শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ

শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ নাটোর জেলার একটি মহিলা কলেজ।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ (প্রক্রিয়াধীন
স্থাপিত১৯৯৭
অধ্যক্ষআব্দুর রাজ্জাক মোল্লা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৬৫+
শিক্ষার্থী৩,০০০+
স্নাতকবিএসএস (পাস), বিএসসি (পাস), বিবিএস (পাস), বিএ (সম্মান), বিএসএস (সম্মান), বিএসসি (সম্মান), বিবিএস (সম্মান), বিবিএ (সম্মান)
স্নাতকোত্তরএমএ, এমবিএ (প্রস্তাবিত)
অন্যান্য শিক্ষার্থী
উচ্চ মাধ্যমিক,ডিগ্রী
ঠিকানা
বনপাড়া, পো: হারোয়া, বড়াইগ্রাম,
, ,
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটsfmwhc.edu.bd

ইতিহাস সম্পাদনা

২৭ ফ্রেব্রুয়ারী ১৯৯৭ নাটোর জেলা শহর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বনপাড়া বাজারের উত্তর-পূর্ব দিকে ২০০ মিটার দূরত্বে (মহিষভাঙ্গা) রোডে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দক্ষিণ পার্শ্বে সংরক্ষিত প্রাচীরবেষ্টিত ১.৫৫ একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয় ‘‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ’’। এলাকার কপিতয় ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন। কলেজের প্রতিষ্ঠতা উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোঃ আবদুল কুদ্দুস এমপি, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ ডাঃ আয়নুল হক।

অনুষদ ও বিভাগসমূহ সম্পাদনা

শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে পঠিত বর্তমান অনুষদ ও বিভাগসমূহ -

কলা অনুষদ সম্পাদনা

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ

সমাজ বিজ্ঞান অনুষদ সম্পাদনা

  • রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • সমাজ বিজ্ঞান বিভাগ

বিজ্ঞান অনুষদ সম্পাদনা

  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • ভূগোল ও পরিবেশ বিভাগ
  • মনোবিজ্ঞান বিভাগ

ব্যবসায় শিক্ষা অনুষদ সম্পাদনা

  • ব্যবস্থাপনা বিভাগ

সুবিধা এবং বৈশিষ্ট্যসমূহ সম্পাদনা

ভবন সমূহ সম্পাদনা

মোট ভবন ৫টি

আবাসিক হলসমূহ সম্পাদনা

২টি

গ্রন্থাগার সম্পাদনা

১টি

তথ্যসূত্র সম্পাদনা