শ্যামল মাওলা

বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা

গোলাম মাওলা, যিনি শ্যামল মাওলা নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, যিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেন।[১] তিনি মঞ্চ অভিনেতা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে টেলিভিশন ও ঢাকা ভিত্তিক বাংলা চলচ্চিত্রে কাজ করে থাকেন। (২০০৬) সালে সুমন আনোয়ার পরিচালিত রোদ বৃষ্টির শহরে তার অভিনীত প্রথম নাটক।[২] এছাড়া তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে-মুদ্রার এপিঠ ওপিঠ, আস্থা, সিনেমাওয়ালা, বাবুই পাখির বাসা, বারান্দায় রৌদ্দুর। পরে তিনি ফিরে আসেন ওয়েব সিরিজের মাধ্যমে। (২০১৮) সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ক্যাশ নামে ওয়েব সিরিজে।[৩]

গোলাম মাওলা
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামশ্যামল মাওলা
পেশাঅভিনয়শিল্পী
কর্মজীবন২০০৬ - বর্তমান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

শ্যামল মাওলা আসল নাম ছিলো গোলাম মাওলা। ১৯৮৩ সালের ৮ নভেম্বর তিনি জন্মগ্রহন করেন রাজধানী ঢাকার শাহবাগে। তবে বর্তমানে তিনি উত্তরা বসবাস করছেন। তার প্রথম স্কুল হলো ইস্কাটন গার্ডেন হাইস্কুল। পরবর্তীতে তিনি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন।

কর্মজীবন

সম্পাদনা

শ্যামল মাওলার অভিনয় শুরু মঞ্চ নাটক থেকে তার প্রথম নাটক রোদ বৃষ্টির। পরে ওয়েব সিরিজে কাজ করেন ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ক্যাশ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। এর আগে স্ফুলিঙ্গ এবং ইতি তোমারই ঢাকা নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৪]

ফিল্মগ্রাফি

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০২১ স্ফুলিঙ্গ পার্থ তৌকির আহমেদ তার অভিনীত প্রথম চলচ্চিত্র
২০২১ জোয়ার ভাঁটা সুমন আনোয়ার ওয়েব ফিল্ম চলচ্চিত্র
২০২১ হেরে যাওয়ার গল্প
২০২১ ইতি তোমারই ঢাকা
২০২২ ক্যাফে ডিজায়ার আবির আহমেদ রবিউল আলম রবি ওয়েব ফিল্ম চলচ্চিত্র
২০২২ মাফিয়া তৌহিদ হোসেন চৌধুরী
২০২৪ ডেডবডি ইকবাল
আগন্তুক সুমন ধর

ওয়েব এবং টেলিভিশন ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য সূত্র
২০২০ সদরঘাটের টাইগার টাইগার [৫]
২০২১ মহানগর আফনান চৌধুরী [৬]
২০২৩ আন্তঃনগর [৭]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

২০২০ সাসের ১০ অক্টোবর শ্যামল তার দ্বিতীয় স্ত্রী মাহা শিকদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্যামল মাওলার প্রথম স্ত্রীর নাম নন্দিতা। তার সঙ্গে তিন বছর সংসার করার পর ডিভোর্স হয়। সেই সংসারে শ্রেয়ণ নামে শ্যামলের একটি পুত্রসন্তান রয়েছে।[৮][৯][১০][১১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নীরবতা ভাঙলেন শ্যামল"দ্য ডেইলি স্টার। ১৪ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  2. "শ্যামল মাওলা, সেরা সময়টা পার করছেন ওটিটিতেই"দৈনিক প্রথম আলো। ১৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  3. "শ্যামল মাওলার জন্মদিন আজ"দ্য ডেইলি ম্যাসেন্জার। ৮ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  4. "তৌকীরের 'স্ফুলিঙ্গ'তে নায়ক শ্যামল মাওলা"দৈনিক যুগান্তর। ১০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  5. "আলোচনায় সদরঘাটের টাইগার"দৈনিক ভোরের কাগজ। ৯ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৪ 
  6. "আসছে নতুন 'মহানগর"দৈনিক প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৪ 
  7. "নগরের গল্প 'আন্তঃনগর"দৈনিক প্রথম আলো। ৮ জুন ২০২৩। 
  8. "ফের বিয়ে করলেন শ্যামল মাওলা"ঢাকা টাইমস। ১১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  9. "সেই মাহাকেই বিয়ে করলেন শ্যামল মাওলা"দৈনিক কালের কন্ঠ। ১১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  10. "দ্বিতীয় বিয়ে করলেন শ্যামল মাওলা"ভোরের কাগজ। ১১ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 
  11. "অভিনেতা শ্যামল মাওলার বিয়ে"বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা