বনানী কবরস্থান

বনানী কবরস্থান হল ঢাকার বনানী এলাকায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি সরকার পরিচালিত ঢাকার আটটি কবরস্থানের একটি এবং প্রায় ২২,০০০ কবর ধারণের ক্ষমতাযুক্ত এই কবরস্থানটি ঢাকা শহরের বৃহত্তম কবরস্থানগুলির একটি।[১] এটির আয়তন প্রায় ১০ একর এবং প্রতিদিন এখানে দুটি থেকে তিনটি কবর দেয়া হয়।[২] বনানী কবরস্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উল্লেখযোগ্য বাংলাদেশির কবর রয়েছে, যেমন ১৫ ই আগস্ট ১৯৭৫ সালের অভ্যুত্থানে শিকার ব্যক্তিদের কবর রয়েছে। এছাড়া এই কবরস্থানের ভিতরে ছোট একটি মসজিদ রয়েছে।

বনানী কবরস্থান
Banani Graveyard in Dhaka 23.jpg
বনানী কবরস্থান
Map
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৭′৫৯″ উত্তর ৯০°২৪′১৬″ পূর্ব / ২৩.৭৯৯৮৩° উত্তর ৯০.৪০৪৪৩° পূর্ব / 23.79983; 90.40443
স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখ১৯৭৩

ইতিহাসসম্পাদনা

কবরস্থানটি ১৯৭৩ সালে চালু করা হয়।[৩] প্রথমে ব্যক্তিগত হিসেবে তৈরি করা হলেও পরে বনানী পৌরসভা ও ১৯৮১ সালে ঢাকা সিটি কর্পোরেশন এই কবরস্থানটি পরিচালনার দায়িত্ব নেয়।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা

এই কবরস্থানে শায়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি হলেন:

চিত্রশালাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. পারভীন, শাহনাজ (১১ জানুয়ারি ২০১৮)। "ঢাকায় মরদেহ কবর দেয়ার জায়গার এত অভাব কেন?"বিবিসি নিউজ বাংলা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 
  2. "Dhaka's biggest graveyard by Dec"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০২ 
  3. কামরুজ্জামান, আম (২০০৯-০৪-২৯)। "Graveyards and Urbanization: The Case of Dhaka City"ডিওআই:10.2139/ssrn.1414122 
  4. "বনানী কবরস্থানজুড়ে আধুনিকতার ছোঁয়া"বাংলাদেশ প্রতিদিন। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা