১০ম বাচসাস পুরস্কার

১০ম বাচসাস পুরস্কার হল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত বাচসাস পুরস্কারের দশম আয়োজন। ১৯৮২ সালের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে ১৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।[১] দেবদাস চলচ্চিত্রটি সর্বাধিক ১০টি বিভাগে পুরস্কার অর্জন করে।

১০ম বাচসাস পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৮২ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
আয়োজকবাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
প্রদান১৯৮৩
স্থানঢাকা, বাংলাদেশ
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রলাল কাজল
শ্রেষ্ঠ অভিনেতাবুলবুল আহমেদ
দেবদাস
শ্রেষ্ঠ অভিনেত্রীশাবানা
লাল কাজল
সর্বাধিক পুরস্কারদেবদাস (১০টি)
 ← ৯ম বাচসাস পুরস্কার ১১তম → 

বিজয়ীদের তালিকা সম্পাদনা

বিভাগ বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র লাল কাজল
শ্রেষ্ঠ পরিচালক মতিন রহমান লাল কাজল
শ্রেষ্ঠ অভিনেতা বুলবুল আহমেদ দেবদাস
শ্রেষ্ঠ অভিনেত্রী শাবানা লাল কাজল
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা রহমান দেবদাস
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী আনোয়ারা দেবদাস
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলম দেবদাস
শ্রেষ্ঠ গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান দেবদাস (গান - "মনের সুখ পাখি তোর")
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী সুবীর নন্দী দেবদাস
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী রুনা লায়লা দেবদাস
শ্রেষ্ঠ কাহিনীকার ফজল রহমান লাল কাজল
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান লাল কাজল
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা এটিএম শামসুজ্জামান লাল কাজল
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) এম এ মোবিন দেবদাস
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙিন) শফিকুল ইসলাম স্বপন নালিশ
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিজয় সরকার দেবদাস
শ্রেষ্ঠ শব্দগ্রাহক মালিক মনসুর দেবদাস
বিশেষ পুরস্কার সাধন রায় "চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য"

সাংবাদিকতা সম্পাদনা

  • এস এম পারভেজ স্মৃতি পুরস্কার: এটিএম আব্দুল হাই ("চলচ্চিত্র সাংবাদিকতায় ফিচার লেখা ও রিপোর্টিঙে নতুন মাত্রা যোগ করার জন্য")

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৬। আইএসবিএন 984-70194-0045-9