয়িতাআহমদ জামান চৌধুরী
শ্রেষ্ঠাংশে
সুরকাররবীন ঘোষ
চিত্রগ্রাহকহারুন-উর-রশীদ
সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
মুক্তি২৪ এপ্রিল, ১৯৭০[১]
দৈর্ঘ্য১২৯ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

  • ববিতা
  • রাজ্জাক
  • আনিস
  • জলিল
  • আজমল হুদা মিঠু
  • খান জয়নুল
  • নারায়ণ চক্রবর্তী
  • জলিল আফগানী
  • তেজেন চক্রবর্তী
  • সুলতানা
  • মায়া হাজারিকা
  • বেবি রিতা
  • রহিমা
  • তোতা মিয়া
  • আসলাম
  • কবীর
  • সমীর

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রবীন ঘোষ[৩] আবহ সঙ্গীত পরিচালনা করেছেন করিম সাহাবউদ্দীন। গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, আহমদ জামান চৌধুরী এবং গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন ওস্তাদ ফজলুল হক, সাবিনা ইয়াসমিন, শাহনাজ বেগম, আব্দুল জব্বার, খুরশিদ আলম, লাভলি ইয়াসমিন ও মিলি জেসমিন।

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."পীচ ঢালা এই পথটারে"আহমদ জামান চৌধুরীআব্দুল জব্বার২:০৫
২."ঝড়েরও পাখি হয়ে উড়ে"আহমদ জামান চৌধুরীসাবিনা ইয়াসমিন:
৩."ফুলের কানে ভ্রমর এসে"মোহাম্মদ মনিরুজ্জামানশাহনাজ বেগম৩:৩১
৪."ভুলে গেছি সুর ওগো"গাজী মাজহারুল আনোয়ারসাবিনা ইয়াসমিন:
৫."এই পথ যতই দূরে যাক না"মোহাম্মদ মনিরুজ্জামানসাবিনা ইয়াসমিন:
৬."এই উতলা রাতে কেন যে"মোহাম্মদ মনিরুজ্জামানসাবিনা ইয়াসমিন:
৭."রোদে পুড়ে পীচ গলে"মোহাম্মদ মনিরুজ্জামানআব্দুল জব্বার:
৮."আমি পাগল তুমি পাগল" খুরশিদ আলম:

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Movie List 1970"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  2. "রাজ্জাকের ৪ নায়িকা"দৈনিক প্রথম আলো। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 
  3. "Music composer Robin Ghosh passes away"দ্য ডেইলি স্টার। ১৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা