শেখ ফজিলাতুন্নেছা মুজিব
শেখ ফজিলাতুন্নেছা মুজিব (৮ আগস্ট ১৯৩০ - ১৫ আগস্ট ১৯৭৫) ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর স্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে তার স্বামী, তিন পুত্র এবং দুই পুত্রবধূর সাথে হত্যা করা হয়।[১] তার জন্মদিন শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হলেও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দিবসটি বাতিল করেছে।[২]
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব | |
---|---|
বাংলাদেশের ফার্স্ট লেডি | |
ভূমিকা পালন ১১ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২ | |
রাষ্ট্রপতি | শেখ মুজিবুর রহমান |
পূর্বসূরী | পদ স্থাপিত |
ভূমিকা পালন ২৫ জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫ | |
রাষ্ট্রপতি | শেখ মুজিবুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলা, বাংলাদেশ | ৮ আগস্ট ১৯৩০
মৃত্যু | ১৫ আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ | (বয়স ৪৫)
মৃত্যুর কারণ | হত্যাকাণ্ড |
সমাধিস্থল | বনানী কবরস্থান |
দাম্পত্য সঙ্গী | শেখ মুজিবুর রহমান (বি. ১৯৩৮–১৯৭৫) |
সন্তান |
|
আত্মীয়স্বজন | শেখ-ওয়াজেদ পরিবার দেখুন |
প্রাথমিক জীবন
সম্পাদনাতিনি ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।[৩] তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। পাঁচ বছর বয়সে তার পিতা-মাতা মারা যান। তিনি তার স্বামী শেখ মুজিবুর রহমানের চাচাতো বোন ছিলেন। শেখ মুজিবের বয়স যখন ১৩ ও বেগম ফজিলাতুন্নেসার বয়স যখন মাত্র তিন, তখন পরিবারের বড়রা তাদের বিয়ে ঠিক করেন।[৪] ১৯৩৮ সালে বিয়ে হবার সময় রেনুর বয়স ছিল ৮ বছর ও শেখ মুজিবের ১৮ বছর।[৫] পরে এই দম্পতির দুই কন্যা ও তিন ছেলে হয়। তারা হলেন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বেগম ফজিলাতুন্নেসা পরিবারের অন্য সদস্যদের (শেখ হাসিনা, শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেল, এম এ ওয়াজেদ মিয়া এবং অন্যান্য) সাথে মগবাজার অথবা কাছাকাছি কোনো এলাকার এক ফ্ল্যাট থেকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিলেনে ১২ মে ১৯৭১ এবং ধানমন্ডির বাড়ি ২৬, সড়ক ৯এ (পুরনো ১৮) তে বন্দি অবস্থায় ছিলেন ১৭ ডিসেম্বর পর্যন্ত।[৬]
হত্যাকাণ্ড
সম্পাদনা১৯৭৫ সালের ১৫ই আগস্ট, এক দল নিম্নপদস্থ সেনা কর্মকর্তারা রাষ্ট্রপতির বাসভবন আক্রমণ করে শেখ মুজিবকে, তাকে, তার পরিবারের সদস্যদেরকে এবং তাঁদের ব্যক্তিগত কর্মচারীদেরকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন ফজিলাতুন্নেছার দশ বছরের ছেলে শেখ রাসেল, তার বাকি দুই ছেলে শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধু সুলতানা কামাল এবং রসি জামাল, ভাই আব্দুর রব সেরনিয়াবাত, দেবর শেখ নাসের, ভাতিজা শেখ ফজলুল হক মণি এবং তার স্ত্রী আরজু মণি। সেসময় পশ্চিম জার্মানি সফরে থাকার কারণে শুধুমাত্র তার কন্যাদ্বয় শেখ হাসিনা ওয়াজেদ এবং শেখ রেহানা প্রাণরক্ষা পান। পরে তাদেরকে বাংলাদেশ আসতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই অভ্যুত্থান পরিকল্পনা করে অসন্তুষ্ট আওয়ামী লীগের সহকর্মী এবং সেনা কর্মকর্তারা, যার মধ্যে ছিল মুজিবের সহকর্মী এবং প্রাক্তন বিশ্বাসপাত্র খন্দকার মোশতাক আহমেদ তিনি তৎক্ষণাৎ রাষ্ট্রপতির উত্তরসূরি হন। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ‘ঢাকা ইউজিন বোস্টার’ বক্তব্যের উপর ভিত্তি করে লরেন্স লিফশুলজ সিআইএকে এই অভ্যুত্থান এবং হত্যার জন্য অভিযুক্ত করেন।[৭]
মুজিব হত্যার ফলে সারাদেশ কয়েক বছরের রাজনৈতিক অশান্তির মধ্যে নিমগ্ন হয়। অভ্যুত্থানের নেতাদের সিংহাসনচ্যুত করা হয় একের পর এক পাল্টা অভ্যুত্থানের মাধ্যামে এবং রাজনৈতিক হত্যার ফলে দেশটি অচল হয়ে পড়ে। ১৯৭৭ সালে আরেকটি অভ্যুত্থানের পর শৃঙ্খলা পুনঃস্থাপিত হয় এবং সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতা পান। ১৯৭৮ সালে জিয়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে নিরাপত্তা অধ্যাদেশ জারি করেন এবং মুজিব হত্যার মূল পরিকল্পনাকারীকে খালাস দেন।
স্মৃতিচিহ্ন
সম্পাদনাতার স্মরণে বঙ্গবন্ধু মেমরিয়াল ট্রাস্ট মালয়েশীয় হাসপাতাল কেপিজে এর সাথে একত্রিত হয়ে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল এবং নার্সিং কলেজ’ প্রতিষ্ঠা করে।[৮] হাসপাতালটি প্রবর্তিত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালেশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।[৯]
বিশ্ববিদ্যালয় ও হল নামকরণ
সম্পাদনা- শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি, জামালপুর
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ,বনপাড়া,নাটোর
- সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইল
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রাবাস, ইডেন মহিলা কলেজ, ঢাকা।[১০]
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (ছাত্রী হল), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (ছাত্রী হল), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (ছাত্রী হল), ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,(ছাত্রী হল), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।[১১]
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (ছাত্রী হল) , খুলনা বিশ্ববিদ্যালয়
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ত্রিশাল,ময়মনসিংহ।
- বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল(ছাত্রী হল), হাবিপ্রবি, দিনাজপুর
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল(ছাত্রী হল),ঢাকা বিশ্ববিদ্যালয়
চলচ্চিত্র
সম্পাদনা- ২০২৩ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনের উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "বঙ্গমাতা" মুক্তি পায়। চলচ্চিত্রটিতে নাম চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী শনিবার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২০।
- ↑ "বাতিল হচ্ছে ৮ জাতীয় দিবস"। The Daily Star।
- ↑ "বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী আজ"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব: জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ রায়, অঞ্জন। "যে কোনও বয়সেই বঙ্গবন্ধুর প্রতিবাদী চরিত্র অমলিন"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন বুধবার"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "In MOURNING, In RAGE"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৯।
- ↑ "PM to take all treatment at home"। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। BSS। ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Hasina, Malaysian PM unveil plaque"। archive.thedailystar.net (ইংরেজি ভাষায়)। Unb। ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "ভূমিকম্পে ইডেনের ছাত্রাবাসে ২৯ ফাটল"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "9th RU convocation held"। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৮-০৮)। "মুক্তি পেল 'বঙ্গমাতা'"। Prothomalo। ২০২৩-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৯।