হোসনে আরা রহমান
হোসনে আরা রহমান (১৯৩৪ - ১৭ জুন, ২০১৭) বাংলাদেশের একজন বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী ছিলেন। রহমান ১০ অক্টোবর, ১৯৯১ থেকে ৯ অক্টোবর, ১৯৯৬ সাল পর্যন্ত দেশের প্রথম ফার্স্ট লেডি হিসেবে কাজ করেন। [১]
হোসনে আরা বেগম | |
---|---|
বাংলাদেশের ফার্স্ট লেডি | |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ১৯৯১ – ৯ অক্টোবর ১৯৯৬ | |
রাষ্ট্রপতি | আবদুর রহমান বিশ্বাস |
পূর্বসূরী | রওশন এরশাদ |
উত্তরসূরী | আনোয়ারা বেগম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৪ |
মৃত্যু | ১৭ জুন ২০১৭ ঢাকা, বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | আবদুর রহমান বিশ্বাস |
সন্তান | সাত জন |
তিনি ২০১৭ সালের ২৭ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৮৩ বছর বয়সে বয়সের জটিলতা থেকে মারা যান। [১] তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, তাদের দুই মেয়ে, আখি বিশ্বাস ও রাখি বিশ্বাস, এবং তাদের পাঁচ পুত্রের মধ্যে জীবিত চারজন - মুনু বিশ্বাস, শামসুদ্দোজা কামাল বিশ্বাস, জামিলুর রহমান শিবলী বিশ্বাস, এবং মুঈদুর রহমান রোমেল বিশ্বাস। [১] সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মন্ত্রী রাশেদ খান মেনন তার চাচাত ভাই ছিলেন। গুলশান থানার গুলশান আজাদ মসজিদে বনানী কবরস্থানে কবরস্থানের সঙ্গে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। [১]
তার স্বামী আব্দুর রহমান বিশ্বাস, ৩ নভেম্বর, ২০১৭ সালে তার মারা যাওয়ার মাত্র কয়েক মাস পরে মারা যান। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Ex-president Abdur Rahman Biswas' wife passes away"। New Age (Bangladesh)। ২০১৭-০৬-১৭। ২০১৭-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭।
- ↑ "Abdur Rahman Biswas laid to rest"। Banglanews24.com। ২০১৭-১১-০৪। ২০১৭-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৭।