ফজল শাহাবুদ্দীন

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

ফজল শাহাবুদ্দীন (জন্মঃ ফেব্রুয়ারি ৪, ১৯৩৬ - মৃত্যুঃ ৯ ফেব্রুয়ারি, ২০১৪) বাংলাদেশের একজন খ্যাতিমান আধুনিক কবি[২] তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তার কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।

ফজল শাহাবুদ্দীন
Fazl-Shahabuddin-2010.jpg
জন্ম(১৯৩৬-০২-০৪)৪ ফেব্রুয়ারি ১৯৩৬
মৃত্যু৯ ফেব্রুয়ারি ২০১৪(2014-02-09) (বয়স ৭৮)[১]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশাকবি
পুরস্কারবাংলা একাডেমী, একুশে পদক পুরস্কার

জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা

তিনি ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন,[৩][৪] এবং তার কবিতার বিস্তৃতি ষাটের দশকের মাঝামাঝি থেকে মৃত্যু পর্যন্ত পরবর্তী ৪ দশক। তিনি সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এছাড়া তিনি আরও কাজ করেছেন সচিত্র সন্ধানী এবং দৈনিক বাংলা পত্রিকায়। ৭৮তম জন্মদিনের ৫ দিনে পরে ২০১৪ সালে কবি শাহাবুদ্দীন মৃত্যুবরণ করেন।[৫]

 
ফজল শাহাবুদ্দীনের ৭০তম জন্মদিন উপলক্ষে প্রচারিত পোস্টার।

কর্মজীবনসম্পাদনা

ফজল শাহাবুদ্দীন সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে কাজ করেন দীর্ঘদিন। এরপর পুরানা পল্টনে হারুন এন্টারপ্রাইজ নামের ডায়রি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক হিসাবে কাজ করতেন। হারুন এন্টারপ্রাইজটির অফিস ছিল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আড্ডা। ১৯৯২ সালে দৈনিক জনকন্ঠ প্রকাশের প্রাক্কালে তিনি এর সাহিত্যপাতা ও অলংকরণে প্রথম দিকে যুক্ত হন। ফজল শাহাবুদ্দীন এখান থেকে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ এর বন্ধু হিসাবে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে একটি আন্তর্জাতিক কবিতা কেন্দ্র করার চেষ্টা করেন এবং কয়েকবার আন্তর্জাতিক কবিতা সম্মেলন করেন। তিনি বাংলাদেশে বসন্তকালীন কবিতা উৎসবের আয়োজক, যার ধারা বর্তমানেও অব্যাহত। কবি মৃত্যুর পূর্ব পর্যন্ত হারুন এন্টারপ্রাইজে বসতেন এবং নিয়মিত আড্ডা ও সাহিত্যভাবনার মধ্যেই তার সময় কাটাতেন। সাবেক সামরিক শাসক এরশাদ এর সঙ্গে বন্ধুত্বের সুবাদে তিনি তার সহায়তা নিয়ে একটি কবিতাকেন্দ্র নামে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট গড়ারও স্বপ্ন দেখতেন।

সাহিত্যকর্মসম্পাদনা

ফজল শাহাবুদ্দীনের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে

  • তৃষ্ণার অগ্নিতে একা
  • অকাঙ্ক্ষিত অসুন্দর
  • আততায়ী সূর্যাস্ত
  • অন্তরীক্ষে অরণ্য
  • সান্নিধ্যের আর্তনাদ
  • আলোহীন অন্ধকারহীন
  • সনেটগুচ্ছ
  • অবনিশ্বর দরোজায়
  • আমার নির্বাচিত কবিতা
  • হে নীল সমুদ্র হে বৃক্ষ সবুজ
  • লংফেলোর নির্বাচিত কবিতা
  • দিকচিহ্নহীন
  • ছিন্নভিন্ন কয়েকজন
  • জখন জখম নাগমা
  • Selected Poems
  • Solitude
  • Towards the Earth
  • বাতাসের কাছে
  • ছায়া ক্রমাগত
  • নিসর্গের সংলাপ
  • পৃথিবী আমার পৃথিবী
  • ক্রন্দনধ্বনি
  • ক্রমাগত হাহাকার

পুরস্কারসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "কবি ফজল শাহাবুদ্দীন আর নেই"। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। ৯ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৪-০২-০৯ 
  2. Fazal Shahabuddin passes away
  3. "চলে গেলেন কবি ফজল শাহাবুদ্দীন"ইত্তেফাক। Dhaka,Bangladesh। সংগ্রহের তারিখ Oct,2016  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. Journalist Fazal Shahabuddin passes away
  5. "Journalist Fazal Shahabuddin dies"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬ 
  6. "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।