লাল কাজল
লাল কাজল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান।[১] এটি মতিন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছায়াছবিটির কাহিনী লিখেছেন ফজল রহমান এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এটিএম শামসুজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, ফারুক, প্রবীর মিত্র, উজ্জ্বল, জুলিয়া প্রমুখ।[২][৩] চলচ্চিত্রটি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১টি বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বাচসাস পুরস্কার ও প্রযোজক সমিতি পুরস্কার অর্জন করে।
লাল কাজল | |
---|---|
পরিচালক | মতিন রহমান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | এটিএম শামসুজ্জামান |
কাহিনিকার | ফজল রহমান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
সম্পাদক | নুরুন্নবী |
পরিবেশক | আশা চলচ্চিত্র |
মুক্তি | ১৯৮২ |
স্থিতিকাল | ১৪১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাশ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাবানা
- ফারুক
- প্রবীর মিত্র
- উজ্জ্বল
- জুলিয়া
- সুমিতা দেবী
- রওশন জামিল
- আনোয়ারা
- চন্দনা
- সুষমা
- এটিএম শামসুজ্জামান
- নারায়ণ চক্রবর্তী
- সাইফুদ্দিন
- টেলি সামাদ
- আনিস
- বিন্দি হুসাইন
সঙ্গীত
সম্পাদনালাল কাজল ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও খন্দকার ফারুক আহমদ। ছায়াছবিটির সঙ্গীতায়োজন হয় ঢাকার আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রায় এবং সঙ্গীত রেকর্ড করেন এমএ মজিদ।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "নজর লাগবে বলে কপালে টিপ দিলাম" | গাজী মাজহারুল আনোয়ার | সত্য সাহা | সাবিনা ইয়াসমিন | ৩:২৩ |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৪] | শ্রেষ্ঠ শিশু শিল্পী | বিন্দি হুসাইন | বিজয়ী |
বাচসাস পুরস্কার[৫] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আজিজুর রহমান (প্রযোজক) | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | মতিন রহমান | বিজয়ী | |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা | বিজয়ী | |
শ্রেষ্ঠ কাহিনীকার | ফজল রহমান | বিজয়ী | |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | এটিএম শামসুজ্জামান | বিজয়ী | |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | এটিএম শামসুজ্জামান | বিজয়ী | |
প্রযোজক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আজিজুর রহমান (প্রযোজক) | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এফ আই দীপু (১৫ অক্টোবর ২০১৫)। "মতিন রহমান"। দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ "জীবন্ত কিংবদন্তি"। দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ৮ অক্টোবর ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ মোহাম্মদ আওলাদ হোসেন (১ জুন ২০১৫)। "'বড় বড় কথা বাদ দিয়ে এখনকার নির্মাতাদের ভাল ছবি নির্মাণ করতে হবে'"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২০।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৬। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে লাল কাজল (ইংরেজি)