আনোয়ারা বেগম (শিক্ষাবিদ)
আনোয়ারা বেগম ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বাংলাদেশের প্রথম নারী উপাচার্য।[১] শিক্ষা ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।[২] তিনি বাংলাদেশের একজন প্রাক্তন ফার্স্ট লেডি।[৩]
আনোয়ারা বেগম | |
---|---|
বাংলাদেশের ফার্স্ট লেডি | |
অধিকৃত কার্যালয় ৬ সেপ্টেম্বর ২০০২ – ১৫ ফেব্রুয়ারি ২০০৯ | |
রাষ্ট্রপতি | ইয়াজউদ্দিন আহম্মেদ |
পূর্বসূরী | হাসিনা ওয়ার্দা চৌধুরী |
উত্তরসূরী | রাশিদা হামিদ |
উপাচার্য | |
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০৪ – ২০১১ | |
পূর্বসূরী | অফিস সৃষ্ট |
উত্তরসূরী | আবুল হোসেন শিকদার |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ২১ এপ্রিল ২০১৮ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিক্ষাবিদ |
যে জন্য পরিচিত | বাংলাদেশের প্রথম নারী উপাচার্য |
পেশা জীবন
সম্পাদনাআনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন।[৪] পরবর্তীতে তিনি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] আনোয়ারা বেগম ছিলেন ঢাকার অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং এর ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।[৫][৬]
ফার্স্ট লেডি
সম্পাদনাসাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী হওয়ার সুবাদে তিনি ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলাজনিত কারণে ২৪ আগস্ট, ২০০৪ সালে প্রয়াত হন। তার মৃত্যুর ফলে ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আনোয়ারা বেগম বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে বহাল ছিলেন।[৭]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাআনোয়ারা বেগম ও তার স্বামী ইয়াজউদ্দিন আহম্মেদের একটি ছেলে সন্তান ছিল নাম ইমতিয়াজ আহমেদ বাবু। ইমতিয়াজ ছিল তাদের পালক পুত্র।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রথম নারী উপাচার্য"। বাংলাদেশ প্রতিদিন। ৩১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ"। বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১৬।
- ↑ ক খ "President"। Munshigonj.com। জুন ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৬, ২০১৬।
- ↑ "প্রয়াত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রীর ইন্তেকাল"। যুগান্তর। ২২ এপ্রিল ২০১৮।
- ↑ "Ex-president Iajuddin's wife passes away"। Daily Sun। ২২ এপ্রিল ২০১৮।
- ↑ কালের কণ্ঠ, মুদ্রিত সংস্করণ, ৯ জানুয়ারী, ২০১২ইং, পৃষ্ঠা-শেষের পাতা
- ↑ আনোয়ারা বেগম: বাংলাদেশের তৎকালীন ফার্স্ট লেডি, সংগ্রহকাল: ২৯ ডিসেম্বর, ২০১১ইং
- ↑ "President's Life Sketch"। Ministry of Foreign Affairs। ১০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।