নন্দিত নরকে (চলচ্চিত্র)
বেলাল আহমেদ পরিচালিত ২০০৬-এর চলচ্চিত্র
নন্দিত নরকে এটি ২০০৬-এর একটি বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার বেলাল আহমেদ।[১] হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে নির্মাণ করা হয় চলচ্চিত্রটি।[১] এটি ছিল হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।[১] এতে অভিনয় করেছেন ফেরদৌস, সুমনা সোমা, মনির খান শিমুল, লিটু আনাম সহ আরো অনেকে।
নন্দিত নরকে | |
---|---|
পরিচালক | বেলাল আহমেদ |
প্রযোজক | দিদারুল আলম বাদল |
রচয়িতা | হুমায়ূন আহমেদ (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | ফেরদৌস সুমনা সোমা মনির খান শিমুল লিটু আনাম খায়রুল আলম সবুজ আফরোজা বানু কেরামত মাওলা তৃপ্তি চক্রবর্তী অনিন্দিতা চক্রবর্তী রেবেকা দ্বিপা জ্যোতিকা জ্যোতি তুষ্টি |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | বেলাল আহমেদ |
পরিবেশক | থ্রিএস প্রডাকশনস |
মুক্তি | ২০০৬ |
স্থিতিকাল | ৯২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনীর সারাংশ
সম্পাদনাচরিত্রসমূহ
সম্পাদনা- ফেরদৌস – খোকা
- সুমনা সোমা – রাবেয়া[২]
- মনির খান শিমুল – হারুন
- লিটু আনাম – মন্টু
- জ্যোতি – ইয়াসমিন
- খায়রুল আলম সবুজ –
- আফরোজা বানু –
- কেরামত মাওলা –
- তৃপ্তি চক্রবর্তী –
- অনিন্দিতা চক্রবর্তী –
- রেবেকা দ্বিপা –
- তুষ্টি –