গঙ্গাযাত্রা

বাংলাদেশী চলচ্চিত্র

গঙ্গাযাত্রা ২০০৯-এর একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটির কাহিনিকার ও পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ছবির প্রধান প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, শিমলা, সহিদুল আলম সাচ্চু, পরেশ আচার্য্য, রবিউল আমল রবু, শামিমা ভিস্তি ও কাজল মজুমদার।

গঙ্গাযাত্রা
চলচ্চিত্রের ভিসিডি মোড়ক
পরিচালকসৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
প্রযোজকশবনম শাহনাজ চৌধুরী
রচয়িতাসৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
শ্রেষ্ঠাংশেফেরদৌস
পপি
শিমলা
সহিদুল আলম সাচ্চু
পরেশ আচার্য্য
রবিউল আমল রবু
শামিমা ভিস্তি
কাজল মজুমদার
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকহাসান আহমেদ
সম্পাদকমনির হুসাইন
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
মুক্তি২০০৯
স্থিতিকাল১০৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ মোট আটটি বিভাগে পুরস্কার লাভ করে।[১] এছাড়া কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়।[২][৩]

কাহিনি সংক্ষেপ সম্পাদনা

রুপার (শিমলা) স্বামী তাকে এবং তার মেয়ে নিপাকে (সাবরিনা) অর্থের জন্য একটি পতিতালয়ে বিক্রি করে। রুপা তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় এবং তার খদ্দের রতন (সাচ্চু) রুপাকে আশ্বাস দিলে রুপা তা বিশ্বাস করে কিন্তু রতন পরে রুপার সাথে বিশ্বাসঘাতকতা করে। ইতিমধ্যে, একসময় পতিতালয়ের মাসী শিশুকন্যাকে নিজকক্ষে রেখেই খদ্দেরকে সেবা দেয়ার জন্য রূপাকে চাপ দেয়। ফলস্বরূপ, রুপা তার জীবন নিয়ে হতাশ হয়ে পড়ে এবং তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করে। প্রকাশ (ফেরদৌস) ও সুধামনি (পোপি) এই দুই মৃত দেহকে শেষকৃত্যের জন্য নিয়ে যায়। কিন্তু সমাজের মানুষ তাদের বাধা দেয়; এমনকি সেই দুই মৃতদেহ দাফনের জন্য কোন সরকারি খাস জমিও পায় না। এখন, সমাজপতিদের বাধা উপেক্ষা করে তাদের জন্য যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতে হবে প্রকাশ ও সুধামনির।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • ফেরদৌস - প্রকাশ
  • পপি - সুধা
  • শিমলা - রুপা
  • শহিদুল আলম সাচ্চু - মানিক
  • পরেশ আচার্য্য -
  • রবিউল আমল রবু -
  • শামিমা ভিস্তি -
  • কাজল মজুমদার -
  • শাহনেওয়াজ খান মুন্না -
  • তপন কুমার -
  • বেগম মন্টু -
  • মুন্নি -
  • রিনা -
  • মায়া -
  • শান্ত -
  • সৈয়দ -
  • কাওসার সোহরাব -
  • সৈয়দা ওয়াহিদা সাবরিনা - শিশু শিল্পী

সম্মাননা সম্পাদনা

চলচ্চিত্র উৎসবে অংশগ্রহন সম্পাদনা

  • কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১০[৪]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পাদনা

গঙ্গাযাত্রা চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ মোট আটটি বিভাগে পুরস্কার লাভ করে।

  • বিজয়ী শ্রেষ্ঠ পরিচালক - সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
  • বিজয়ী শ্রেষ্ঠ কাহিনিকার - সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা - ফেরদৌস (যৌথভাবে চঞ্চল চৌধুরী'র সাথে মনপুরা ছবির জন্য)
  • বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী - পপি
  • বিজয়ী শ্রেষ্ঠ শিশুশিল্পী - সৈয়দা ওয়াহিদা সাবরিনা
  • বিজয়ী শ্রেষ্ঠ মেকাপম্যান - খলিলুর রহমান
  • বিজয়ী শ্রেষ্ঠ শিল্প নির্দেশক - কলনতর
  • বিজয়ী শ্রেষ্ঠ পোশাক ডিজাইনার - দীলিপ সিং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ ঘোষণা"দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। ২২ জুলাই ২০১১। ১৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬ 
  2. "কলকাতা উৎসবে 'গঙ্গাযাত্রা'"কালের কণ্ঠ। ২০১০-১০-১৯। নভেম্বর ১৭, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫ 
  3. "কলকাতা উৎসবে বাংলাদেশের ছবি"প্রথম আলো। ২০১০-১১-০৫। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৪, ২০১৫ 
  4. কলকাতা চলচ্চিত্র উৎসবে 'গঙ্গা যাত্রা'

বহিঃসংযোগ সম্পাদনা