লাল মোরগের ঝুঁটি
লাল মোরগের ঝুঁটি ২০২১ সালের বাংলাদেশী যুদ্ধভিত্তিক-নাট্য চলচ্চিত্র। ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায়।[৪] কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।[১][৫] এটি প্রযোজনা করেছেন মতিয়া বানু শুকু।[৬] আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দীপক সুমন, জ্যোতিকা জ্যোতি, আশীষ খন্দকার, জিনাত শানু স্বাগতা, লায়লা হাসান প্রমুখ এতে অভিনয়ে করেছেন।
লাল মোরগের ঝুঁটি | |
---|---|
মূল শিরোনাম | শিরোনাম |
পরিচালক | নুরুল আলম আতিক |
প্রযোজক |
|
রচয়িতা | নুরুল আলম আতিক |
চিত্রনাট্যকার | নুরুল আলম আতিক |
উৎস | লেখক কর্তৃক মূল কাজের শিরোনাম |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রাশীদ শরীফ শোয়াইব |
চিত্রগ্রাহক |
|
সম্পাদক | সামির আহমেদ |
প্রযোজনা কোম্পানি | পাণ্ডুলিপি কারখানা[১] |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৬ মিনিট[৩] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটির কাহিনীর সূচনা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের আগস্টে সৈয়দপুরের পটভূমিতে।[২] ২০২১ সালের ১০ ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটি মুক্তি পায়।[২][৭] ৯ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের সভাপতিত্বে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মিলনায়তনে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[৭]
কাহিনি
সম্পাদনাচলচ্চিত্রটি কাহিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এমন লোকদের ঘিরে আবর্তিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ ছিল একটি কারাগারের মত। পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল উপ-বিভাগীয় একটি ছোট শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি বিমানঘাঁটি সংস্কার করতে আসে। সেনাবাহিনীর উপস্থিতিতে তিন বন্ধুর সম্পর্ক বদলে যায়। তাদের মধ্যে কয়েকজন মুক্তি সংগ্রামের সমর্থনে কাজ করে এবং অন্যরা দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগীদের সমর্থনে কাজ করে।
অভিনয়ে
সম্পাদনা- আহমেদ রুবেল - সাহেব আলী
- আশনা হাবিব ভাবনা - পদ্ম,[২] বুদ্ধের কন্যা
- দিলরুবা দোয়েল - রেবা, সাহেব আলীর মেয়ে
- শাহজাহান সম্রাট - ক্যাপ্টেন নকভি
- অশোক ব্যাপারী - ধরণীমোহন
- শিল্পী সরকার অপু - মায়ারানী
- জয়রাজ - শামসুদ্দিন খান
- জ্যোতিকা জ্যোতি - দীপালি
- আশীষ খন্দকার - বুদ্ধ, পদ্মর বাবা
- অনন্ত মুনির আহমেদ - গোলাপ
- দীপক সুমন - পরিমল
- জিনাত শানু স্বাগতা
- ইলোরা গহর
- লায়লা হাসান
- খলিলুর রহমান কাদেরী
- রিফাত হাসান সৈকত - সুবোল
- জোবায়ের সাঈদ - ক্যাপ্টেন মুনাওয়ার
- মতিউল আলম - হামদু মিয়া
- হাসিমুন
- বাঘা - লাল মোরোগ
প্রাক-প্রযোজনা
সম্পাদনা২০১৪-১৫ অর্থবছরে চিত্রনাট্যটি বাংলাদেশ সরকারের কাছ থেকে জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছে।[১][৭]
প্রযোজনা
সম্পাদনা২০১৬ সালের মার্চ মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল।[৮] যদিও বাজেট সমস্যার কারণে স্থগিত ছিল।[৯] কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরীপুর- এই তিনটি লোকেশনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।[৯] এটি উৎপাদনে ছয় বছর ব্যয় হয়েছিলো।[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ বিনোদন প্রতিবেদক (৮ নভেম্বর ২০২১)। "১০ ডিসেম্বর আসছে 'লাল মোরগের ঝুঁটি'"। প্রথম আলো। ১৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ ঘ বেগম, আফসানা (১৬ ডিসেম্বর ২০২১)। "লাল মোরগের ঝুঁটি: চেনা যুদ্ধ, অচেনা দৃষ্টিকোণ"। অন্য আলো। প্রথম আলো। ১৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
- ↑ কবির, আহসান (১১ ডিসেম্বর ২০২১)। "লাল মোরগের ঝুঁটি: একাত্তরের আরেক আখ্যান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
- ↑ Dhakatimes24.com। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সিয়াম-বাঁধন-মীর সাব্বির"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১।
- ↑ "'Lal Moroger Jhuti' ready to release after 6 years"। Bangladesh Post। ৯ নভেম্বর ২০২০। ১৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- ↑ "'Lal Moroger Jhuti' to hit local theatres on Dec 10"। New Age। ৩ ডিসেম্বর ২০২১। ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।
- ↑ ক খ গ ঘ "'Lal Moroger Jhuti' to hit local theatres on Dec 10"। Dhaka Tribune। ৭ ডিসেম্বর ২০২১। ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।
- ↑ Joya, Sharmin (৮ ডিসেম্বর ২০২০)। "Bhabna on her unconventional role in 'Lal Moroger Jhuti'"। The Daily Star (Bangladesh)। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।
- ↑ ক খ Joya, Sharmin (৯ নভেম্বর ২০২০)। "Shooting of 'Lal Moroger Jhuti' concludes"। The Daily Star (Bangladesh)। ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১।